এশিয়া কাপ ২০২৩ বিস্তারিত। এশিয়া কাপ ২০২৩ সময়সূচি
শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৩!!
এশিয়া কাপের ১৬ তম আসর অনুষ্ঠিত হতেযা চ্ছে ৩০শে আগস্ট! এবারের ওডিআই এশিয়ার কাপের মোট ১৩ টি ম্যাচের মধ্যে পাকিস্তানে অনুষ্ঠিত হবে ৪ টি আর বাকিগুলো শ্রীলঙ্কা তে। ১৭ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের ভেন্যু হবে শ্রীলঙ্কার কলম্বো তে!
এবারের আসরে মোট ২ টি গ্রুপে মোট ৬ টি দেশের দল অংশ নিচ্ছে।গ্রুপ -১ এ থাকছে ইন্ডিয়া, পাকিস্তান ও নেপাল এবং গ্রুপ -২ এ থাকছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান৷
এশিয়া কাপের শুরুটা হয় আশির দশকে। বাংলাদেশ প্রথমবারের মত এশিয়া কাপে অংশগ্রহণ করে ১৯৮৬ সালে। নব্বই এর দশকে এশিয়া কাপের বিজয়ী ছিলো ভারত এবং শ্রীলংকা। ২০০০ সালে প্রথমবারের মত পাকিস্তান এশিয়া কাপে জয়লাভ করে। বাংলাদেশ ২০০৪ সালে প্রথমবারের মত এশিয়া কাপে কোনো ম্যাচে জয়ের দেখা পায়। ২০১৪ সালে এশিয়া কাপে আফগানিস্তান দল যোগ হয়।
২০১২ সালে বাংলাদেশ প্রথমবারের মত এশিয়া কাপের ফাইনালে উঠে এবং চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে পরাজয় বরণ করে। এরপর এখন পর্যন্ত আরো দুইবার বাংলাদেশ ফাইনালে উঠে ( ২০১৬, ২০১৮) এবং ভারতের কাছে হেরে যায়।
ইসরাইল হামাস যুদ্ধ ২০২৩ ।। রাশিয়া ইউক্রেন যুদ্ধ
২০২৩ সালে বাংলাদেশ ক্রিকেট দলে বেশ কিছু খেলোয়ারকে নতুন আনা হয়েছে, আবার বাদ পরেছেন অনেকজন। সাকিন আল হাসানের নেতৃত্বে নতুন স্কোয়াডে মোট ১৭ জনের নাম ঘোষণা করা হয়েছে। তবে এবারে থাকছেন না তামিম ও মাহমুদউল্লাহ।
এবারের এশিয়া কাপ খেলবেন :
১. সাকিব আল হাসান ( অধিনায়ক)
২. লিটন কুমার দাস (সহ অধিনায়ক)
৩. তানজিদ হাসান তামিম
৪. নাজমুল হোসেন শান্ত
৫. তাওহীদ হৃদয়
৬. মুসফিকুর রহিম
৭. মেহেদী হাসান মিরাজ
৮. তাসকিন আহমেদ
৯. মুস্তাফিজুর রহমান
১০. হাসান মাহমুদ
১১. শেখ মেহেদী
১২. নাসুম আহমেদ
১৩. শামীম হোসেন পাটোয়ারী
১৪. আফিফ হোসেন
১৫. শরীফুল ইসলাম
১৬. এবাদত হোসেন চৌধুরী
১৭. নাইম শেখ
ইনজুরির কারণে এবারে তামিম ইকবাল অধিয়ানকত্ব ছেড়েছেন এবং এশিয়া কাপে খেলছেন না। তবে মাহমুদউল্লাহ কেন বাদ পড়েছেন সেটার কোনো আশানুরূপ ব্যাখা পাওয়া যায়নি।
৩০শে আগস্ট বাংলাদেশ সময় দুপুর ৩ টা ৩০ মিনিটে পাকিস্তান বনাম নেপালের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ওডিয়াই এশিয়া কাপ ২০২৩৷
এশিয়া কাপ ২০২৩ এ বাংলাদেশ সময়সূচি :
Sr. No | Date of match | Team Name | Time |
১ | ৩০ আগস্ট | পাকিস্তান বনাম নেপাল | দুপুর ৩:৩০ টা |
২ | ৩১ আগস্ট | বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা | দুপুর ৩:৩০ টা |
৩ | ২ সেপ্টেম্বর | ভারত বনাম পাকিস্তান | দুপুর ৩:৩০ টা |
৪ | ৩ সেপ্টেম্বর | বাংলাদেশ বনাম আফগানিস্তান | দুপুর ৩:৩০ টা |
৫ | ৪ সেপ্টেম্বর | ভারত বনাম নেপাল | দুপুর ৩:৩০ টা |
৬ | ৫ সেপ্টেম্বর | আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা | দুপুর ৩:৩০ টা |
৭ | ৬ সেপ্টেম্বর | এ১ বনাম বি ২ | দুপুর ৩:৩০ টা |
৮ | ৯ সেপ্টেম্বর | বি১ বনাম বি২ | দুপুর ৩:৩০ টা |
৯ | ১০ সেপ্টেম্বর | এ১ বনাম এ২ | দুপুর ৩:৩০ টা |
১০ | ১২ সেপ্টেম্বর | বি ১ বনাম এ২ | দুপুর ৩:৩০ টা |
১১ | ১৪ সেপ্টেম্বর | এ১ বনাম বি ১ | দুপুর ৩:৩০ টা |
১২ | ১৫ সেপ্টেম্বর | এ২ বনাম বি ২ | দুপুর ৩:৩০ টা |
১৩ | ১৭ সেপ্টেম্বর | ফোর১বনাম ফো২ | দুপুর ৩:৩০ টা |
এবারে বাংলাদেশের এশিয়া কাপ জেতার প্রত্যাশার পারদ বাড়িয়ে দিয়েছে স্কোয়াডে থাকা নতুন মুখেরা। সাকিবের হাতে এশিয়া কাপ আর বাংলাদেশীদের মুখে হাসির সাথে এশিয়া কাপ শেষ হোক এটাই এখন প্রত্যাশা।