ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি | ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ২০২৩,
ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি
সবার জন্য ফ্রিল্যান্সিং । ফ্রিল্যান্সিং জগতে এমন কথা সবাই শুনেছেন । এই কথাটা শুনতে অনেক বেশি ফেসিলিটিং মনে হলেও, বাস্তবতা ঠিক এর উল্টো । আমি নিজে ফিনান্সিং পছন্দ করি। কারন ফ্রিল্যান্সিং আমার জীবনে অনেক ভালো কিছু নিয়ে এসেছে ।আমার এই ছোট্ট জীবনে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আমি যে অর্জন করেছি, অন্য যে কোন পেশা বেছে নিলে এই অবস্থা অর্জনে আমার এখনো হয়তো ছয় থেকে সাত বছর অপেক্ষা করতে হতো । সুতরাং ফ্রিল্যান্সিং আমার জীবনে এক প্রকার আশীর্বাদ ।
সবার জন্য ফ্রিল্যান্সিং এই কথাটা সবাই বললেও, আমি বলব Freelancing is not for everyone. এই কথাটা শুনে আমাকে গালি দিতে মন চাইলে একটু অপেক্ষা করেন। সম্পূর্ণ ভিডিওটা দেখেন । তারপর ইচ্ছা হলে গালি দিয়েন, মাইন্ড করবো না ।
ক্রিকেট ! যে
কেউ
চাইলে
ক্রিকেট খেলতে
পারে। সবার জন্য
ক্রিকেট । কিন্তু সবাই কি জাতীয়
দলের একজন ভালো ক্রিকেটার হতে পারে?
যারা ফ্রিল্যান্সিং করতে
যাচ্ছেন, তাদের উচিত অন্তত
পাঁচটি
বিষয়ে
স্পষ্ট
ধারণা
রাখা
। এই
পয়েন্টগুলোর যদি
আপনার
জন্য
কোন
সমস্যার কারণ
না
হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই
ফ্রিল্যান্সিংয়ে আসবেন। অনেক ভালো কিছু
অপেক্ষা করছে
আপনাদের জন্য ।
Number 1. ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ২০২৩:
You have to learn regularly. ধরুন আপনি ব্যাংকে জব করেন . সেক্ষেত্রে আপনাকে নিয়মিত একই কাজ করতে হয়। যেহেতো নিয়মিত একই কাজ করতে, তাই নতুন কিছু শেখার দরকার পড়েনা। কিন্তু ডিজিটাল ওয়ার্ল্ডে সবকিছুই নিয়মিত পরিবর্তন হয় । এবং যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আপনাকেও নিয়মিত নতুন কিছু শিখতে হবে । যদি আপনি নিয়মিত নতুন কিছু না শিখেন তাহলে কিন্তু এই সেক্টরে সার্ভাইভ করতে পারবেন না ।
কিন্তু আমাদের অনেকেরই নতুন কিছু শিখা নিয়ে এলার্জি রয়েছে । এবং অনেকে তো কোন কিছু না শিখেয় ফ্রিল্যান্সিং করে উপার্জন করতে চাই। আপনার যদি এমন মানসিকতা থেকে থাকে, আপনার যদি নতুন কিছু শেখার প্রতি অনীহা থেকে থাকে তাহলে ফ্রিল্যান্সিং সেক্টরে আসাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। আর কাজের প্রয়োজনে নতুন কিছু শিখতে আপনি যদি সদ্য প্রস্তুত থাকেন, তাহলে এই সেক্টরে আপনাকে স্বাগতম।
Number 2. ফ্রিল্যান্সিং করার জন্য কি কি লাগবেঃ
''Investment''। আমাদের
দেশের
মানুষ
ফ্রিল্যান্সিং নিয়ে
কথা
বলার
সময়
অনেক
ব্যাপার সামনে
তুলে
ধরেন. কিন্তু ইনভেস্টমেন্ট নিয়ে
কথা
বলেন
খুব
কম
মানুষ
. ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে সবথেকে
বড়
ইনভেস্টমেন্ট হচ্ছে সময়। কাজ শিখতে যেমন
আপনাকে
সময়
দিতে
হবে
