Bangla Funny Facebook comment, funny Facebook post 2024
অসাধারন ফেসবুক কমেন্ট
1.আপনি
যে কমেন্ট টি খুঁজতেছেন সেটি
আমিও খুঁজতেছি, চলেন একসাথে খুঁজি।
আরো দেখুন : Best 100 Romantic fb post Bangla
-কাউকে
তার প্রাপ্য গালি টুকুও দিতে
পারি না..
আরো দেখুন; Bangla Funny Fb Status, মজার ফেসবুক পোস্ট ও কমেন্ট
Funny Comment Bangla
12. হিরো আলমের গান শুনে ইসরাইলের সেনাবাহিনী বিরল রুগে আক্রান্ত হয়ে পড়েছে।
13. ইসরাইলের কাছে ফিলিস্তিনিরা যেভাবে নির্যাতিত হচ্ছে, তার থেকে দ্বিগুণ বেশি আমরা হিরো আলমের কাছে নির্যাতিত হচ্ছি
14. শুধু
ভদ্রতার খাতিরে!
কিছু মানুষ কে তার প্রাপ্য গালি টুকুও দিতে পারি না আফসোস .!!
15. যাদের ব্রেইন নাই, তারাই হয়তো পৃথিবীর সব চাইতে সুখী মানুষ |
16.কে তুমি বৎস, ধরিয়া মৎস, বেচিয়া গঞ্জে, অকুলও কুঞ্জে, না খাইয়া তাজা, কেন তুমি সেবন করিলে মেয়াদ উত্তির্ন গাঁজা.. "!
17. হিরো
আলমের নিজের ধৈর্যের পরীক্ষা নিজেই নিলাম।।
আলহামদুলিল্লাহ আমি অনেক ধৈর্যশীল ব্যাক্তি।😁
18. বাথরুমে বসে ছিলাম, কাজ শেষ হবার পরে দেখি জল নেই। হঠাৎ এই হিরো আলমের এই গানের ভিডিও টা চোখে পড়লো। হাসতে হাসতে চোখ দিয়ে যা জল বেড়িয়েছে তা দিয়ে কাজ শেড়ে ফেলেছি, ধন্যবাদ হিরো আলম কে।।
19. এখন
কিছু বলতে মন চাচ্ছে,
কিন্তু
ঐ যে,
উচিত
কথা বললেই,
"Your account is restricted for 30 days"
20. ধৈর্য
কম ছিল এজন্য কমেন্ট
করে চলে গেলাম
হিরো
আলমের মাথার টুপিটা ছোট হয়ে গেছে
আরো দেখুন : Best 100 Romantic fb post Bangla
বাংলা সেরা কমেন্ট কালেকশন
21. সারারাত
স্বপ্ন দেখলাম বিমানের জানালা দিয়ে মাথা বের করে
সমুদ্র দেখছি
সকালে
ঘুম থেকে উঠে দেখি
ছেঁড়া মশারির ফাঁক দিয়ে মাথা
বের করে বসে আছি!'
দেখে |
23. প্রথমে ভুলে love রিয়্যাক্ট পড়ে গেছিলাে , পরে haha রিয়্যাক্ট দিতে গিয়ে দেখি এমবি শেষ , মাথা পুরাই নষ্ট , যে করেই হােক haha দিতেই হবে ফ্লেক্সিলােড এর দোকানে গিয়ে দেখি দোকান বন্ধ , শেষমেষ দোকানের সার্টার ভেঙ্গে রিচার্জ করে পােষ্টে haha দিলাম ততক্ষনে পুলিশ বিষয়টা জেনে গেছে , এখন দোকানের খুটির সাথে বাধা আছি , বেদম পিটানি খাচ্ছি .. তারপরও মনের মধ্যে শান্তি শান্তি লাগতাছে , পােষ্টে আমি haha দিতে পেরেছি
24. কমেন্ট পড়তে আসলাম।
25. নুরু
আর হিরু দুইটা'ই
সেম।
একটা তালে - আরেকটা মালে।।
26. ভুল তো সেদিন করেছিলাম যেদিন পাবনা থেকে পালিয়ে এসেছিলাম।
