নগদ একাউন্টের টুকি টাকি। Nagad এ সকল লেনদেন।
নগদ
নগদ এর যাত্রা ২০১৯ সালের ২৬ মার্চ। শুরু থেকেই এটি বাংলাদেশ ডাক বিভাগের অন্তর্গত।
E-money, অর্থ লেনদেন, পেমেন্ট থেকে শুরু করে মোবাইল ব্যাংকিং এর সমস্ত সেবা নগদ দিচ্ছে।
নগদ এর উদ্যোক্তা কিংবা এজেন্ট এর কাছে গিয়ে খুব সহজেই নগদ একাউন্ট খোলা যায়।
নগদ একাউন্ট তৈরি:
প্লে স্টোর থেকে নগদ অ্যাপস ডাউনলোড করেও খুব সহজে একাউন্ট খোলা যায়।
- প্রথমত Play store থেকে নগদ অ্যাপ ডাউনলোড করুন।
- ডাউনলোডের পর প্রদত্ত নির্দেশনা অনুসরণ করুন।
- NID card এর দু পাশের ছবি আপলোড করুন।
- নিজের একটা সেলফি তুলুন।
- Terms & Condition পড়ুন।
- নিজের একটা Signature প্রদান করুন।
- অ্যাকাউন্ট নাম্বার,ওটিপি ও সঠিক পিন প্রদান করুন।
- উপরোক্ত কাজগুলো সম্পূর্ণ হবার পর থেকেই আপনি নগদের সেবা পেতে শুরু করবেন।
নগদে সেন্ড মানি
- নগদ পিন প্রদান করে নগদে প্রবেশ করুন।
- Send Money অপশন সিলেক্ট করুন।
- টাকার পরিমান লিখুন।
- পুনরায় নগদের পিন প্রদান করে সেন্ড মানি সম্পন্ন করুন।
নগদে ক্যাশ আউট
নগদ অ্যাপস থেকে ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ১১.৪৯ টাকা (ভ্যাটসহ)।
*১৬৭# ডায়াল করলে ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ১৪.৯৪ টাকা (ভ্যাটসহ)।
নগদে ব্যাংক থেকে এড মানি
নগদ অ্যাপের হোমপেজে Add Money অপশনে ক্লিক করতে হবে।এরপর কার্ড টু নগদ সিলেক্ট করে আপনার সামনে পপ আপ মেসেজের মাধ্যমে কন্টাক্ট লিস্ট অ্যাক্সেসচাইলে সেখানে Allow দিতে হবে । Allow দেওয়ার পর যে নাম্বারে এড মানি দিবেন সেখানে সেই নাম্বারটা দিতে হবে।
নগদে গ্রাহক সেবা
একাউন্ট তৈরি: নগদ একাউন্ট ফ্রিতে খোলা যায়। বাটন মোবাইলেও নগদ একাউন্ট খোলা যায়।
রেজিস্ট্রেশন: নগদে রয়েছে রেজিস্ট্রেশন অফার।
সর্বনিম্ন ক্যাশ আউট: নগদে রয়েছে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ। ফ্রি ক্যাশ ইন।
মাসিক কিস্তি এবং মুনাফা : নগদে রয়েছে কিস্তি প্রদানের সুবিধা। নগদে টাকা রেখে মুনাফা লাভের সুযোগ রয়েছে।
শিক্ষার্থী বৃত্তি: নগদের সাথে সরকার শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে।
নগদের ব্যাপারে যেকোনো ধরনের সেবা পেতে যে কোন অপারেটর নাম্বার থেকে ১৬১৬৭ নম্বর ডায়াল করলে দিন-রাত ২৪ ঘন্টা সপ্তাহের ৭ দিনই নগদের সেবা পাওয়া যায়।