বাংলাদেশের Domestic Flight সমূহ এবং এর টিকিট সংক্রান্ত তথ্যসমূহ

আরামদায়ক ভ্রমণের মাধ্যমে দেশের অভ্যন্তরীন গন্তব্যে দ্রুত পৌঁছাতে সড়ক রেল এবং নৌপথের পাশাপাশি আকাশ পথের ভ্রমণ বর্তমান সময়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে বাংলাদেশে একটি দেশের নিজস্ব সীমারেখার মধ্যে দেশের এক স্থান থেকে অন্য স্থানে চলাচলের জন্য দেশের অভ্যন্তরে চলাচলরত ফ্লাইটসমূহকে অভ্যন্তরীন বা ডোমেস্টিক ফ্লাইট চলাচল বলে সাধারনত যাত্রীদের সময় বাঁচাতে দেশের এক প্রান্ত হতে অন্য প্রান্তে দ্রত চলাচলের জন্য এবং কার্গো স্থানান্তর এর জন্যই ডোমেস্টিক এয়ার ফ্লাইট সমূহ চলাচল করে থাকে এছাড়াও একটি দেশের মিলিটারি কাজের জন্য  ডোমেস্টিক ফ্লাইট সমূহ চালু রাখা হয়।

 বর্তমানে বাংলাদেশের বিমান সংস্থাগুলোর প্রতিযোগিতা  সেবামূলক মনোভাবের কারণে বিমান ভাড়া অনেকাংশে  হ্রাস পেয়েছে,  তাছাড়াও পদ্মা সেতু হওয়ায় দেশের দক্ষিণবঙ্গের সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসায় আকাশ পথে মানুষের ভ্রমণের চাহিদা কমে যাওয়াই টিকিটের দাম হ্রাস পেয়েছে।

আজকে আমরা তুলে ধরেছি বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালনা কারি বিমান সংস্থাগুলো  অভ্যন্তরীণ সকল রুটের বিমান ভাড়া সম্পর্কে।

 

বাংলাদেশের ডোমেস্টিক এয়ারলাইনস এবং ফ্লাইট সমূহ

 

পৃথিবীর অন্যসব দেশের মতো বাংলাদেশে  বিভিন্ন রুটে ডোমেস্টিক এয়ারলাইন্স চলমান আছে।যার মধ্যে রয়েছে :

 

1. Biman Bangladesh Airlines

 

2. US-Bangla Airlines

 

3. Novoair

 

4. Air Astra

 

5. Regent Airways

 

বাংলাদেশের ডোমেস্টিক এয়ারপোর্ট সমূহ হলো:

 

1. Cox's Bazar Airport

 

2. Shah Makhdum Airport Rajshahi

 

3. Jashore Airport

 

4. Saidpur Airport

 

5. Barishal Airport

 

আন্তর্জাতিক এবং ডোমেস্টিক উভয় এয়ারপোর্টসমুহ হলো:

 

1. Hazrat Shahjalal International Airport

 

2. Shah Amanat International Airport

 

3. Osmani International Airport, Sylhet

 

রাজধানী ঢাকা হতে সারা বাংলাদেশের অভ্যন্তরে সর্বমোট  টি অভ্যন্তরীন ফ্লাইট চলমান আছে।

 

যা রাজধানী ঢাকা হতে সরাসরি বরিশালচট্টগ্রামকক্সবাজারযশোর,রাজশাহীসৈয়দপুর এবং সিলেটে চলমান আছে যা বিভিন্ন এয়ারলাইনস দ্বারা পরিচালিত হয়।

 

Biman Bangladesh Airlines

 

বিমান বাংলাদেশ এয়ারলাইনস হচ্ছে বাংলাদেশের একমাত্র জাতীয় পতাকাবহনকারী এয়ারলাইনস।এর হেডকোয়ার্টার বাংলাদেশের রাজধানী ঢাকায়।এটি ১৯৭২ সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর প্রতিষ্ঠিত হয়।

 

US-Bangla Airlines

 

ইউ এস বাংলা এয়ারলাইনস একটি বেসরকারি এয়ারলাইনস যা প্রতিষ্ঠিত হয় ২০১৪ সালে। বর্তমানে এই বিমানসংস্থাটি অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি বেশকিছু আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে।

