বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ ( পদ সংখ্যা-১৫১ টি)
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
কর্মচারী পরিদপ্তর
ওয়াপদা ভবন (৫ম তলা), মতিঝিল বা/এ, ঢাকা
আবেদনের শেষ তারিখঃ ০২ নভেম্বর ২০২৩ ইং।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সরকারি আদেশ অনুযায়ী প্রচলিত বেতন স্কেল ও ভাতাদিতে রাজস্যখাতভুক্ত নিম্নবর্ণিত পদ সমুহের নিয়োগের লক্ষে নিম্নোক্ত শর্তাধীনে বাংলাদেশ প্রকৃত নাগরিকদের হতে Online এ ওয়েবসাইটে আবেদনের আহবান করা যাচ্ছে।
আরো দেখুনঃ প্রবাসী কল্যান ও বৈদেশিককর্মসংস্থান মন্ত্রনালয় এ চাকরি" শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ " এই শ্লোগানকে কেন্দ্র করে কাজ করে যাওয়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একাধিক পদে পর্যাপ্ত সংখ্যক জনবল নিয়োগ দেবে। সম্প্রতি ১১ টি পদে ১৫১ জন জনবল নিয়োগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সংস্থাটি। আগ্রহী প্রার্থীগণ নিম্নে বর্ণিত শর্তাবলী পূরণ করার মাধ্যমে আবেদন করতে পারবেন :
পদের নাম : ১.সহকারী পরিচালক ( হিসাব / অর্থ / অডিট / বাণিজ্যিক পরিচালন)
- পদ সংখ্যা : ১০ টি
- বেতন স্কেল: টাকা (২২,০০০ - ৫৩,০৬০ ৳) ৯ম গ্রেড, জাতীয় বেতন স্কেল /১৫
শিক্ষাগত যোগ্যতা :
- ক) বি.কম ( সম্মান) সহ এম. কম (ফাইনান্স/ মার্কেটিং / ম্যানেজমেন্ট / একাউন্টিং) অথবা
- খ) বি.কম (পাসকোর্স) সহ এম. কম (ফাইনান্স/ মার্কেটিং / ম্যানেজমেন্ট / একাউন্টিং) এম. কম এ প্রথম শ্রেণি থাকতে হবে অথবা
- গ) ফাইনান্স/ মার্কেটিং / ম্যানেজমেন্ট / একাউন্টিং এ বি বি এ সহ এম বি এ,অথবা
- ঘ) বাণিজ্যে স্নাতকসহ সি এ (ইন্টার) / সি এম (ইন্টার)
- ** কোন পরীক্ষাতেই ২য় শ্রেণি / বিভাগ / সমমানের জি পি এ / সি জি পি এ এর নিন্মে নয়।
- * বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজের কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতাসহ বাণিজ্যে ২য় শ্রেনির স্নাতক ডিগ্রী।
- ** মাইক্রোসফট অফিস সফটওয়ারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা:
- ১৯/১০/২০২৩ তারিখে (১৮-৩০) বৎসর। বীরমুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং প্রতিবন্ধীদের জন্য ৩২ বৎসর।
পদের নাম : ২. সহকারী পরিচালক : প্রশাসন
- পদ সংখ্যা : ৫ টি
- বেতন স্কেল: টাকা (২২,০০০ - ৫৩,০৬০ ৳) ৯ম গ্রেড, জাতীয় বেতন স্কেল /১৫
শিক্ষাগত যোগ্যতা :
- ১ম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি
- তবে কোন পরীক্ষাতেই ২য় শ্রেণি / বিভাগ / সমমানের জি পি এ / সি জি পি এ এর নিন্মে নয়। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজের কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতাসহ বাণিজ্যে ২য় শ্রেনির স্নাতক ডিগ্রী।
- মাইক্রোসফট অফিস সফটওয়ারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা:
- ১৯/১০/২০২৩ তারিখে (১৮-৩০) বৎসর। বীরমুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং প্রতিবন্ধীদের জন্য ৩২ বৎসর।
পদের নাম : ৩. সহকারী পরিচালক : নিরাপত্তা ও অনুসন্ধান
- পদ সংখ্যা : ২ টি
- বেতন স্কেল: টাকা (২২,০০০ - ৫৩,০৬০ ৳) ৯ম গ্রেড, জাতীয় বেতন স্কেল /১৫
শিক্ষাগত যোগ্যতা :
- ১ম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি , তবে কোন পরীক্ষাতেই ২য় শ্রেণি / বিভাগ / সমমানের জি পি এ / সি জি পি এ এর নিন্মে নয়।
- বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজের কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতাসহ বাণিজ্যে ২য় শ্রেনির স্নাতক ডিগ্রী।
- মাইক্রোসফট অফিস সফটওয়ারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা:
- ১৯/১০/২০২৩ তারিখে (১৮-৩০) বৎসর। বীরমুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং প্রতিবন্ধীদের জন্য ৩২ বৎসর।
পদের নাম : ৪. মেডিকেল অফিসার
- পদ সংখ্যা : ৬ টি
- বেতন স্কেল: টাকা (২২,০০০ - ৫৩,০৬০ ৳) ৯ম গ্রেড, জাতীয় বেতন স্কেল /১৫
শিক্ষাগত যোগ্যতা :
- ক) কোন স্বীকৃত মেডিকেল কলেজ হতে এম বি বি এস ডিগ্রি।
- খ) বি এম ডি সি এর হালনাগাদ রেজিষ্ট্রেশন থাকতে হবে।
- গ) কোন পরীক্ষাতেই ২য় শ্রেণি / বিভাগ / সমমানের জি পি এ / সি জি পি এ এর নিন্মে নয়।
- ঘ) মাইক্রোসফট অফিস সফটওয়ারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা:
- ১৯/১০/২০২৩ তারিখে (১৮-৩০) বৎসর। বীরমুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং প্রতিবন্ধীদের জন্য ৩২ বৎসর।
পদের নাম : ৫. রসায়নবিদ
- পদ সংখ্যা : ৬ টি
- বেতন স্কেল: টাকা (২২,০০০ - ৫৩,০৬০ ৳) ৯ম গ্রেড, জাতীয় বেতন স্কেল /১৫
শিক্ষাগত যোগ্যতা :
- ক) রসায়ন শাস্ত্রে ১ম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি , তবে কোন পরীক্ষাতেই ২য় শ্রেণি / বিভাগ / সমমানের জি পি এ / সি জি পি এ এর নিন্মে নয়।
- খ) মাইক্রোসফট অফিস সফটওয়ারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা:
- ১৯/১০/২০২৩ তারিখে (১৮-৩০) বৎসর। বীরমুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং প্রতিবন্ধীদের জন্য ৩২ বৎসর।
পদের নাম : ৬) ক্রয় / ভান্ডার / সি এন্ড এফ কর্মকর্তা
- পদ সংখ্যা : ৪ টি
- বেতন স্কেল: টাকা (২২,০০০ - ৫৩,০৬০ ৳) ৯ম গ্রেড, জাতীয় বেতন স্কেল /১৫
শিক্ষাগত যোগ্যতা :
- ১ম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি , তবে কোন পরীক্ষাতেই ২য় শ্রেণি / বিভাগ / সমমানের জি পি এ / সি জি পি এ এর নিন্মে নয়।
- বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ফিডার পদ অর্থাৎ স্টোর কিপার সি /জেটি সুপারভাইজার / বি স্টক ভেরিফায়ার / কাষ্টম ক্লিয়ারিং এ ইন্সপেক্টর পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট ক্যাডারে ৮ বছরের অভিজ্ঞতা।
- খ) মাইক্রোসফট অফিস সফটওয়ারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা:
- ১৯/১০/২০২৩ তারিখে (১৮-৩০) বৎসর। বীরমুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং প্রতিবন্ধীদের জন্য ৩২ বৎসর।
পদের নাম : ৭) সহকারী প্রধান শিক্ষক
- পদ সংখ্যা : ২ টি
- বেতন স্কেল: ক) টাকা (২২,০০০ - ৫৩,০৬০ ৳) ৯ম গ্রেড, জাতীয় বেতন স্কেল /১৫
- টাকা (১৬,০০০- ৩৮,৬৪০৳) ১০ গ্রেড
শিক্ষাগত যোগ্যতা :
- স্নাতক ডিগ্রীসহ সরকার স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষনপ্রাপ্ত বি এড এবং যেকোনো মাধ্যমিক বিদ্যালয়ে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা। তবে কোন পরীক্ষায় ২য় শ্রেণি বা সমমান এর নিম্নে নয়।
- স্নাতক ডিগ্রী এবং যেকোন মাধ্যমিক বিদ্যালয়ে কমপক্ষে ১০ বছরের শিক্ষকতাসহ প্রশাসনিক কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
- তবে কোন পরীক্ষায় ২য় শ্রেনি বা সমমানের নিম্নে নয়।
বয়সসীমা:
- ১৯/১০/২০২৩ তারিখে ৩৭ বৎসর।
পদের নাম : ৮) হিসাবরক্ষক
- পদ সংখ্যা : ৭ টি
- বেতন স্কেল: টাকা (১৬,০০০ - ৩৮,৬৪০ ৳) ১০ গ্রেড, জাতীয় বেতন স্কেল /১৫