27. এদিকে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র পতি বল্লেন, হিরো আলমের গান শুনে আরো ৩৬ জনের মৃত্যু,আরো মৃত্যুর সংবাদ পাওয়ার মাত্র আপনাদের জানাবো।
28. হিরো আলমের কন্ঠে এইরকম ইসলামিক গান শুনে আমরা সাধারন শ্রোতারা দ্বিধায় পরে যাই,লাভ রিএক্ট করব নাকি হাহা 🙃
29. ডাক দিয়াছেন আলম ভাই, ঘরের থাকার সময় নাই |
30. ফেসবুক
কোম্পানি র কাছে আবেদন
জানাচ্ছি কমেন্ট বক্সে জুতার রিয়েকট চালু করেন হা
হা দিয়ে মজা পাচ্ছি না
😓
Funny Comment বাংলা 2024
31. রুচি, কুরুচি ও সুরুচি—এই তিনের সঙ্গে আমাদের পরিচয়, ওঠাবসা আজীবনের। আজকাল রুচির দুর্ভিক্ষ চলছে।
32. আমি
মনে করি হিরো আলমের
পোস্টে যারা লাইক করছেন
তারা হিরো আলমের সন্তান
এবং যারা লাভ রিয়েক্ট
করছেন হিরু আলমের বউয়ের
সন্তান |
যারা হা হা হা রিয়েক্ট দিছেন তারা হলেন দেশ প্রেমিক |
33. মনের ভিতর অনেক গালি জমা রয়েছে শুধু ফেসবুক কমিউনিটির কারণে গালি দিতে পারতেছি না |
34. একটু
সাইড দেন কমেন্ট করতে
হবে
কমেন্ট
বক্স অফিস তো বন্ধ
আছে।
কালকে অফিস খুলবে
35. আমি
তো প্রাক্তন লিজেন্ড!
অবসরে আছি, অফিসেও আর যাওয়া হয় না, বয়স ও হইছে তাই চোখেও এখন একটু কম দেখি!
36. - ডিপ্রেশনে
যাচ্ছি, কারো ইচ্ছে হলে
সাথে যেতে পারেন.!
- অনেকেই
আছে কোথাও ঘুরতে যাওয়ার পর বলে.!
- একাই গেলেন আমাকে নিলেন না, তাই আগেই জানালাম.!
37. আমি তো প্রাক্তন লিজেন্ড! অবসরে আছি, অফিসেও আর যাওয়া হয় না, বয়স ও হইছে তাই চোখেও এখন একটু কম দেখি!
38. মূল ঘটনা শুনুন! এখানে মূলত......See more
39. এখানে অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ আসবে, আমি চলে গেলাম।...see mor
Bangla Funny Fb post
42. তোমরা মনে হয় ব্যাপারটা আসলেই বুঝ নাই আমি বুঝিয়ে বলতেছি, শুন ....see more
43. কমেন্ট পড়া অনেক হয়েছে চলেন এই ফাঁকে একটু ইংরেজি শিখি--- - Mother: মা.!! - Mother Mother -- মামা.!! - Tea: চা.!! - Tea Tea : চাচা.!! - No: না.! - No No: নানা.!! - যাও বাচ্চারা এখন ছুটি, আবার কালকে আসিও যেন।
44. ভাই হুদাই এখানে কিছু এই নাই,, আমনেরা আমার কমেন্ট পড়ে চলে যান
45. সমস্যা নাই আমি বুঝিয়ে বলছি মনযোগ দিয়ে শুনো লজিকালি ব্যাপারটা এমন না। ব্যাপারটা যেমন ব্যাপারটা তেমন। যদি বলি বুঝবা না, বললেও বুঝবা না। তাই বলছিনা, বলার ইচ্ছা ছিল But বললে বুঝবা কেমনে না বললেও ত বুঝবা না তাই বলছি ব্যাপারটা এমন না। বুঝবা কিন্তু বুঝবা না, এভাবে বুঝালেও বুঝবা না। তাই যেভাবেই বুঝাই না কেন মূল কথা হল তুমি বুঝবা না। বিষয় টা আমি নিজে ই বুঝি না তাই আর বুঝাইলাম না..