, একইভাবে কাজ
পাবার
ক্ষেত্রে আপনাকে
সময়
দিতে
হবে
অবশ্যই
। কিন্তু অনেকেই
আছেন
যারা
রাতারাতি ফ্রিল্যান্সিং করে
অনেক
ভালো
কিছু
করার
স্বপ্ন
দেখেন । হ্যা এটা সম্ভব। স্বপ্নে, কিন্তু বাস্তবে নয়।
বাস্তবে ভালো কিছু করতে চাইলে আপনাকে এই সেক্টরের সময় দিতে হবে। পাশাপাশি খরচের একটা ব্যাপার রয়েছে । প্রাথমিকভাবে ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই হোক না কেন , একটা কম্পিউটার ত লাগবেই। এছাড়া মাসিক ইন্টারনেট বিল রয়েছে । পাশাপাশি আপনি যদি কোন কোর্স করেন তাহলে সে কোর্সের ও একটা খরচ হয়েছে । অনেকে কোর্স না কিনে ফ্রি ভিডিও দেখে শেখার চেষ্টা করেন। এক্ষেত্রে সময় তুলনামূলক বেশি লাগবে। সেটাই স্বাভাবিক। ভালো হয়, আপনি যদি দুইটাই করেন । অর্থাৎ ফ্রি রিসোর্চ থেকেও শিখছেন, পাশাপাশি একজন ভালো মেন্টর এর কাছ থেকেও শিখছেন। কারণ একজন ভালো মেন্টর আপনাকে প্রপার গাইডলাইন দিতে পারবেন। এবং ফ্রি রিসোর্স এর মাধ্যমে আপনি আপনার দক্ষতা কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে।
Number. 3 : ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার উপায়ঃ
Self Discipline is must ।। আপনি যখন একটি প্রতিষ্ঠানে চাকরি করেন , তখন আপনি তাদের নিয়মগুলো মানতে বাধ্য . আপনি সময়মতো অফিসে যান , নির্দিষ্ট সময় কাজ করেন, একইভাবে তাদের সিলেক্ট করার সময়ে ব্রেক নিয়ে থাকেন। এতে করে অটোমেটিক্যালি আপনার কাজের একটি প্যাটার্ণ তৈরী হয়ে যায় । এবং আপনি সেটি ফলো করেন। কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিং করছেন, তখন কোন কিছুই বাধ্যতামূলক নয়। একটি নির্দিষ্ট সময়ে আপনাকে প্রজেক্ট সাবমিট করতে হবে। কিন্তু কখন কাজ করবেন, কত সময় ব্রেক নেবেন , এমন ধরনের কোনো বাধ্যবাধকতা থাকেনা । যে কারণে অনেক সময় অবসাদ চলে আসতে পারে। পাশাপাশি যত কাজ করবেন তত বেশি টাকা । এই থিওরী মেনে সারাদিন কাজ করাটা ও আপনার নিজের জন্য খুব ভালো কিছু নয়। এই কারণে আপনার নিজেকে ঠিক করতে হবে কখন কোন কাজ টা করা উচিত। একটি নির্দিষ্ট রুটিন বানিয়ে সেটি ফলো না করলে কয়েক মাস পর আই আপনি অবসাদে ভোগেন । তখন আপনার ক্রিয়েটিভিটি স্বাভাবিকভাবেই কমতে থাকবে । সুতারাং সচেতন থাকতে হবে।
Number. 4 : Online ফ্রিল্যান্সিংঃ
No fixed earning ।। প্রত্যেক মাসে আর্নিং কখনো সমান হয় না । কখনো অনেক বেশি উপার্জন , কখনো বা তুলনামূলক কম। এবং প্রত্যেক ফ্রিল্যান্সার এর জীবন এভাবেই চলতে থাকে । আপনি কখনোই জানেন না, এই মাসের আপনি কত পর্যন্ত চলেছেন , কিংবা সামনের মাসে আপনি কত উপার্জন করবেন । কিন্তু চাকরির ক্ষেত্রে আপনার সেলারি ফিক্সড হয়। আপনি একটা ফিক্সড অ্যামাউন্ট অবশ্যই পাবেন । আপনি যদি ফিক্সড সেলারিকে বেটার মনে করেন, তাহলে ফ্রী-ল্যান্সিং এ আপনার জন্য খুব একটা ভালো চইয়েস হবে না । কারণ এখানে আপনি এই মাসে 100000 উপার্জন করবেন তো, পরের মাসে হয়তো 40000 ।