 

Novoair

 

নভোএয়ার একটি বেসরকারি বিমান প্রতিষ্ঠান যা ২০১৩ সালে  টা বিমান নিয়ে যাত্রা শুরু করে। নভোএয়ারের বর্তমানে ১২ টা এয়ারক্রাফট যা দ্বারা ১৪ টি অভ্যন্তরীন রুট পরিচালিত হয় যা প্রায় ডোমেস্টিক রুটের  শতাংশ।

 

Air Astra Airlines

 

এটি ২০২২ সালে যাত্রা শুরু করে।এর প্রধান উদ্দেশ্য হচ্ছে যাত্রীদের একটি সুন্দরআরামদায়ক ভ্রমণ নিশ্চিত করা।

 

Regent Airways

 

এটি ২০১০ সালে প্রতিষ্ঠিত একটি বেসরকারি বিমান প্রতিষ্ঠান যা ২০১১ সাল থেকে সার্ভিস শুরু করে এবং এটি বাংলাদেশের পতাকাবাহী একটি বিমান প্রতিষ্ঠান। ল্লেখ্য ২০২০ সালের মার্চ থেকে সব ফ্লাইট এখন পর্যন্ত বন্ধ রেখেছে দেশের বেসরকারি এয়ারলাইন্স রিজেন্ট এয়ারওয়েজ।

 

"বিমান ভাড়া সাধারণত ফিক্সড থাকে না। ভ্রমণের তারিখের উপর নির্ভর করে বিমান ভাড়া হ্রাস বৃদ্ধি পায়। এছাড়া ভিন্ন ভিন্ন বিমান সংস্থার ভিন্ন ভিন্ন বিমানের ক্লাস বা শ্রেণী ভেদে ভাড়া নির্ধারিত হয়ে থাকে। বিশেষ সময়ে টিকেটে ছাড়ের ব্যবস্থা থাকে। অনেক সময় ওয়ান ওয়ে টিকেটের চেয়ে রাউন্ড ট্রিপের টিকেটের দাম কম হয়ে থাকে। এছাড়া যত আগে টিকেট কাটবেন তত কম টাকায় টিকেট পাবেন।"

 

অভ্যন্তরীণ রুট সমূহ

 

বাংলাদেশের অভ্যন্তরীণ আকাশপথে শুধুমাত্র ঢাকা থেকেই ফ্লাইট পরিচালনা করা হয়ে থাকে এবং অভ্যন্তরীণ বিমানবন্দরগুলো থেকে বিমানে শুধু ঢাকাতেই ফিরে আসা যায়। তবে এর ব্যতিক্রম ফ্লাইট হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম এবং সিলেট-কক্সবাজার-সিলেট রুট। বর্তমানে ঢাকা থেকে  টি এবং চট্টগ্রাম  সিলেট থেকে  টি করে মোট ২টি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রুটগুলো হচ্ছে-

 

  • ঢাকা-চট্টগ্রাম-ঢাকা (Dhaka-Chittagong-Dhaka)
  •  ঢাকা-কক্সবাজার-ঢাকা (Dhaka-Cox’s Bazar-Dhaka)
  •  ঢাকা-সিলেট-ঢাকা (Dhaka-Sylhet-Dhaka)
  •  ঢাকা-রাজশাহী-ঢাকা (Dhaka-Rajshahi-Dhaka)
  •  ঢাকা-যশোর-ঢাকা (Dhaka-Jessore-Dhaka)
  •  ঢাকা-সৈয়দপুর-ঢাকা (Dhaka-Saidpur-Dhaka)
  •  সৈয়দপুর – কক্সবাজার – সৈয়দপুর (Saidpur-Cox’s Bazar-Saidpur)
  •  ঢাকা-বরিশাল-ঢাকা (Dhaka-Barisal-Dhaka)
  •  চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম (Chittagong-Cox’s Bazar-Chittagong)
  •  সিলেট-কক্সবাজার-সিলেট (Sylhet-Cox,s Bazar-Sylhet

 

বিভিন্ন রুটে বিমান ভাড়া এবং সময়সূচি:

 