46. গত কাল কাঁচকলা দিয়ে মাছের ঝোল খেয়েছিলাম তারপর থেকে পায়খানা শক্ত হয়ে যায় চেষ্টা করেও বের করতে পারিনি , খুব চিন্তায় ছিলাম , তারপর fb করতে করতে এই পোস্ট টা দেখলাম আর এত জোরে হাসলাম চাপে ভরাৎ করে বিছানা তেই হয়ে গেলো । ধন্যবাদ আপনাকে আজ আপনার জন্যেই আমি এই বিপদের হাত থেকে রক্ষা পেলাম ।
47. আসলে এখানে আপনারা যা ভাবছেন তা নয় ,,, এখানে বিষয় টা হলো See more.......
48. ওয়াও
নাইস! জোস, ওসাম, ওয়ানডার
ফুল,বিউটিফুল, সাইফুল, শরিফুল, কলমি ফুল, আশরাফুল,
গোলাপফুল, জবা ফুল, গাদা
ফুল,
শাপলা ফুল, রজনীগন্ধা ফুল, বেলীফুল, ঘূর্ণিঝড়, নারগীস, তুফান, আগুন, ভূমিকম্প, বৃষ্টি, ঠান্ডা, বাতাস, বীজলি, আয়লা, আম্ফান, বুলবুল, সিত্রাং,ইত্যাদি! প্রথমে ধন্যবাদ দিতে চাই পোস্ট দাতার নানী কে। কারণ তিনি পোস্ট দাতার আম্মুকে জন্ম দিয়েছেন। তারপর ধন্যবাদ দিব পোস্ট দাতার আম্মুকে। কারণ তিনি পোস্ট দাতাকে জন্ম না দিলে আজ আমরা এই পোস্ট দেখতে পেতাম না।তারপর ধন্যবাদ দিব মার্ক জুকারবার্গ ভাইকে। কারণ তিনি ফেসবুক আবিষ্কার করে আমাদেরকে এই পোস্ট দেখার সুযোগ করে দিয়েছেন।তারপর ধন্যবাদ দিব তাকে যিনি আজাইরা সময় ব্যয় করে আমার কমেন্ট পড়েছে।Thank you
49. অসাধারণ হয়ছে ভাই। মানুষের কথায় কান দিবেন না। আপনি এগিয়ে যান। এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে বাইন্সুত list এ 1 নাম্বারে থাকবেন
50. বিমানের
জানালার পাশে বসে হাওয়া
খেতে খেতে উগান্ডা যাচ্ছিলাম
আর মােবাইল গুতাগুতি করছিলাম। হঠাৎ এই পােস্টটা
আমার চোখে পড়ে। পােস্ট
টা দেখে হাসির চোটে
আমার মােবাইলটা পড়ে গেল। কিন্তু
আমাকে তাে হা হা
দিতে হবে।জীবনের মায়া ভুলে লাফ দিলাম
মােবাইল এর পিছে। ৫
মিনিট উড়ার পর উত্তর বিষুব
রেখা বরাবর ৪৫ ডিগ্রি অক্ষাংশে
ভূ- তাপীয় অঞ্চলে এসে মােবাইল এর
নাগাল পাই। সাথে সাথে
পােস্ট এ হা হা
দিয়ে দিলাম। এখন শান্তি লাগতেছে।
এখনাে নিচের দিকে পড়তেছি। নিচে
সাগর দেখা যাচ্ছে। সাগরের
হাঙ্গর হা করে আছে
আমাকে খাওয়ার জন্য। আমি মনে হয়।
আর বাঁচবাে না, কিন্তু কোনাে
আফসােস নেই আমি পােস্টে
হা হা দিতে পেরেছি।
ফানি ক্যাপসন বাংলা
51. পোস্ট দাতা হওয়া এত্ত সহজ না।পোস্ট দাতা হতে হলে প্রথমে পাড়ার মোড়ের টং দোকানে যেতে হয়। সেখান থেকে একটা সিগারেট কিনতে হয়। তারপর সিগারেটের ভেতরের জিনিসগুলো বেরে করতে হয়। তারপর কিছু প্রাকৃতিক মেয়াদোত্তীর্ণ লতাপাতা হাতের তালুতে নিয়ে ভালোভাবে মাজন করে উক্ত সিগারেটের ভেতরে ভরতে হয়।তারপর সুখটান দিতে দিতে ফেসবুক খুলে মনে যা আসে তা লিখে পোস্ট পোস্ট দিতে হয়। এত্ত সহজ না।
52. জীবনে গাঞ্জা খেয়ে যতটা না ফিল করি। তার চেয়ে বেশি ফিল করি.... এইসব পোস্ট দেখে। তাই গাঞ্জা খাওয়া বাদ দিয়া দিছি। এখন আমি নিয়মিত পোস্ট দেখি।
53. এইটা দেখার পর আমি মুগ্ধ, শিহরিত, আহত, ব্যাহত, অনুপ্রাণিত, ব্যাথিত, মর্মাহত, শোকাহত ও আনন্দিত আরও কতিপয় কিছু লেখার ছিলো কিন্তু আমার আঙ্গুল ক্ষতিগ্রস্ত হওয়ায় আমি দুঃখিত।
54. সরি ভাই,আমি লিজেন্ড কোর্সের একজন ভালো ছাত্র ছিলাম, কিন্তু,অর্থের অভাবে লাস্ট সেমিস্টারটা পড়তে পারি নাই, তাই মাফ করবেন আমি লিজেন্ড না..!