শিক্ষাগত যোগ্যতা :
- বাণিজ্যে স্নাতকসহ বাণিজ্যে স্নাতকোত্তর
- তবে কোন পরীক্ষাতেই ২য় শ্রেণি / বিভাগ / সমমানের জি পি এ / সি জি পি এ এর নিন্মে নয়।
- বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসহ বাণিজ্যে ২য় শ্রেনির স্নাতক ডিগ্রী।
- মাইক্রোসফট অফিস সফটওয়ারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা:
- ১৯/১০/২০২৩ তারিখে (১৮-৩০) বৎসর। বীরমুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং প্রতিবন্ধীদের জন্য ৩২ বৎসর।
পদের নাম : ৯) সহকারী নিরাপত্তা কর্মকর্তা / আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা
- পদ সংখ্যা : ২ টি
- বেতন স্কেল: টাকা (১২,৫০০ - ৩০,২৩০ ৳) ১১তম গ্রেড, জাতীয় বেতন স্কেল /১৫
শিক্ষাগত যোগ্যতা :
- ক) নিরাপত্তা ও অনুসন্ধান কাজে পাঁচ (৫) বছরের অভিজ্ঞতাসহ ২য় শ্রেণির স্নাতক ডিগ্রী ,তবে কোন পরীক্ষাতেই ২য় শ্রেণি / বিভাগ / সমমানের জি পি এ / সি জি পি এ এর নিন্মে নয়।
- খ) মাইক্রোসফট অফিস সফটওয়ারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা:
- ১৯/১০/২০২৩ তারিখে (১৮-৩০) বৎসর। বীরমুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং প্রতিবন্ধীদের জন্য ৩২ বৎসর।
পদের নাম : ১০) সহকারী হিসাব রক্ষক
- পদ সংখ্যা : ৩০ টি
- বেতন স্কেল: টাকা (১১,০০০ - ২৬,৫৯০ ৳) ১৩ তম গ্রেড, জাতীয় বেতন স্কেল /১৫
শিক্ষাগত যোগ্যতা :
- ক) বাণিজ্যে স্নাতক
- খ) কোন পরীক্ষাতেই ২য় শ্রেণি / বিভাগ / সমমানের জি পি এ / সি জি পি এ এর নিন্মে নয়।
- গ) মাইক্রোসফট অফিস সফটওয়ারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা:
- ১৯/১০/২০২৩ তারিখে (১৮-৩০) বৎসর। বীরমুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং প্রতিবন্ধীদের জন্য ৩২ বৎসর।
পদের নাম : ১১) উচ্চমান হিসাব সহকারী
- পদ সংখ্যা : ১৭৭ টি
- বেতন স্কেল: টাকা ( ১১,০০০- ২৬,৫৯০ ৳) ১৩ তম গ্রেড, জাতীয় বেতন স্কেল /১৫
শিক্ষাগত যোগ্যতা :
- ক) বাণিজ্যে স্নাতক ,তবে কোন পরীক্ষাতেই ২য় শ্রেণি / বিভাগ / সমমানের জি পি এ / সি জি পি এ এর নিন্মে নয়।
- খ) মাইক্রোসফট অফিস সফটওয়ারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা:
- ১৯/১০/২০২৩ তারিখে (১৮-৩০) বৎসর। বীরমুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং প্রতিবন্ধীদের জন্য ৩২ বৎসর।
অন্যান্য শর্তাবলী:
১. প্রার্থীদের প্রাথমিকভাবে কোন কাগজপত্র দাখিল করতে হবে না। লিখিত পরীক্ষয় উত্তীর্ন প্রার্থীদের মৌখিক পরীক্ষায় ডাকা হবে। তখন প্রয়োজনীয় কাগজ পত্র এবং ছবি আনতে হবে।
২. কোন প্রার্থী মিথ্যা তথ্য দ্বারা আবেদন পত্র পূরণ করলে এবং প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে প্রার্থীতা বাতিল করা হবে।
৩. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার ব্যবহারিকসহ মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪. কোন প্রকার টি এ / ডি এ প্রদান করা হবে না
৫. নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
আবেদনের নিয়মঃ
পরীক্ষায় অংশ গ্রহণে ইচ্ছুক ব্যক্তি নিচের ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন করতেঃ এখানে ক্লিক করুন
আবেদনের সময়সীমাঃ ১৯/১০/২০২৩ তারিখ সকাল ১০.০০ টা থেকে ০২/১১/২০২৩ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত।
সম্পুর্ণ সার্কোলার ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