সেরা ফেসবুক কমেন্ট ২০২৩ | Bangla Funny Status Collections 2023
মজার ফেসবুক পোস্ট
১. রংপুরে থাকি বলেই যে আমরা মফিজ সে চিন্তা বাদ দেন,,
২. পাবনা
থাকি বলেই যে পাগল
এসব চিন্তা বাদ দেন..!
৩. বগুড়া
থাকি বলেই সারাক্ষণ দই
খাই এই চিন্তা বাদ
দেন ।
৪। লজিকালি
ব্যাপারটা এমন না। ব্যাপারটা যেমন ব্যাপারটা তেমন।
যদি বলি বুঝবেন না,
বল্লেও বুঝবেন না। তাই বলছিনা,
বলার ইচ্ছা ছিল But বল্লে বুঝবেন কেমনে!না বল্লেও ত
বুঝবেন না, তাই বলছি
ব্যাপারটা এমন না। বুঝবেন
কিন্তু বুঝবেন না, এভাবে বুঝালেও
বুঝবেন না। তাই যেভাবেই
বুঝাই না কেন মূল
কথা হল আপনি বুঝবেন
না। তাই আর বুঝাইলাম
না!
আরো দেখুনঃ বাংলা শিক্ষনীয় উক্তি
৫. পুরুষ
মানুষ হলো ২ প্রকার
- বিবাহিত
- জীবিত
৬. ফেসবুক কোম্পানির কাছে আকুল আবেদন,,
আরো দেখুন : Best 100 Romantic fb post Bangla
আরো দেখুনঃ Bangla Funny Facebook comment, funny Facebook post 2024
কমেন্ট বক্সে ভয়েস সিস্টেম চালু করা হোক,
লিখে মনের ভাব প্রকাশ করতে পারিনা।
৭. বাহ! অসাধারণ একটি পোস্ট , আপনার জন্য থাকছে কেয়া কসমেটিকের সৌজন্যে একটি মহা মূল্যবান ইয়াবা মেশিন, পরিবেশ বান্ধব গাঞ্জার গাছ, আপনাকে , ,রানু মন্ডল, নারী ব্যাবসায়ী ,মিয়া খালিফা, জনি সিং, সেফুদার এর পক্ষ থেকে, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সহ স্বাগতম।
বাংলা ফেসবুক স্ট্যাটাস কালেকশন ২০২৩ ঃ
৮. পোস্টটা
দেখে অনেকক্ষণ ভাবলাম, কিছুই বুঝতে পারলাম না। তারপর দিন
রাত বই পড়ে গবেষণা
করলাম, তাও কিছু বুঝলাম
না। এলাকার গণ্যমান্য মুরুব্বিদের জিজ্ঞেস করলাম, তারাও ঘাবড়ে গেল, কিছুই বলতে
পারল না। ড. মুহাম্মাদ
শহীদুল্লাহর কাছে নিয়ে গেলাম,
তিনি এটা দেখে জ্ঞান
হারিয়ে ফেললেন। বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এবং আইজ্যাক নিউটনের
কাছে নিয়ে গেলাম, তারাও
এর ব্যাখ্যা দিতে পারল না।
শেষে পোস্টটা ই-মেইল করে
মঙ্গলগ্রহের এলিয়ানদের কাছে পাঠালাম, বললাম
এর সমাধান দিতে......... তারা কিছুক্ষণ আগে
রিপ্লাই দিছে--"সাংবাদিক একজন মানসিক রোগী।
৯. প্রথমে
ভুলে loveরিয়্যাক্ট পড়ে গেছিলাে, পরে
haha রিয়্যাক্ট দিতে গিয়ে দেখি
এমবি শেষ, মাথা পুরাই
নষ্ট, যে করেই হক
haha দিতেই হবে। ফ্লেক্সিলােড এর
দোকানে গিয়ে দেখি দোকান বন্ধ,
শেষমেষ দোকানের সার্টার ভেঙ্গে রিচার্জ করে পােষ্টে haha দিলাম।
ততক্ষনে পুলিশ বিষয়টা জেনেগেছে, .এখন দোকানের খুটির
সাথে বাধা আছি, বেদম
পিটানি খাচ্ছি। ..তারপরও মনের মধ্যে শান্তি
শান্তি লাগতাছে, পােষ্টে আমি haha দিতে পেরেছি
১০. এই ধরনের পোস্টের জন্যই মুড়ির ডিব্বা টা পাশে রাখি,
কমেন্ট
পড়তে পড়তে চিবানো যায়
Bangla Trending Comment 2023:
১১. শাবানার
বাসায় RAB এর অভিযান,
বিপুল সংখ্যক সেলাইমেশিন উদ্ধার!
১২. বন্ধুত্ব
যত গভীর হয়
মুখের
ভাষা তত নাউজুবিল্লাহ র্মাকা
হয়
১৩. আমি
যে single এটা মনে হয়
কুয়াশার
কারণে কেউ দেখতে পাচ্ছো
না!
১৪. আপনি যে কমেন্ট টি খুজতেছেন সেটি আরও নিচে!
১৫. সরি
ভাই,আমি লিজেন্ড কোর্সের
একজন ভালো ছাত্র ছিলাম,
কিন্তু,অর্থের অভাবে লাস্ট সেমিস্টারটা পড়তে পারি নাই,
তাই
মাফ করবেন আমি লিজেন্ড না..!
১৬. আমার
অর্ধেক জীবন যাচ্ছে মিডিয়া
আর সাংবাদিকদের গালি দিতে দিতে।
বাকি
অর্ধেক জীবন যাবে এ
দের গালি দেওয়ার অপরাধে
মোনাজাতে ক্ষমা চাইতে চাইতে
১৭. আইডি
হারানোর ভয়ে,এখন আর
আগের মতো গালি দেয়
না।খুব মিস করি আগের
কমেন্ট গুলো
বাংলা সেরা স্ট্যাটাস:
১৮. সব দোষ পাবনা মেন্টাল
হাসপাতালের দারোয়ানের, দায়িত্ব অবহেলার কারণে মাঝে মাঝে এসব
পাগল বাহির হয়ে আসে!
১৯. নিশ্চয়ই
বড় ধরনের কোনো পাপ করছি,
আর না হলে শত শত পোস্ট থাকতেও এগুলো কেন সামনে আসবে।
২০. Naughtyr পোলাদের
অনেক আগেই ধরে ফেলেছি
২১. আমি:
বালের পড়াশোনা
পড়াশোনা
: তুমিও আমার বালের স্টুডেন্ট \