মোবাইল দিয়ে টাকা আয় করার আসল উপায় ২০২৩ ।

মোবাইল দিয়ে টাকা ইনকাম ২০২৩

মোবাইল-দিয়ে-টাকা-ইনকাম-২০২৩

আসসালামু আলাইকুম। আশাকরি আপনারা সবাই অনেক ভালো আছেন। 

২০ টি লাভজনক ব্যবসার আইডিয়া ২০২৩

আজকে আলোচনা করবো অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করার উপায় নিয়ে।  আপনারা যদি অরিজিনালি এই সেক্টরে কাজ করতে চান যেটার অন্য আর একটা নাম আমরা এখন শুনে থাকি Freelanching সো Freelanching বলেন/ অনলাইন থেকে টাকা ইনকাম বলেন বা মোবাইল থেকে টাকা ইনকাম বলেন, যেটাই আপনারা করতে চান না কেন আপনাদের হাতের পাঁচ বছর সময় আছে এই সেক্টরে এন্ট্রি করার। আফটার ফাইভ ইয়ার্স। আপনারা তখন এই সেক্টরে খুব ইজিলি এন্ট্রি করতে পারবেন না। বিকজ আপনাদেরকে একটা Example দেই: আপনারা যদি বর্তমানে কাজ করেন। জাস্ট হার্ড ওয়ার্ক যদি করেন। দুই বছর পর মোটামুটি আপনার একটা ভালো ইনকাম করতে পারবে

কারন এখন খালি মাঠ।  এখন আপনারা সব সেক্টরে ইন করতে পারবেন সব সেক্টর থেকেই টুকটাক একটা ভালো ইনকামও করতে পারবেন এবং আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষ অন্যান্য অনেক দেশের মানুষের থেকে brain এবং বুঝ ক্ষমতা অনেকই ভালো। So just একটু টেকনিক্যালি যদি নিজেকে একটু টাইম দেন। নিজেকে একটু তৈরি করতে পারেন। বেশ ভালোভাবেই জীবন পার করতে পারবেন

এবং আজকে আমি মেনলি দুটো বিষয় নিয়ে কথা বলবোঃ

  • ·        এক হলো মোবাইলে ইনকাম নামক ভুয়া ভ্রান্ত ধারণা
  • ·        এবং আর একটা হলো মোবাইলে ইনকাম করার কিছু উপায় রয়েছে বাট সেটা কিভাবে প্রথমে চলুন আমরা জেনে নিঃ

মোবাইলের ইনকাম করতে যে আমরা যেসব ভুল এবং ভ্রান্ত পথ বেছে নি সেগুলা কি?

.  ক্লিক করে টাকা ইনকামঃ বিভিন্ন লিংক থাকে। এটাতে ক্লিক করলে টাকা ইনকাম করা যায়। এটা হল নাম্বার ওয়ান ফেক।

. ভিডিও দেখে টাকা ইনকাম গেমস খেলে টাকা ইনকামঃ এগুলি সব ফেক।

. ফেসবুক পোস্ট শেয়ার করে ইনকামঃ অনেকে আপনাকে অফার করবে। বিভিন্ন ফেইসবুক পোস্টগুলোতে দেখবেন। যে আপনারা শেয়ার করবেন। আপনারা টাকা ইনকাম করতে পারবেন। ওকে ফাইন। এগুলি সবগুলিই ফেক।

যদি আপনার টাকা ইনকামও করতে পারেন। আপনারা যেই পরিমাণ হার্ড ওয়ার্ক করবেন ধরেন প্রতিদিন যদি ছয় থেকে আট ঘণ্টা কাজ করেন। মাস শেষে হয়তো আপনারা পাঁচশো থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন। সো এই পাঁচশো দুই হাজার টাকা ইনকাম করার জন্য আমার মনে হয় না প্রতিদিন ছয়, সাত ঘণ্টা কাজ করলে মানে কতদিন আপনার এই কাজ করতে ভালো লাগবে। এটা আমি বুঝতে পারতাছি না। মানে এটার কোন ফিউচার নাই। ঠিক আছে। মোট কথা এগুলো ফেক,  এগুলো করবেন না।  এবং অনেক সময় দেখা যায় যে অনেকে টুকটাক টাকে ইনকাম করে। বাট সেই টাকা তোলা যায় না। তো আমি এটার ব্যাপারে ডিটেলসে যাবো না। বিকজ এগুলো আপনারা সবাই কম বেশি জানেন।

সফলতা অর্জনের উপায়

দেন আরেকটা জিনিস আছে। যেটাকে খাঁটি বাংলা ভাষায় বলে হলো জোয়া। ঠিক আছে?   

ডিরেক্ট জুয়া কি কিঃ ডিরেক্ট জুয়া আপনারা সবাই জানেন। অনেক বেটিং ওয়েবসাইট আছে। যেখানে যে আপনি বাজি ধরতে পারবেন। কোন দল জিতবে কিনা, মানে কোন ক্রিকেট টিম জিতবে কিনা কোন ফুটবল দল ম্যাচ জিতবে কিনা বা এরকম অনেক ধরনের ব্যাটিং আছে। যেখানে জিতলে হারলে তার ওপরে ইনকাম করা যায়  

আরেকটা হলো ইনডাইরেক্ট বেটিং বা ইনডাইরেক্ট জুয়াঃ  যেটা এখনকার যুগে সবচেয়ে কমন। সেটা হলো গেমসের মাধ্যমে জোয়া। ঠিক আছে। যেমন লুডুস্টার গেমস খেলবেন। টাকা দিয়ে বাজি ধরবেন। যেমন ধরেন তিন পাত্তি নামক একটা গেমস আছে। আপনাকে কয়েন কিনে খেলতে হয়। সো এটাও জুয়া। তো এরকম অনেক গেমস আছে যেখানে আপনাকে কয়েন কিনতে হয়। খেলার জন্য। এগুলির সবই ইনডাইরেক্ট জুয়া। এখানেও অনেক মানুষের অনেক ক্ষতি হয়। প্রকৃত পক্ষে খুব একটা ইনকাম হয় না।  ইনকাম হয়ও সেই সংখ্যা খুবই কম।