Number-5: ফ্রিল্যান্সিং a to z:
Freelancing is uncertain& risky || ফ্রিল্যান্সিং কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেশ রিস্কি। আপনি অন্যান্য পেশার ছুটি পাবেন, কিন্তু ফ্রিল্যান্সারদের কোনো ছুটি নেই । আপনাকে স্বাভাবিক দিন ও কাজ করতে হবে , ঈদ, পোজার দিন ও কাজ করতে হবে। কারণ কাজ করলে টাকা পাবেন, আর না করলে পাবেন না । তাই যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে কিন্তু আপনার আর্নিং বন্ধ হয়ে যাবে । যেটা অন্যান্য চাকরির ক্ষেত্রে হয় না । পাশাপাশি রেগুলার জব গুলোর ক্ষেত্রে আপনি কোন প্রবলেম ফেস করলে , কোম্পানির অন্যান্য এম্প্লয়ের থেকে আপনি সাপোর্ট নিতে পারেন । কিন্তু ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনি নিজেই সিইও। আপনি নিজেই এম্প্লয়। তাই আপনার সকল সমস্যা আপনাকেই সমাধান করতে হবে।
ইউটিউব গুগল থেকে সমাধান পেয়ে যাবেন । তবে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে । আবার আপনি যে নিয়মিত অর্ডার পাবেন তারও কোনো নিশ্চয়তা নাই। আপনি যখন একটা স্টেবল পজিশনে চলে যাবেন , তখন খুব একটা বেশি সমস্যা হয় না । কিন্তু স্ট্যাবল পজিসনে যাবার আগের কয়েক বছর আপনাকে এভাবে স্ট্রাগল করতে হবে। একটা ভালো পজিশনে চলে যাবার পর , আমাদের দেশের পেক্ষাপটে আপনি অন্যান্য চাকরি থেকে আপনি অনেক ভালো আর্নিং করতে পারবেন এই ফ্রিল্যান্সিং পেশা থেকে । বেশিরভাগ সবাই সেই ভাল পজিশন এ পৌঁছানোর আগেই ঝরে পড়ে । এ কারণে বলা যেতে পারে ফ্রিল্যান্সিং ধৈর্যবান দের পেশা। মনে রাখবেন জার্নিটা কঠিন কিন্তু অসম্ভব নয় ।
এছাড়া আরেকটা ব্যপার একটু জানিয়ে রাখি। বাংলাদেশে এখনো সেই ভাবে ফ্রিল্যান্সারদেরকে মূল্যায়ন করা হয় না। আপনার চারপাশে অনেক মানুষ পাবেন, যারা এ সম্পর্কে সঠিক জানেই না । সুতরাং মানুষকে আপনার পেশা সম্পর্কে বোঝাতে অনেক সময় বিরম্বনায় পড়তে হতে পারে। তবে এটা আসলে আহামরি কোনো সমস্যার ব্যাপার না । যখন ভালো আর্নিং করবেন , তখন দেখবেন বেশিরভাগ সভায় আপনাকে যথেষ্ট রেস্পেক্ট দিচ্ছে।
মূলত
আমরা
এই সেক্তর সম্পর্কে অনেক
কিছু
জানি
না
। আর
না
জেনেই
এই সেক্টরে আসি। এবং এর
বিশালতা দেখে
অনেকেই
থেমে
যায়
। যে
কারণে
ফ্রিল্যান্সিং সম্পর্কে আমাদের
ধারণা
আরও
স্পষ্ট
করতে আমার আজকের এই ব্লগ। এই ব্লগের উদ্দ্যেশ্য আপনাদের কে ডিমোটিভেটেড করা
নয়
। বরং
ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনার
ধারণা
যেন
আরও
স্পষ্ট
হয়, এবং আপনি
যেন
সেভাবে
প্রিপারেশন নিতে
পারেন। ফ্রিল্যান্সিং
স্যাক্টরে আসতে চাইলে অবশ্যই উপরের ব্যাপার গুলো
মাথায়
রাখবেন। যদি উপরের পয়েন্টগুলো আপনার
জন্য
কোন
সমস্যা
না
হয়ে
থাকে
, তাহলে
ফ্রিল্যান্সিং জগতে
আপনাকে
স্বাগতম। খুব শীঘ্রই আমরা
আপনার
মত
একজন
দক্ষ
ফ্রিল্যান্সার পেতে চলেছি। ফ্রিল্যান্সিং কিংবা অনলাইন ক্যারিয়ার সম্পর্কে কোন
প্রশ্ন
থাকলে
কমেন্ট
এ
জানাবেন। ধন্যবাদ।।
আরো দেখুনঃ