কানাডা যাওয়ার সহজ উপায় । কানাডা যাওয়ার সহজ নিয়ম

 সরকারি ভাবে কানাডা যাওয়ার  টি উপায়


কানাডা যাওয়ার সহজ নিয়ম


. Student Visa ( স্টুডেন্ট ভিসা ) : কানাডা যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে Student Visa 
এই স্টুডেন্ট ভিসার মাধ্যমে আপনি কানাডা গিয়ে পড়ালেখা করতে পারবেন। এই ভিসার সুবিধা অনেক ,এই ভিসার মাধ্যমে আপনি ওই দেশে পড়ালেখা শেষে আপনার পছন্দ অনুযায়ী চাকরি করতে পারবেন। আপনি ওই দেশে স্টুডেন্ট ভিসায় গেলে পড়ালেখা শেষে পরবর্তীতে পার্মানেন্ট ভিসা পেতে পারবেন। আপনি সে দেশের এডমিশন রিকোয়ারমেন্ট অনুযায়ী সব পূরণ করলে আপনি খুব সহজে স্টুডেন্ট ভিসায় কানাডা যেতে পারবেন। সেখানে পড়াশোনা করে ভবিষ্যতে সেখানে ভালো চাকরি করে সেখানে পার্মানেন্ট  হতে চাইলে স্টুডেন্ট হিসেবে যাওয়াই সবচেয়ে সহজ এবং ভালো উপায়। কানাডা স্টুডেন্ট ভিসা পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো ব্যাংক স্টেটমেন্ট এটিতে কোনো ভাবে ভুল তথ্য দেওয়ার চেষ্টা করবেন না। অনেক এজেন্সি আছে যারা এই ব্যাংক স্টেটমেন্ট এর ব্যাপারে অনেক ভুল তথ্য দিতে চাইবে। একটা কথা মনে রাখতে হবেযে ভিসা হওয়ার পর তারা আর কোন দায়িত্ব নিবেনা। আর এই ব্যাংক স্টেটমেন্টে যদি ধরা পরে কানাডাতে যাওয়ার পরআর তাই এই বাপারে সাবধান থাকা ভাল।



২। Job Visa (জব ভিসা): যারা চাকরি নিয়ে কানাডা যেতে চানতাদেরকে অবশ্যই যেকোনো কাজে দক্ষ হতে হবে।আপনার কাজের দক্ষতা থাকলেআপনি বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে কানাডায় চাকরির আবেদন করতে পারবেন। আবেদন করার পর আপনার ইন্টারভিউ তারা অনলাইনেই নিবেমনোনীত ব্যক্তি কানাডায় চাকরির করার সুযোগ পাবেন। আপনি যদি এর মধ্যে কোন একটি ক্যাটাগরির অন্তর্ভুক্ত হনতাহলে ক্যাটাগরির কি কি রিকোয়ারমেন্টস আছে সেটা আপনাকে ফুলফিল করে আবেদন করতে হবে। আপনি যদি ইন্টারভিউতে সিলেক্টেড হন তাহলে  কোম্পানি আপনার ভিসার জন্য সকল প্রয়োজনীয় কাগজ পত্র দূতাবাসে পাঠিয়ে দিবেযা আপনার ভিসা পেতে সহজ হবে।



    .বিজনেস বা  ইনভেস্টর ভিসাকানাডা বিজনেস ভিসা আবেদনের আগেআপানার দুইটি বিষয়ে ধারনা থাকতে হবে।১আপনার ব্যবসার অভিজ্ঞতা  দক্ষতাকানাডা অথবা আন্তর্জাতিক ব্যবসার ধারনা থাকতে হবে। অভিজ্ঞ ব্যবসায়ী বা বিনিয়োগকারীদের কানাডায় ব্যবসা করা সবচেয়ে সহজ উপায় হতে পারে। ৩টি খাতে বিনিয়োগ করে যে কেউ কানাডা বিনিয়োগ ভিসার আবেদন করতে পারবে। 

      1.     Venture capital funds

      2.     Angel investor groups

      3.     Business incubators

      আপনাকে মনে রাখতে হবে Venture capital funds আবেদনের জন্য কমপক্ষে $200,000 কানাডীয় ডলার ইনভেস্ট করতে হবে। আর Angel investor groups  আবেদনের জন্য $75,000 কানাডীয় ডলার ইনভেস্ট করতে হবে।

       

       স্পন্সর ভিসা: স্বামী ,স্ত্রীদাম্পত্য সঙ্গী  নির্ভরশীল সন্তান কানাডা স্পন্সর ভিসা পাওয়ার যোগ্য। কানাডার নাগরিক হওয়ার সহজ উপায় হচ্ছেকানাডীয় কোন মেয়েকে বিয়ে করে অথবা কানাডীয়ান কোন ছেলেকে বিয়ে করা এই স্পন্সর ভিসাতে কানাডায় যাওয়া খুবই সহজ। স্পন্সর ভিসাতে স্বামী তার অন্য দেশের স্ত্রীকে নিয়ে আসতে পারবে বা স্ত্রী তার স্বামীকে নিয়ে আসতে পারবে। 