ঢাকা থেকে চট্টগ্রাম  চট্টগ্রাম থেকে ঢাকা

বাস বা ট্রেনে চড়ে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে - ঘন্টা সময় লাগলেও আকাশপথে ঢাকা হতে চট্টগ্রাম পৌঁছাতে মাত্র ৪৫ থেকে ৬০ মিনিট সময় লাগে। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে প্রতিদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সনভোএয়ারইউএস বাংলার বিমান উড্ডয়ন করে। তবে সকল এয়ারলাইন্সের প্রতিদিনের ফ্লাইট টাইম ধারাবাহিকভাবে একই থাকলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রামগামী ফ্লাইটের সময় দিনভেদে পরিবর্তিত হয়

 

বিমান ভাড়া  সময়সূচি

 

বিমান সংস্থা:  বিমান বাংলাদেশ:

 ভাড়া :,৫০০ থেকে ,০০০ টাকা

 ঢাকা হতে সময়সূচী

 

০৫ঃ৪৫০৭ঃ২০০৯ঃ০০১০ঃ০০১২ঃ৩০,  ১৫ঃ১৫১৬ঃ০০১৬ঃ৪৫১৯ঃ৪৫২০ঃ০০        

 

চট্টগ্রাম হতে সময়সূচি

 

০০ঃ১৫০৬ঃ৩০০৭ঃ৩৫০৭ঃ৪৫০৭ঃ৫০০৮ঃ১০০৮ঃ৫০১০ঃ০০১০ঃ৫০১২ঃ৩৫১৩ঃ২৫১৩ঃ৫০১৪ঃ০৫১৪ঃ৩৫১৬;২০২১ঃ০৫২৩ঃ০৫।

 

নভোএয়ার:

 

ভাড়া :,৯৯৯ থেকে ,৯০০টাকা        

 

ঢাকা হতে সময়সূচী:

০৭ঃ৪৫১১ঃ১০১৫ঃ০০১৭ঃ০০১৯ঃ২০        

 

চট্টগ্রাম হতে সময়সূচি:

০৯ঃ১০১২ঃ৩৫১৬ঃ২৫১৮ঃ২৫২০ঃ৪৫

 

ইউএস বাংলা        :

 

,৯৯৯ থেকে ,৫০০ টাকা        

 

ঢাকা হতে সময়সূচী:

০৭ঃ৪৫১০ঃ০০১২ঃ৫০১৫ঃ০০১৬ঃ১৫১৮ঃ৩৫১৯ঃ৩০        

 

চট্টগ্রাম হতে সময়সূচী:

 

০৯ঃ১০১১ঃ২৫১৪ঃ১৫১৬ঃ২৫১৭ঃ৪০২০ঃ০০২০ঃ৫৫

 

ঢাকা থেকে কক্সবাজার  কক্সবাজার থেকে ঢাকা

 

বাস বা ট্রেনে চড়ে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া বেশ সময়সাপেক্ষ্য কিন্তু আকাশপথে মাত্র ১ঘন্টায় পৌঁছানো যায়। ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে প্রতিদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সনভোএয়ারইউএস বাংলার বিমান উড্ডয়ন করে।

 

বিমান ভাড়া  সময়সূচি:

 

বিমান বাংলাদেশ:-

 

ভাড়া ,৪০০ থেকে ,৫০০ টাকা

 

ঢাকা হতে সময়সূচি:

 

০৭ঃ২০১৪ঃ১৫১৫ঃ৪৫

 

কক্সবাজার হতে সময়সূচি:

 

০৯ঃ৪৫১৫ঃ৫০১৬ঃ৫৫১৭ঃ১৫১৭;২০

 

নভোএয়ার:-

 

ভাড়া         ,৯৯৯ থেকে ,২০০ টাকা        

 

ঢাকা হতে সময়সূচী

 

০৭ঃ৪৫০৮ঃ৩০০৯ঃ০০১১ঃ০০১২ঃ২০১৪ঃ২০১৫ঃ৪০        

 

কক্সবাজার হতে সময়সূচি: 

০৯ঃ২০১০ঃ০৫১০ঃ৩৫১২ঃ৩৫১৩ঃ৫৫১৫ঃ৫৫১৭ঃ১৫

 

ইউএস বাংলা  :

 

ভাড়া ,৯৯৯ থেকে ১০,৫০০টাকা        

 