55. আসলে দোষটা তাদের না।জীবনের বড় ভূল করছি ফেইসবুক একাউন্ট খুলেমাঝে মাঝে মনে হয় আমরা ব্রিটিশদের থেকে মুক্তি পায়নি, বরং ব্রিটিশরা আমাদের থেকে মুক্তি পেয়েছে
56. এই ফাঁকে আসেন সবই ইংলিশ শিখি!! - Mother: মা.!! - Mother Mother মামা.!! - Tea: চা.!! - Tea Tea : চাচা.!! - No: না.! - No No: নানা.!! - যাও এখন ছুটি.!
57. এই পোস্ট টা দেখে আমার Facebook থেকে মন উঠে গেছে
58. আমি পরে কমেন্ট করবো। আমি এখন হাসপাতালে, আমার চাচাতো বোন ১৬ জিবি মেমোরি গিলে ফেলেছিলোএখন সে সব গান গাইতেছেআমরা সবাই প্রার্থনা করি যাতে সে ভিডিও ফোল্ডারে না প্রবেশ করে
59. ,বাহ! অসাধারণ একটি পোস্ট। আপনার এই পোস্ট দেখার জন্যই আমি I'd খুলছি। আপনার জন্য থাকছে কেয়া কসমেটিকের সৌজন্যে একটি মহা মূল্যবান ইয়াবা মেশিন এবং পরিবেশ বান্ধব গাঞ্জার গাছ। আপনাকে রানু মন্ডল, নারী ব্যাবসায়ী এবং সেফুদার পক্ষ থেকে, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সহ স্বাগতম।
60. _ঘুমিয়ে
ছিলাম,,.. I Love You..
..শব্দ শুনে ঘুমটা ভেঙে
গেলো,,..!! বাইরে গিয়ে দেখি,লেবুওয়ালা
ডাকতেছে,"আই লেবু"..!!
Trending comment collection Bangla
61. ছোটো
বেলায় অনেক কষ্ট করে
মাতৃভাষায় সব ধরনের গালি
শিখেছিলাম। কিন্তু চর্চার অভাবে অধিকাংশ গালিই ভুলে যেতে বসছি,কিন্তু মাঝে মাঝে এমন
পোস্ট দেখলে মন চায় গালি
গুলো পূনরায় চর্চা করি, কিন্তু দুঃখজনক
হলেও সত্যি যে,ফ্রেন্ডলিস্টের পরিচিত
আত্নীয়-স্বজন, বড়ো ভাই, বন্ধু
-বান্ধব সবাই দেখে ফেলার
ভয়ে দিতে পারি না
Best Funny Post Bangla
72. ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে আর মৃত্যু বাংলাদেশে |
73. ছাত্রী লিগ মানি বেডি লিগ
74 . ভাই একটু সময় দেন আমি আসতেছি। রাস্তা আছি,খেলা হবে
75. অনেক হিসাব করে দেখলাম;একমাত্র কাপ নিয়ে দৌড়ে মাঠের বাইরে পালিয়ে যাওয়া ছাড়া বাংলাদেশের বাঘেদের বিশ্বকাপ জেতার কোনোও পথ নাই। প্রশ্ন একটাই.... সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার রা কি এর পরেও মিরপুরের বাঘেদের মেনে নেবে?????
76. বাংলা যত গালি আছে সব কিছু জানি কিন্তুু কমেন্টে লিখতে গিয়ে পারি নি??
