কানাডা সম্পর্কে অজানা তথ্য | Canada সকল তথ্য
কানাডার জানা অজানা তথ্য
কানাডা
বিশ্বের দিতীয় বৃহত্তম রাষ্ট্র, যা উত্তর আমেরিকার উত্তর মেরুর বেশির ভাগ অঞ্চল নিয়ে
অবষ্ঠিত। এ দেশ টি প্রশান্ত মহাসাগর থেকে উত্তর দিকে আটলান্টিক ও আর্টিক
মহাসাগর পর্যন্ত বিস্তৃ। কানাডা দেশের সবচেয়ে ধনী দেশ গুলির
একটি । এবং এটি বিশ্বের দ্বিতীয়
শীতলতম দেশ । আজকে আমরা কানাডা সম্পর্কে জানা-অজানা এবং প্রয়োজনীয় কিছু
তথ্য জানবো । তাহলে চলুন শুরু করা
যাকঃ
- আরো দেখুনঃ সহজে কানাডা যাওয়ার উপায়
০১।
কানাডা নামটি সম্ভবত এসেছে কানাটা নামক শব্দ থেকে যার
অর্থ গ্রাম অথবা বসতি ।
কানাডার অধিকৃত ভূমিতে প্রথম বসবাসের জন্য চেষ্টা চালায়
আদিবাসী জনগোষ্ঠী সমূহ। ১৫
তম শতকের শুরুতে ইংরেজ এবং ফরাসি অভিযাত্রীরা
আটলান্টিক উপকূল আবিষ্কার করে । এবং পরে
বসতি স্থাপনের উদ্যোগ নেয় ।
০২। কানাডার
প্রদেশ কয়টি :
ফ্রান্স
দীর্ঘ ৬০ বছরের যুদ্ধের
পরাজয়ের ফলস্বরূপ ১৯৬৩ সালে উত্তর
আমেরিকায় তাদের
সব উপনিবেশ ইংরেজদের
কাছে ছেড়ে দেয় । ১৮৬৭ সালে মৈত্রীতার মধ্যে
চারটি স্বায়ত্তশাসিত প্রদেশ নিয়ে দেশ হিসেবে কানাডা
গঠন করা হয় ।
এর ফলে আরো প্রদেশ এবং
অঞ্চল সংযোজনের পথ এবং ইংল্যান্ডের সাহিত্য শাসন করার প্রক্রিয়া
ত্বরান্বিত হয়। ১৯৮২ সালে জারিকৃত Canada ACT অনুসারে
১০ টি উপদেশ এবং ০৩ টি অঞ্চলে গঠিত কানাডা সংসদীয়
গণতন্ত্র এবং এবং আইন গত রাজ্যতন্ত্র উভয় মেনে চলে।
০৩।
কানাডা রাষ্ট্রের প্রধান
ছিলো রানী দ্বিতীয় এলিজাবে ।
০৪।
কানাডা দিভাষীক এবং
বহু সংস্কৃতিক দেশ।
০৫। কানাডার
আয়তন কত:
আয়তনের
বিচারে কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র । এটি উত্তর আমেরিকা মহাদেশের প্রায় ৪১% নিয়ে গঠিত।
কানাডার
মোট আয়তন ৯৯,৮৪,৬৭০ বর্গ কিলোমিটার । কানাডার
মোট জনসংখ্যা ০৩ কোটি ৫৬
লক্ষ ৭৫ হাজার ৮৩৪
জন। এবং
এখানে প্রতি বর্গকিলোমিটারে ৩.৯২ জনের বসবাস।
০৬। কানাডা
রাজধানীর নাম কি:
কানাডা
রাজধানী হচ্ছে অটোয়ায় এবং এ কানাডার
বৃহত্তম শহর টরেন্টো ।
০৭। কানাডার
ভাষার নাম কি:
ইংরেজি এবং ফরাসি ভাষা যৌথ ভাবে কানাডার সরকারি ভাষা। আন্তর্জাতিক ক্ষেত্রে সাধারণত ইংরেজি ভাষা ব্যবহার করা হয় ।
০৮।
কানাডা বছরে প্রায় আট মাস বরফে
আচ্ছন্ন থাকে ।
০৯।
এই দেশে ৪৫ বছর বয়সের
কোনো মানুষকে চাকরিতে নেওয়া হয় না।
১০।
কানাডা হচ্ছে পৃথিবীর অন্যতম এক ভয়াবহ কর- খেকু দেশ। এদেশে একজন মানুষের মোট
আয়ের ৪০% সরকারকে কর দিতে
হয়। এজন্য এখানে ধনী
এবং গরীব দের ব্যবধান খুবি কম।
১১।