ঢাকা হতে সময়সূচি:

 

০৭ঃ৪৫০৯ঃ৩০১০ঃ৪৫১২ঃ৩৫১৩ঃ৩০১৪ঃ৩০১৫ঃ৪০,        

 

কক্সবাজার থেকে সময়সূচি:

০৯ঃ২০১১ঃ০৫১২ঃ২০১৪ঃ১০১৫ঃ০৫১৬ঃ০৫১৭ঃ১৫

 

ঢাকা থেকে সিলেট  সিলেট থেকে ঢাকা

 

আকাশপথে মাত্র ৪৫ মিনিটে ঢাকা হতে সিলেট পৌঁছানো যায়। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সনভোএয়ার এবং ইউএস বাংলার বিমান প্রতিদিন উড্ডয়ন করে। তবে সকল এয়ারলাইন্সের প্রতিদিনের ফ্লাইট টাইম ধারাবাহিকভাবে একই থাকলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেটগামী ফ্লাইটের সময় দিনভেদে পরিবর্তিত হয়

 

বিমান ভাড়া  সময়সূচী:

 

বিমান বাংলাদেশ:

 

ভাড়া :,৫০০ থেকে ,৪০০ টাকা        

 

ঢাকা হতে সময়সূচী:

 

০১ঃ১০০২ঃ৩০০৩ঃ৫০০৪ঃ৩০০৪ঃ৩৪০৪ঃ৪০১১ঃ০০১২ঃ২০১৩ঃ০০১৬ঃ৪৫        

 

সিলেট হতে সময়সূচী:

 

০২ঃ৩০০৩ঃ৫০০৫ঃ১০০৫ঃ৫৫০৫ঃ৫৯০৬ঃ৩০০৭ঃ৩৫০৮;১০০৯ঃ৫৫১১ঃ১৫১২ঃ২০১২ঃ৩৫১৩ঃ৩৫১৪ঃ০৫

 

নভোএয়ার:

 

ভাড়া ,৯৯৯ থেকে ,৯০০ টাকা

 

ঢাকা হতে সময়সূচী:

 

০৮ঃ১৫১২ঃ০০১৯ঃ০০        

 

সিলেট হতে

 

০৯ঃ৩৫১৩ঃ২০২০ঃ২০

 

ইউএস বাংলা

 

ভাড়া : ,৯৯৯ থেকে ,৫০০ টাকা

 

ঢাকা হতে সময়সূচি

 

০৮ঃ০০১১ঃ৩০১৩ঃ৩০১৯ঃ০০        

 

সিলেট হতে সময়সূচী

 

০৯ঃ২০১২ঃ৫০১৪ঃ৫০২০ঃ২০

 

ঢাকা থেকে রাজশাহী  রাজশাহী থেকে ঢাকা

 

বিমানে চড়ে ঢাকা হতে রাজশাহী যেতে মাত্র ৫০ মিনিট সময় লাগে। ঢাকা থেকে রাজশাহীগামী বিমানের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সনভোএয়ার এবং ইউএস বাংলা। তবে সকল এয়ারলাইন্সের প্রতিদিনের ফ্লাইট টাইম ধারাবাহিকভাবে একই থাকলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময় দিনভেদে পরিবর্তিত হয়।

 

বিমান ভাড়া  সময়সূচি

 

বিমান বাংলাদেশ        :

 

,৫০০ থেকে ,০০০ টাকা

 

ঢাকা হতে সময়সূচি

 

০৭ঃ৩০১০ঃ১০১৫ঃ৩০১৬ঃ১৫১৬ঃ৪৫১৭ঃ১৫

 

রাজশাহী থেকে সময়সূচী

 

১৬ঃ৪৫১৭ঃ৫৫১৮ঃ২৫

 

নভোএয়ার:

 

,৯৯৯ থেকে ,৯০০ টাকা

 

ঢাকা হতে সময়সূচী

 

১৬ঃ৪৫        

 

রাজশাহী হতে

 

১৮ঃ০০

 

ইউএস বাংলা:

 

,৯৯৯ থেকে ,৫০০ টাকা

 

ঢাকা হতে সময়সূচী

 

১০ঃ০০১৬ঃ০০        

 

রাজশাহী হতে

 