77. _𝗦𝘂𝗽𝗽𝗿𝘁 দিয়ে গেলাম প্রিয় ✔︎ _আশা করি আমিও 𝗦𝘂𝗽𝗽𝗿𝘁 পাবো যত দিবা তত বেগ পাবা
78. তাই নাকি শাহীন জলদি এম্বুলেন্স পাঠাও পাবনা জেতে হবে
79. টিকটক পছন্দ করি না, কিন্তু টিকটকার ভালো লাগে।
80. ১০টা হোন্ডা , ২০টা গুন্ডা ,নির্বাচন ঠান্ডা
81. প্রথমে
ধন্যবাদ দিতে চাই পোস্ট
দাতার নানী কে। কারণ
তিনি পোস্ট দাতার আম্মুকে জন্ম দিয়েছেন। তারপর
ধন্যবাদ দিব পোস্ট দাতার
আম্মুকে। কারণ তিনি পোস্ট
দাতাকে জন্ম না দিলে
আজ আমরা এই পোস্ট
দেখতে পেতাম না।তারপর ধন্যবাদ দিব মার্ক জুকারবার্গ
ভাইকে। কারণ তিনি ফেসবুক
আবিষ্কার করে আমাদেরকে এই
পোস্ট দেখার সুযোগ করে দিয়েছেন।তারপর ধন্যবাদ
দিব তাকে যিনি আজাইরা
সময় ব্যয় করে আমার কমেন্ট
পড়েছে।Thank you
Bangla Post Collection
82. -বাবা খায় ধার করে বিড়ি -মেয়ে স্ট্যাটাস দেয় আমি ডানা কাটা পরি,,,,,
83. আর আমার প্রিয় নায়ক সরি মহা নায়ক জায়েদ খান
84. আবার ও লিজেন্ডের ডাক পরে গেলো
85. এত সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ
86. — হাসতে হাসতে হিসু করে দিচি গায়েষ
87. এগুলো বাদ দেন,,,চলেন একটা কমেন্ট করি
88. ভাই বাদ দেন বেডি মানুষ |
89. বাঘবাড়ি মাদ্রাসা থেকে কোনাবাড়ি যাওয়ার অনুরোধ জানাচ্ছি, ইউরোপ এর রাস্তার ফিল পাবে আশা করি।
90. তুমিও আর পোস্ট করার কন্টেন্ট পাও নাই,,
91. কমেন্টস পড়তে আসলাম আইসা দেখি সবাই এটা নিয়ে গর্ব করতেছে!
92. - খুব সুন্দর কপি আবিষ্কার, চিনে সাপ কেচু খেয়ে আবিষ্কার করে বিমান, আর বাঙ্গালীরা মাছ মাংস খেয়ে আবিষ্কার করে ঠ্যালা গাড়ি আর রিক্সসা হ্যা এটাই বাংলাদেশ
93. Comment মানেই বিনোদন .
94. আপনার কমেন্ট পড়া শেষ হলে প্লিজ একটু সরে দাঁড়ান ,আমি একটু পড়ে নিই।
95. সকল বিদেশি পরাশক্তি রুখে দিতে লিটন বাইডেন, ডোনাল্ড শান্ত, সাকিব জেলেনেস্কি এবং জাস্টিন তামিমের নেতৃত্বে নতুন জোট লর্ডরোপীয় ইউনিয়নের আত্মপ্রকাশ
96. কঠিন প্রশ্নের জবাব দিলো বিজ্ঞানী বালটন
97. ওহ আচ্ছা এতো দিনও জানতাম নাহ পোস্ট টা দেখে জানতে পারলাম
98. আমি
এখনো বুঝলাম না। mb নাই বলে
99. এই নিয়ে গবেষণা করসে বিজ্ঞানী আলুরদম
100. Comment পড়তে পড়তে একটা দাঁত পোড়ে গেল
101. আমি জাস্ট কমেন্ট গুলো পড়তে এসেছিলাম এখন পড়া শেষ তাই চলে যাচ্ছি
102. আজ ফেসবুক আছে বলে কতো কিছু জানতে পারি।
103. লিজেন্ট দের চোখ ফাকি দেওয়া অসম্ভব
104. কমেন্ট
করতে এসে আমি শিহরিত।