        .ভ্রমণ ভিসাভ্রমণ ভিসায় কানাডায় যাওয়া কিছুটা সহজতবে ভিসা পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। কানাডার ভিজিটর ভিসা পেতেআপনি যে মূলত ভ্রমণ করার জন্য কানাডা যাবেন সেটাআপনাকে প্রমাণ করাতে হবে  দূতাবাসের কর্মকর্তারা যখন আপনার সাক্ষাৎকার নিবেতারা নিশ্চিত হতে চাইবেযে আপনি কানাডা ভিজিট করে আবার ফেরত আসবেন কিনা।  তাই এই বিষয়ে বেশি গুরুত্ব দেয়া ভাল। তা না হলে ভিসা না পাওয়ার সম্ভাবনা থাকে।


      কানাডা যেতে হলে যা জানা জরুরি 

       

      .টাকার বিনিময়ে কানাডায় জব পাওয়া যায় না। যদি কেও বলে থাকে তাহলে বুজবেন  প্রতারক। 

       

      .আত্বীয় স্বজনের মাধ্যমে কানাডা যাওয়া যায় ,এই তথ্যটি সম্পূর্ণ ভুল। একজন কানাডীয়ান চাইলে শুধু তার মা বাবাকে নিতে পারবে ,সে তার ভাইকেও নিতে পারবে না। এক্ষেত্রে আত্বীয় স্বজন তো দূরের কথা। কেও যদি বলে আত্বীয় স্বজনের মাধ্যমে কানাডা যাওয়া যায় তাহলে বুজবেন এই তথ্যটি একটি ভুল তথ্য। 

       

      .এখন আরেকটি প্রতারণা হচ্ছে ৪৮ ঘন্টার ভিতর কানাডা সরকার ভিসা দিচ্ছে ,এই তথ্যটি সম্পূর্ণ ভুল। আবার অনেকে হোটেল ক্লিনার এবং রুম সার্ভিস এর জন্য ভিসা দিচ্ছে এটিও একটি প্রতারনা। মনে রাখবেন এসব জব পাওয়া অনেক কঠিন। 

       

      .আরেকটি প্রতারণা হলো আগে ভিসা তারপর টাকা ,সম্পূর্ণ ভিসা গ্যারান্টি। একটি কথা মনে রাখবেন ভিসা গ্যারান্টি দেয়ার ক্ষমতা IRCC এর  নেই। কেও যদি ভিসার গ্যারান্টি দিবে বলে তাহলে মনে করবেন  প্রতারক। 

       

      .অনেক এজেন্সী আপনাকে দেখবেন কানাডার স্বপ্ন দেখাবে এমন স্বপ্ন দেখাবে যেন আপনার মনে হবে আপনি খুব সহজেই কানাডা যেতে পারবেন এবং কানাডায় গিয়ে অনেক কিছু করতে পারবেন। এসব স্বপ্ন দেখানো এজেন্সিগুলো থেকে দূরে থাকবেন। 

      তাই আপনি কানাডা যাওয়ার আগে এবং কানাডার ভিসা করার আগে এই জিনিসগুলো মাথায় রাখবেন। 



      কানাডায় জীবন-যাত্রার আয়  ব্যয় কেমন

       

      কানাডা খুব ভালো  একটি দেশবিশ্বের অন্যতম উন্নত একটি দেশ। এসব দেশে যেতে হলে আপনাকে কিছু জিনিস অর্জন করতে হবে। আপনি ওই দেশে যে কাজটি করেন না কেন আপনাকে অবশ্যই ইংরেজি জানতে হবে। কারণ আপনি যে কাজটি করেন না কেন সে কাজটিতে অনেক দেশের মানুষ থাকতে পারেআর এই সব মানুষের মন জয় করতে হলে আপনাকে অবশ্যই ইংলিশ জানতে হবে। কারণ ওই দেশে প্রায় সবাই ইংরেজিতে কথা বলতে পারে। ওই দেশে বাস ড্রাইভারের বেতন কমপক্ষে   হাজার ডলার ,একজন ইলেক্ট্রিশিয়ান এর বেতন  থেকে ৫হাজার ডলার ,আর একজন নার্স এর বেতন  থেকে  হাজার ডলার। কানাডায় একটি  রুমের ঘরের ভাড়া ১২০০ ডলার এবং জায়গা ভেদে ২০০০ ডলার হতে পারে। আর  জন সদস্যের খাবার খরচ ৭০০ থেকে ৮০০ ডলার হতে পারে।  সদস্যের একটি পরিবারের ওইখানে চলতে গেলে ২৫০০ ডলার লাগতে পারে। আপনার সব টেক্স দিয়ে আপনার  সদস্যের একটি পরিবারের ২৫০০ দলের লাগতে পারে। 

       

      কানাডার সেরা ১০ টি চাকরি 



      • ট্রাক চালক :

       