১১ঃ২০১৭ঃ২০

 

ঢাকা থেকে বরিশাল  বরিশাল থেকে ঢাকা

 

বিমানে চড়ে ঢাকা হতে বরিশাল যেতে মাত্র ৪০ মিনিট সময় লাগে। ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সনভোএয়ার এবং ইউএস বাংলার বরিশালগামী ফ্লাইট রয়েছে।

 

বিমান ভাড়া  সময়সূচি:

 

বিমান বাংলাদেশ        :

 

,৫০০ টাকা

 

ঢাকা হতে

 

০৯ঃ৩০        

 

বরিশাল হতে

 

১০ঃ৫০

 

নভোএয়ার:

 ,৯৯৯ থেকে ,৯০০ টাকা

 

 ঢাকা হতে 

 

১৫ঃ০০   , ১৬ঃ১০

 

ইউএস বাংলা:        

 

,৯৯৯ থেকে ,৫০০ টাকা        

 

ঢাকা হতে

 

০৮ঃ৩০১৬ঃ৩৫        

 

বরিশাল হতে

 

০৯ঃ৪০১৭ঃ৪৫

 

ঢাকা থেকে যশোর  যশোর থেকে ঢাকা

 

বিমানে চড়ে ঢাকা হতে যশোর যেতে মাত্র ৪০ মিনিট সময় লাগে। ঢাকা থেকে নভোএয়ারইউএস বাংলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যশোরগামী ফ্লাইট চালু রয়েছে।

 

বিমান ভাড়া  সময়সূচি

 

বিমান বাংলাদেশ        

 

,৫০০ টাকা        

 

ঢাকা হতে সময়সূচী: 

 

০৮ঃ৪৫১৭ঃ৪৫        

 

যশোর হতে:

 

০৯ঃ৫৫১৮ঃ৫৫

 

নভোএয়ার:

 

        ,৯৯৯ থেকে ,৯০০ টাকা

 

ঢাকা হতে সময়সূচী

 

০৯ঃ১৫১১ঃ৫০১৪ঃ১০১৭ঃ৩০২০ঃ০০        

 

যশোর হতে সময়সূচী

 

১০ঃ২৫১৩ঃ০০১৫ঃ২০১৮ঃ৪০২১ঃ১০

 

ইউএস বাংলা        

 

,৯৯৯ থেকে ,৫০০ টাকা

 

ঢাকা হতে সময়সূচী

 

০৯ঃ৩০১১ঃ০০১৩ঃ৫০১৬ঃ০৫১৭ঃ৪৫১৮ঃ৪৫২০ঃ০০        

 

যশোর হতে সময়সূচী

 

১০ঃ৪৫১২ঃ১৫১৫ঃ০৫১৭ঃ২০১৯ঃ০০২০ঃ০০২১ঃ১৫

 

ঢাকা থেকে সৈয়দপুর  সৈয়দপুর থেকে ঢাকা

 

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মাত্র  ঘন্টা সময়ে সৈয়দপুর যাওয়া যায়। ঢাকা হতে সৈয়দপুরগামী ফ্লাইট পরিচালনাকারী বিমান সংস্থার মধ্যে রয়েছেবিমান বাংলাদেশ এয়ারলাইন্সনভোএয়ার এবং ইউএস বাংলা এয়ারলাইন্স।

 

বিমান ভাড়া  সময়সূচি

 

বিমান বাংলাদেশ        

 

,৫০০ টাকা        

 

ঢাকা হতে সময়সূচী:

০৯ঃ০০১৩ঃ০০১৮ঃ১৫

 

সৈয়দপুর হতে

 

  ১০ঃ২০১৪ঃ২০১৬:০০১৯ঃ৩৫

 

নভোএয়ার:

 

        ,৯৯৯ থেকে ,৯০০        

 

ঢাকা হতে সময়সূচী

 

১০ঃ৫০১৪ঃ০০১৭ঃ৫০২০ঃ০০        

 

সৈয়দপুর হতে সময়সূচী

 

১২ঃ২০১৫ঃ৩০১৯ঃ২০২১ঃ৩০

 

ইউএস বাংলা        :

 

,৯৯৯ থেকে ,৫০০ টাকা        

 

ঢাকা হতে সময়সূচী

 

