আত্মবিশ্বাস কেন প্রয়োজন
ব্যাঙের আত্মকাহিনীঃ
দুটি
ব্যাঙ তারা একদিন ঘুরতে
ঘুরতে একটি গর্তের মধ্যে
পড় গেল । তারা
দেখল গর্তের ভিতর আরো অনেক
ব্যাগ আছে । তারাও
কোন না কোনভাবে গর্তে
পড় গেছে । এবার নতুন
ব্যাঙ দুটি খুব লাফাতে
শুরু করলো । ওই
গর্ত থেকে বেরোনোর জন্য
। তখন ওই পুরনো
ব্যাঙগুলি হাসতে হাসতে বলতে লাগলো ।
এই গর্ত থেকে বেরোনো
অসম্ভব।
তবুও
দুটি ব্যাঙ কারোর কথা শুনলো না
। চেষ্টা চালিয়েই গেল । আর
এদিকে পুরনো ব্যাঙ গুলির অট্টহাশি ও চিৎকার শুনে
দুটি ব্যাঙ এর
মধ্যে একটি ব্যাঙ লাফানো বন্ধ করে দিল।
কিন্তু
আর একটি ব্যাঙ আরো
জোরে জোরে লাফাতে শুরু
করে । অবশেষে আরো
কিছুক্ষণ চেষ্টা করার পর ওই
ব্যাংকটি লাফিয়ে বাইরে যেতে সক্ষম হয়।
এবার
আপনিও নিশ্চয়ই ভাবছেন যে দ্বিতীয় ব্যাঙ্কটি
লাফানো বন্ধ করলো না
কেন? আসলে দ্বিতীয় ব্যাঙটির
কানে শুনতে পেতো না ।
তাই যখন সব ব্যাঙ্ক
হাত পা নাড়িয়ে চিৎকার
করে বলছিলো এটা অসম্ভব, তখন সে ভাবছিল
সবাই তাকে উৎসাহিত করছে
আরো জোরে জোরে লাফানোর
জন্য । তাই সে আরো জোরে
জোরে লাফাতে শুরু করেছিলো।
কি করা উচিত
ও কি করা উচিত না