 

সো এখন চলুন আমরা জেনে নিই আসলে

মোবাইল দিয়ে কিভাবে টাকা ইনকাম করা যায়

মোবাইলে ছবি তুলে টাকা ইনকামঃ

আসলে ছবি তুলে টাকা ইনকাম করতে পারবেন না। ছবি তুলে আপনি সেই ছবিগুলি বিক্রি করতে পারবেন এবং তার জন্য পপুলার একটা ওয়েবসাইট রয়েছে। যার নাম হল  Shutter Stock । আপনারা এই ওয়েবসাইটে অবশ্যই ভিজিট করবেন। আমি নিজে থেকে ডিটেলস বলবো না। আপনারা নিজেরা ঘুরবেন। তাহলে আরো বেশি জানতে পারবেন আমার থেকে। 

Shutterstock থেকে আয়ঃ

তো  Shutter Stock  সম্বন্ধে আমি তাও আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই। সেটা হল এটা ওয়ার্ল্ডের সবচাইতে পপুলার একটা ওয়েবসাইট যেখানে অনেক ছবি বেচা কেনা হয়।  বা ছবির মতো অনেক গ্রাফিক্যাল ডিজাইন থাকে যেগুলা Buy-sale দুটোই হয়।

এখানে এক গ্রুপ থাকে যারা তাদের গ্রাফিক্যাল ডিজাইন বলেন বা ছবি বলেন সেটা তারা ওইখানে পোস্ট করে আর এক গ্রুপ আছে সেটা কিনে । ঠিক আছে সো এখানে যদি আপনি খুব ভালো ছবি তুলতে পারেন যেটা অন্য মানুষ কিনতে চায়। সেই ধরনের ছবি তুলে যদি দেন। তাহলে সেই ছবিগুলো যদি কেউ কিনে তাহলে আপনি সেখান থেকে একটা কমিশন পাবেন। তারা আপনাদের থেকে একটা কমিশন কেটে রাখবে । এটা কিন্তু খুবই easy, আপনি যদি মোবাইল দিয়ে ভালো ছবি তুলতে পারেন তাহলে আপনার কিন্তু মোটামুটি একটা Possibilities রয়েছে। সেই ছবিগুলি sell করে সারা  Shutter Stock থেকে টাকা ইনকাম করার।

এবং ছবির পাশাপাশি যদি আপনি টুকটাক GRAPHICS এর কাজ পারেন, যদিও সেটা মোবাইলের সম্ভবনা কষ্ট করে হলেও কিছু টাকা জমিয়ে কম দামের মধ্যেও যদি আপনি একটা ল্যাপটপ ছেড়ে, ল্যাপটপ না ডেস্কটপ কিনে সেখানে যদি আপনার টুকটাক গ্রাফিক্সের কাজ করতে পারেন, দেন আপনি অনেক গ্রাফিক্যাল জিনিস তৈরী করতে পারবেন।  সেটাও কিন্তু আপনার চাইলে সাটার স্টকে সেল করতে পারবেন।   Shutter Stock মতো আরো অনেক ওয়েবসাইট রয়েছে সেগুলোর কথা আমি বললাম না বিকজ  সেগুলোর থেকে   Shutter Stock   এ বেশি ইনকাম করা যায়।  Shutter Stock সবচাইতে বেস্ট কোয়ালিটির ওয়েবসাইট। অন্যান্য ওয়েবসাইট আছে ভালো। বাট এতটা ভালো না।

 Adobe stock থেকে আয়ঃ 

আর একটা ওয়েবসাইট আছে খুবই ভালো। নাম Adobe Stock  

Adobe এর কথা আর নতুন করে কিছু বলার নেই। Adobe Photoshop, Adobe Illestetor , আপনারা সবাই এটার নাম কম বেশি শুনেছেন। সো তাদেরই একটা সাইট রয়েছে Adobe Stock । সেখানেও আপনি চাইলে আপনার ছবিগুলি সেল করতে পারবেন। সো মোট কথা হল আপনি ক্যামেরা দিয়ে যদি ভালো ছবি তুলতে পারেন সেন্স ম্যাক্রো সেন্স ক্যামেরা দিয়ে অনেক সময় অনেক ছোট ছোট জিনিস যদি জুম টুম করে ভালো ছবি তুলতে পারেন। যেই ছবিটা অন্য কেউ কিনতে পারে। সেরকম ছবি আপনাকে অবশ্যই তুলতে হবে। তার জন্য অবশ্যই আপনাকে এই ধরনের সাইট গোলুতে রিসার্চ করতে হবে। যে কোন ছবিগুলি সেল হচ্ছে।  সেই ছবিগুলোর মতো ছবি তোলার আপনি যদি চেষ্টা করেন আস্তে আস্তে পারবেন। শুরুতে এটা হবে না। শুরুতেই যদি হতো তাহলে,  সবাই অনেক টাকা ইনকাম করতো। সো শুরুতে হবে না। আস্তে আস্তে কয়েক মাস গেলে আপনি যখন ট্র্যাকটা ধরে ফেলতে পারবেন। তখন আপনাকে কেউ থামাতে পারবেন না।

আরো দেখুনঃ

সফলতা অর্জনের উপায়

পরিশ্রম ও সফলতা 

➡️ বাংলা উক্তি ও নীতি কথা ২০২২

ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে ভাইভা প্রশ্ন


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url