১০ঃ০০১২ঃ০০১৪ঃ০৫১৭ঃ০০১৯ঃ৩০        

 

সৈয়দপুর হতে সময়সূচী

 

১২ঃ০০১৩ঃ৩০১৫ঃ৩৫১৮ঃ৩০২১ঃ০০

 

সৈয়দপুর থেকে কক্সবাজার  কক্সবাজার থেকে সৈয়দপুর
 

সৈয়দপুর বিমানবন্দর থেকে মাত্র  ঘন্টা ৩০ মিনিট সময়ে কক্সবাজার যাওয়া যায়। বর্তমানে সৈয়দপুর হতে কক্সবাজার শুধুমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে আসছে।

 

বিমান ভাড়া  সময়সূচি

 

বিমান বাংলাদেশ        :

 

,৫০০ থেকে ১০,৪০০ টাকা

 

সৈয়দপুর হতে কক্সবাজার:

১৩ঃ২০১৬ঃ৫০২০ঃ২০

 

কক্সবাজার হতে সৈয়দপুর

 

১৩ঃ১৫১৬ঃ২০

 
চট্টগ্রাম থেকে কক্সবাজার  কক্সবাজার থেকে চট্টগ্রাম

 

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে একটি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হয়। চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে। যেতে কিংবা আসতে সময় লাগে ৩০ মিনিট।

 

বিমান ভাড়া  সময়সূচি

 

নভোএয়ার  :      

 

,৯৯৮ থেকে ১৭,১০০ টাকা

 

চট্টগ্রাম হতে:

 

০৯ঃ১০১২ঃ৩৫২০ঃ৪৫

 

কক্সবাজার হতে

 

        ০৯ঃ২০১০ঃ০৫১০ঃ৩৫১২ঃ৩৫১৩ঃ৫৫১৫ঃ৫৫১৭ঃ১৫

 

ইউএস বাংলা

 

        ,৯৯৮ থেকে ১৫,৮০০ টাকা

 

চট্টগ্রাম হতে

 

০৯ঃ১০০৯ঃ১৫১১ঃ২৫,

 

কক্সবাজার হতে

 

০৯ঃ২০১২ঃ২০১৪ঃ১০১৫ঃ০৫১৬ঃ০৫১৭ঃ১৫

 

সিলেট থেকে কক্সবাজার  কক্সবাজার থেকে সিলেট

 

সিলেটের ওসমানি আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সিলেট-কক্সবাজার-সিলেট রুটে সপ্তাহে দুইটি অভ্যন্তরীন ফ্লাইট পরিচালিত হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কতৃক পরিচালিত ফ্লাইট সিলেট হতে প্রতি মঙ্গল  বৃহস্পতিবার এবং কক্সবাজার হতে রবিবার  মঙ্গলবার চলাচল করে।

 

বিমান ভাড়া  সময়সূচি

 

বিমান বাংলাদেশ

 

,৫০০ থেকে ,৩০০ টাকা

 

সিলেট হতে

 

১২ঃ০০১২ঃ৪৫        

 

কক্সবাজার হতে

 

১৩ঃ৩০১৪ঃ৪৫

 

 টিকিট করতে করণীয়

 

অভ্যন্তরীণ রুটে বিমান ভ্রমণের জন্য পাসপোর্টের প্রয়োজন হয় না। তবে নিরাপত্তার জন্য আপনার জাতীয় পরিচয়পত্র সাথে রাখতে হবে। আপনার পছন্দের যেকোন বিমান সংস্থার অফিস অথবা ওয়েবসাইট থেকে বিমান টিকিট কাটতে পারবেন। বিমানের টিকিট অগ্রিম কাটলে ভাড়ার ক্ষেত্রে কিছুটা ছাড় পেতে পারেন এবং আপনার সিট আপনি নিজেই নির্বাচন করতে পারবেন। আর ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কাটলে সংশ্লিষ্ট এজেন্সির কোন অফার চালু আছে কিনা জেনে নিবেন। 

 

বিমানে চলাচলের ক্ষেত্রে সাবধানাতার সাথে  যাতায়াত করবেননিজের সুরক্ষা  টাকার ব্যবস্থাপনা  নিশ্চিত করবেন। 

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url