      ট্রাক ড্রাইভার কানাডার উচ্চ বেতনের দক্ষ চাকরীর মধ্যে শীর্ষে রয়েছে এবং কানাডায় যেকোন ড্রাইভিং চাকরী নেওয়ার আগে আপনার একটি বৈধ কানাডিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তাছাড়াকানাডায় ট্রাক চালকদের জন্য অনেক চাকরির সুযোগ রয়েছেযার মধ্যে রয়েছে গারবেজ ট্রাক ড্রাইভারডেলিভারি ড্রাইভারট্রাক ড্রাইভার সুপারভাইজারফুয়েল ট্রাক অপারেটরওয়াটার ট্রাক অপারেটর ইত্যাদি।



      • প্লাম্বার:

       

      আপনার যদি প্লাম্বিং দক্ষতা থাকে এবং এই দক্ষতায় আপনি যদি বিদেশী নাগরিক হনতাহলে আপনি কানাডায় পাইপড্রেনফিক্সচারনর্দমাওয়াটার হিটার এবং আরও অনেক কিছু তৈরী করা , মেরামত এবং পরিষেবা প্রদানের সাথে জড়িত চাকরি পেতে পারেন। এছাড়া প্লাম্বাররা কানাডায় প্রতি ঘন্টায় গড়ে 20 কানাডিয়ান ডলার থেকে 65 কানাডিয়ান ডলার উপার্জন করেতাদের ব্যাপক পরিসরের পরিষেবার কারণে তারা অনেক চাকরি পায়। 



      • শেফ:

       

      আপনি কানাডায় প্রধানত একজন শেফ/পেশাদার বাবুর্চি/হেড কুক হিসেবে কাজ করে অনেক টাকা উপার্জন করতে পারেন। এছাড়াশেফরা কানাডিয়ান রেস্তোরাঁহোটেল এবং রিসর্টে কাজ করে অনেক টাকা আয় করতে পারেন। 



      • ওয়েল্ডার:

       

      ঢালাইয়ের মাধ্যমে একাধিক ধাতুকে একত্রিত করতে কানাডায় প্রায়ই ওয়েল্ডারদের পরিষেবার প্রয়োজন হয়। তাইঅসংখ্য নির্মাণ কোম্পানিশিপইয়ার্ড এবং ইস্পাত শিল্প কানাডায় ওয়েল্ডারদের নিয়োগ করে।



      • কাঠমিস্ত্রি:

       

      যেখানে নির্মাণ হচ্ছে সেখানে কার্পেন্টারদের পরিষেবা সবসময় প্রয়োজন। একজন কার্পেন্টার হিসাবে কাজ করা আপনাকে একজন আসবাব পত্র প্রস্তুতকারক বা কাঠের পণ্য মেরামতকারী ব্যক্তি করে তুলতে পারে। আপনি যদি এই কাজে পেশাদার হন তাহলে অনেক টাকা আয় করতে পারবেন। 



      • ইলেকট্রিশিয়ান:

       

      কানাডায়বৈদ্যুতিক সরঞ্জাম এবং তারের মেরামত করাএবং রক্ষণাবেক্ষণ করা বেশ ব্যয়বহুল। কানাডায় এই কাজটি করে ভালো পরিমান একটি অর্থ উপার্জন করা যায়। 



      • চুলের স্টাইলিস্ট:

       

      আপনি কানাডায় আপনার চুলের স্টাইলিং দক্ষতার সাহায্যে বিভিন্ন স্টাইলে লোকেদের চুল কাটতে এবং সুন্দর করে চুলের স্টাইলিং করতে সহায়তা করতে পারেন।



      • ইন্ডাস্ট্রিয়াল মেকানিক্স এবং মিলরাইটস:

      ইন্ডাস্ট্রিয়াল মেকানিক এবং মিলরাইট হিসাবে কাজ করার জন্য বিভিন্ন দক্ষতার প্রয়োজন হয়যাইহোকআপনাকে অবশ্যই প্রধানত প্ল্যান্ট এবং সুবিধা উৎপাদনের জন্য যন্ত্রপাতি তৈরী , মেরামতপরিষেবা করার কাজ করতে হবে।



      • ব্রিকলেয়ার:

       

      কানাডায় শীর্ষ বেতনের দক্ষ বাণিজ্য কাজের মধ্যে একটি হিসাবেইট বিছানোর জন্য ইট ব্যবহার করে বিভিন্ন বিল্ডিং কাঠামো নির্মাণের জন্য রাজমিস্ত্রির দক্ষতা প্রয়োজন। এই কাজের অনেক চাহিদা রয়েছে। 



      • পরিবহন এবং ট্রাক মেকানিক্স:

       

      একটি পরিবহন এবং ট্রাক মেকানিক হিসাবেআপনি লজিস্টিক এবং ট্রাক মালিকদের তাদের গাড়ির কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য করে এমন কোম্পানিগুলির সাথে কাজ করতে পারেন। এছাড়াওপরিবহন এবং ট্রাক মেকানিক্স , মেরামত করতে পারেন। 

       


      Next Post Previous Post
      No Comment
      Add Comment
      comment url