১৯৭১ সালে কানাডা প্রথম মাল্টিকালচার দেশ হিসেবে নিজের
নাম প্রস্তাব করে।
১২।
নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র
ও কানাডার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। আমেরিকাতে জলপ্রপাত
টি পিছন থেকে দেখতে
হয়। কানাডাতে
সরাসরি সামনে থেকে দেখা যায়
। যার ফলে সম্পূর্ণ জলপ্রপাত
ভালোমতো দেখা যায়। নায়েগ্রা ফলসে
প্রতিবছর প্রায় ৩০ মিলিয়ন মানুষের সমাগম হয়ে থাকে ।
১৩।
কানাডার শিক্ষার
হারের দিক দিয়ে বিশ্বের
অন্যতম প্রধান দেশ। এই
দেশের প্রায় ৫০ শতাংশ মানুষের
কলেজ ডিগ্রী আছে ।
১৪।
কানাডাতে পৃথিবীর সব চাইতে বেশি লেক আছে। পৃথীবীতে যত গোলা লেক আছে ,তার মধ্যে ৬০ শতাংশ কানাডাতে অবষ্ঠিত।
১৫।
কানাডা বিশ্বের মধ্যে ৭ম শান্তিপূর্ণ
দেশ।
১৬।
কানাডা তাদের নতুন নাগরিকদের এক
বছরের ফ্রি কালচারাল এক্সেস
পাস দিয়ে থাকে। যা দিয়ে এখানকার প্রায় ১০০০ জাদুঘর এবং
কালচারাল সেন্টারে যাওয়া যায়। কানাডা
সরকার এইটা এই কারণে করে , যাতে
নতুন নাগরিকত্ব পাওয়া নাগরিকরা কানাডা সম্পর্কে আরো ভালোভাবে জানতে
পারে।
১৭।
বিশ্বের প্রায় ৬০% পোলার বিয়ার/ভাল্লুক
কানাডাতে
পাওয়া যায়।
১৮।
সৌদিআরব এবং ভিনিজুয়েলার
পর কানাডাতেই বিশ্বের তৃতীয়
বৃহত্তম তেলের মজুদ বিদ্যমান ।
১৯।
জনপ্রিয় খেলা বাস্কেটবল কানাডাতে আবিষ্কৃত হয় ।
২০।
পৃথিবীর সবচেয়ে
বড় আন্তর্জাতিক সীমানা যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে
অবস্থিত । যা ৮৮৯১ কিলোমিটার
দীর্ঘ।
২১।
কানাডাতে একটি সংস্থা আছে যার নাম
ইউনাইটেড নর্থ আমেরিকা । এই সংস্থাতির লক্ষ হলো কানাডা
কে USA এর সাথে যুক্ত করে দেওয়া ।
২২।
এই দেশের মোট জনসংখ্যার প্রায়
৮২ শতাংশ
মানুষ মূল শহর গোলাতেই বাস করে ।
২৩।
কানাডার বেশির ভাগ শহর গোলোই এদেশের দক্ষীন সীমানার দিকে অবস্থিত। এর
কারণ পূর্ব সীমানার দিকে অতিরিক্ত ঠান্ডা আবহাওয়া
।
২৪।
১৯৪৭ সালে কানাডাতে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড
করা হয়েছিল । সেই সময় তাপমাত্রা -৬৩ দিগ্রি সেলসিয়াস এ ছিল ।
২৫।
কানাডা ১ কোটি বর্গমাইলের বিশাল দেশ হওয়ায়, একটি নির্দিষ্ট সময়ের ব্যবস্থা অনুসরন না
করে মোট ৬ টি টাইম এলাকা বা টাইম জোনে ভাগ করা হয়েছে কানাডাকে।
২৬। ২০১১ সালের একটি হিসাব অনুযায়ী কানাডার প্রধান ধর্ম হলো খীষ্ট্র ধর্ম। এই দেশের মোট শতাংসের ৬৭.৭% মানুষ খীষ্ট্রান।
২৭।কানাডার মুদ্রার নাম কি: কানাডা রাষ্ট্রীয় মুদ্রা হচ্ছে কানাডিয়ান ডলার ।
২৮।
এ দেশের মোট জিডিপি ১.৮৪
ট্রিলিয়ন মার্কিন
ডলার ।