বিকাশের টুকিটাকি। Bkash এর সকল লেনদেন

Bkash ( বিকাশ) এর টুকি টাকি 

ব্যাংক হিসাব নেই এমন মানুষদের অর্থ লেনদেনকে সুবিধাজনক করতে চালু হয় মোবাইল ব্যাংকিং সেবা " বিকাশ "  মুলত শহরের কর্মজীবী মানুষের বাড়িতে টাকা পাঠানোর বিষয়টি সহজ করার লক্ষ্য রেখে বিকাশ উদ্ভাবিত হয়।

 

 জেনে রাখা ভালো-bkash এর কোডঃ *247#

 Bkash একাউন্ট তৈরি করবেন কিভাবে ?

 

প্লে স্টোর থেকে বিকাশ এপের ম্যাধ্যমে সহজেই বিকাশ একাউন্ট খোলা যায়। এজন্য একটি সচল সিম এবং ভোটার আইডি কার্ড দরকার হয়।  

=> প্রথমত Play store থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করুন। ডাউনলোডের পর প্রদত্ত নির্দেশনা অনুসরণ করুনঃ

  •  NID card এর দু পাশের ছবি আপলোড করুন।
  • নিজের একটা সেলফি তুলুন।
  • Terms & Condition পড়ুন।
  • নিজের একটা Signature প্রদান করুন।
  • অ্যাকাউন্ট নাম্বার,ওটিপি সঠিক পিন  প্রদান করুন।

উপরোক্ত কাজগুলো সম্পূর্ণ হবার পর থেকেই আপনি বিকাশের সেবা পেতে শুরু  করবেন।

 

বিকাশে bKash Apps থেকে সেন্ড মানি  কিভাবে করবো ?



একটি বিকাশ একাউন্ট থেকে অন্য বিকাশ একাউন্টে সহজে টাকা পাঠানো যায়। এক্ষেত্রে  #247# ডায়াল করে অপশন বেছে নিয়ে টাকা পাঠানো যায়,এছাড়াও  বিকাশ এপের সাহায্য সাহায্যে টাকা পাঠানো সহজ। 

  • বিকাশ পিন প্রদান করে বিকাশে প্রবেশ করুন।
  • Send Money অপশন সিলেক্ট করুন।
  • টাকার পরিমান লিখুন।
  • পুনরায় বিকাশ পিন প্রদান করে সেন্ড মানি সম্পন্ন করুন।


বিকাশে bKash Apps থেকে  ক্যাশ আউট  কিভাবে করবো ?

 বিকাশ পিন প্রদান করে বিকাশে প্রবেশ করুন।

  • ক্যাশ আউট অপশন সিলেক্ট করুন।
  • Agent এর QR Code Scane করুন অথবা নাম্বার প্রদান করুন। 
  • টাকার পরিমান লিখুন।
  • পুনরায় বিকাশ পিন প্রদান করে ক্যাশ আউট সম্পন্ন করুন।

বিঃদ্রঃ  বিকাশ অ্যাপস বা *২৪৭# ডায়াল করলে ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ১৮.৫০ টাকা ।  তবে প্রিয় বিকাশ এজেন্ট থেকে ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ১৪.৯০ টাকা।  ব্রাক ব্যাংক এর এটিএম থেকে ক্যাশ আউট করলে চার্জ প্রতি হাজারে ১৭.৫০ টাকা। 

 আরো দেখুনঃ রকেট একাউন্টেড় টুকিটাকি 

ব্যংক  বিকাশে থেকে অ্যাড মানি  কিভাবে করবেন ? 


  • বিকাশ একাউন্টে লগ ইন করুন।
  • অ্যাড মানি অপসানে ক্লিক করুন
  • ব্যাংক টু বিকাশ / কার্ড টু বিকাশ অপসানে ক্লিক করুন । 
  • ব্যাংক একাউন্ট নাম্বার প্রদান করুন । 
  • টাকার পরিমান দিন।
  • ব্যাংক একাউন্ট এর মোবাইল নাম্বারে প্রদত্ত OTP দিন ।
  • অ্যাড মানি  সম্পন্ন করুন। এছাড়া ও  Manage  beneficiary অপশনে ক্লিক করে প্রয়োজনীয় ধাপ অনুসরণ করে ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করা যায়। 


বিকাশ থেকে মোবাইল রিচার্জ করবেন কিভাবে ?

বিকাশের সাহায্যে যেকোনো অপারেটরে টাকা রিচার্জ করা যায় । 

  • Bkash Apps এ লগিন অথবা *247# ডায়েল করুন।
  • মোবাইল রিচার্জ ক্লিক করুন। 
  • মোবাইল অপারেটর ও নাম্বার প্রদান করুন।
  • রিজার্জের পরিমান দিন।
  • বিকাশ পিন প্রদান করুন। 
  • টেপ করে ধরে মোবাইল রিচার্জ সম্পন্ন করুন। 

  


বিকাশ থেকে বিল প্রদান :

Bkash Apps এর সাহায্যে খুব সহজে নিমুক্ত বিভিন্ন বিল প্রদান করা যায়। 


  • বিদ্যুৎ বিল
  • গ্যাস বিল
  • পানি বিল
  • ইন্টারনেট বিল
  • টেলিফোন বিল
  • টিভি বিল
  • ক্রেডিট কার্ড বিল
  • সরকারি ফি
  • ইন্সুরেন্স 
  • ট্র্যাকার
  • অন্যান্য।

 

বিকাশে সেভিংস বা সঞ্চয়

বিকাশে টাকা সঞ্চয় করলে বার্ষিক % সুদ প্রদান করে।

বিকাশে সাধারন (সুদ সহ ) এবং ইসলামিক (সুদ মুক্ত ) ২ ধরনের সেভিংস রয়েছে। যেখানে প্রতি মাসে সর্বনিন্ম ৫০০ টাকা থেকে শুরু করে ইচ্ছে মত ভিবিন্ন বছর মেয়াদি সেভিং খোলা যায়। এবং মেয়াদ পুরার আগে ও আপনি সেভিং থেকে টাকা তুলে ফেলতে পারবেন শর্ত সাপেক্ষে। এছাড়াও সেভিংস এর মেয়াদ শেষ হওয়ার পর উত্তলন কৃত টাকা ক্যাশ আউট চার্জ ফ্রি। 


Bkash থেকে লোন নেওয়ার নিয়মঃ'



বিকাশ থেকে ভিবিন্ন মেয়াদি লোন নেওয়া যায়। তবে বিকাশের Bkash এর আর্থিক প্রতিষ্ঠানের ঋন প্রদানের নীতিমালা অনুযায়ী আপনার বিকাশ একাউন্ট লোন সার্বিসের জন্য উপযোক্ত হতে হবে। এর জন্য নিয়মিত বিকাশে লেনদেন করতে হবে। 


 

বিকাশের মাধ্যমে  রেমিট্যান্স

৭০ টির বেশি দেশে বসবাসরত অভিবাসীরা বিকাশের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে পারেন। 

 

বিকাশের মাধ্যমে অনুদানঃ 

বিকাশের মাধ্যমে ১৩ টি দাতব্য সংস্থায় অনুদান দেওয়া সম্ভব।  

 

বিকাশে গ্রাহক সেবা পেতে বিকাশ হেল্পলাইন ১৬২৪৭ এই নাম্বারে কল করলে তারা গ্রাহদের বিভিন্ন সেবা দিয়ে থাকেন।

 আরো দেখুনঃ রকেট একাউন্টেড় টুকিটাকি 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url