রকেট এর টুকি টাকি । কিভাবে রকেটে লেনদেন করবেন
বাংলাদেশে মোবাইল ভিত্তিক ব্যাংকিং সেবা সর্বোপ্রথম ২০১১সালে চালু করে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। পরবর্তীতে ২০১৬ সালে এর নাম পরিবর্তন করে রকেট রাখা হয়।
রকেট একাউন্ট তৈরিঃ
প্লে স্টোর থেকে রকেট এপের ম্যাধ্যমে সহজেই একাউন্ট খোলা যায়,এজন্য একটি সচল সিম এবং ভোটার আইডি কার্ড দরকার হয়।
- প্রথমত Play store থেকে রকেট অ্যাপ ডাউনলোড করুন।
- ডাউনলোডের পর প্রদত্ত নির্দেশনা অনুসরণ করুন।
- একটি কল আসলে পিন নাম্বারটি বলতে হবে।
- NID card এর দু পাশের ছবি আপলোড করুন।
- নিজের একটা সেলফি তুলুন।
- Terms & Condition পড়ুন।
- নিজের একটা Signature প্রদান করুন।
- অ্যাকাউন্ট নাম্বার,ওটিপি ও সঠিক পিন প্রদান করুন
জেনে রাখা ভালো-রকেট এর কোডঃ *322#
উপরোক্ত কাজগুলো সম্পূর্ণ হবার পর থেকেই আপনি রকেটেরর সেবা পেতে শুরু করবেন।
এছাড়াও ডাচ বাংলা ব্যাংক বা এজেন্টের কাছ থেকেও রকেট একাউন্ট খোলা সম্ভব।
আরো দেখুনঃ বিকাশের টুকিটাকি ও বিকাশের লেনদেন
রকেটে সেন্ড মানি কিভাবে করবেন?
- রকেট এপ্সে পিন প্রদান করে অথবা *৩২২# ডায়েল করে রকেটে প্রবেশ করুন।
- Send Money অপশন সিলেক্ট করুন।
- টাকার পরিমান লিখুন।
- পুনরায় পিন প্রদান করে সেন্ড মানি সম্পন্ন করুন।
রকেটে ক্যাশ আউট কিভাবে করবেন?
রকেট অ্যাপস বা *৩২২# ডায়াল করলে ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ১৮.০০ টাকা।
- রকেট পিন প্রদান করে রকেটে প্রবেশ করুন।
- ক্যাশ আউট অপশন সিলেক্ট করুন।
- Agent এর QR Code Scane করুন অথবা নাম্বার প্রদান করুন।
- টাকার পরিমান লিখুন।
- পুনরায় রকেট পিন প্রদান করে ক্যাশ আউট সম্পন্ন করুন।
রকেটে অ্যাড মানি কিভাবে করবেন ?
রকেট এপ্স থেকে অ্যাড মানি অপসানে ক্লিক করেই নির্দেশিত ধাপ অনুশরন করে খুব সহজে রকেটে ব্যাংক / কার্ড থেকে টাকা আনা যায়। এছাড়া ও রকেট যেহেতু ডাচ বাংলা ব্যাংক এর একটি প্রতিষ্ঠান, DBBL একাউন্ট হোল্ডার যাদের Nexus Pay রেজিস্ট্রেশন করা আছে, তারা Nexus Pay থেকে Send Money তে গিয়ে, রকেট একাউন্ট সিলেক্ট করে নিরাপদে রকেটে অ্যাড মানি করতে পারবেন।
রকেট গ্রাহক সেবা
রকেট একাউন্ট সম্পর্কিত কোনো সমস্যা বা গ্রাহক সেবা পেতে ১৬২১৬ নাম্বারে যোগাযোগ করতে হবে।
আরো দেখুনঃ বিকাশের টুকিটাকি ও বিকাশের লেনদেন