সেনা বাহিনী, নৌ-বাহিনী ও বিমান বাহিনী সম্পর্কৃত সকল প্রশ্ন ও উত্তর | ডিফেন্স নিয়োগ গাইড
সামরিক বাহিনীতে চাকরির গাইডলাইন
প্রশ্নঃ বাংলাদেশ বিমান বাহিনী (বিমানসেনা) নিয়োগ কখন দেওয়া হয়?
উত্তরঃ প্রতি বছর জুন/জুলাই মাসের দিকে বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি/সার্কোলার প্রকাশ করা হয়।
প্রশ্নঃ বাংলাদেশ নৌ-বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি/সার্কোলার কখন দেওয়া হয়?
উত্তরঃ প্রতি বছর ২ বার ( বছরের শুরু এবং মাঝামাঝি সময়ে ) বাংলাদেশ নৌ-বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি/সার্কোলার প্রকাশ করা হয়।
প্রশ্নঃ বাংলাদেশ সেনা বাহিনী নিয়োগ কখন দেওয়া হয়?
উত্তরঃ প্রতি বছর ২ বার ( বছরের শুরু এবং মাঝামাঝি সময়ে ) বাংলাদেশ সেনা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি/সার্কোলার প্রকাশ করা হয় । বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজন মোতাবেক বছরের বিভিন্ন সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে।
প্রশ্নঃ বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ বাংলাদেশ বিমান বাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র, পুরাতন বিমান বন্দর , তেজগাঁও, ঢাকা।
প্রশ্নঃ বাংলাদেশ নৌ-বাহিনী নিয়োগ পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ স্ব-স্ব জেলা ভিত্তিক বাংলাদেশ নৌ-বাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্রে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রশ্নঃ বাংলাদেশ সেনা বাহিনী নিয়োগ পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ স্ব-স্ব জেলা ভিত্তিক বাংলাদেশ সেনা বাহিনীর সেনানিবাস / ক্যান্টমেন্ট এ বাংলাদেশ সেনা বাহিনীর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রশ্নঃ বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ পরীক্ষায় কি কি কাগজ পত্র নিয়ে যেতে হয় ?
১। সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি ।
২। নাগরিকত্ব ও চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে৷ উক্ত সনদ স্ব স্ব ইউনিয়ন পরিষদ/মিউনিসিপ্যাল, চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার অথবা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে৷ উক্ত সনদের সাথে সনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে।
৩। সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ১২ কপি সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত হতে হবে) ।
৪ । বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ ।
৫ । চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল/প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রার্থীতার জন্য অনুমতিপত্র।
৬।জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ৷
৭। জেলা বা বিভাগীয় পর্যায়ে খেলাধুলার কোন কৃতিত্বের সনদ থাকলে তার সত্যায়িত ফটোকপি ।
৮। দাবীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেল কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালে্ন্স সনদের সত্যায়িত ফটোকপি ৷
প্রশ্নঃ বাংলাদেশ নৌ-বাহিনী নিয়োগ পরীক্ষায় কি কি কাগজ পত্র নিয়ে যেতে হয় ?
উত্তরঃ প্রতিটি বাহিনীর পরিক্ষায় মোটামোটি একই কাগজ পত্র গোলা জমা দিতে হয়। তাই বাংলাদেশ বিমান-বাহিনীতে উল্লেখিত কাগজ পত্র সহ সার্কোলারে উল্লেখিত সব কাগজ পত্র জমা দিতে হবে।
প্রশ্নঃ বাংলাদেশ সেনা বাহিনী নিয়োগ পরীক্ষায় কি কি কাগজ পত্র নিয়ে যেতে হয় ?
অথবা, সেনা বাহিনীতে নিয়োগ কি কি কাগজ লাগে ?
উত্তরঃ প্রতিটি বাহিনীর পরিক্ষায় মোটামোটি একই কাগজ পত্র গোলা জমা দিতে হয়। তাই বাংলাদেশ বিমান-বাহিনীতে উল্লেখিত কাগজ পত্র সহ সার্কোলারে উল্লেখিত সব কাগজ পত্র জমা দিতে হবে।
প্রশ্নঃ বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ পরীক্ষায় কি কি পরীক্ষা অনুষ্ঠিত হয় ?
অথবা, বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ পরীক্ষা কিভাবে হয়?
উত্তরঃ
· ১০০ নম্বরের আইকিউ MCQ পরীক্ষা
· ৫০ নম্বরের ইংরেজি MCQ পরীক্ষা
· ৫০ নম্বরের পদার্থ বিজ্ঞান ও গনিত MCQ পরীক্ষা
· ৫০ নম্বরের সাধারন জ্ঞান
ধারাবাহিক ভাবে উপরোক্ত পরীক্ষা গুলোতে উত্তির্ণ হওয়ার পরঃ
· প্রাথমিক মেডিকেল পরীক্ষা।
· ভাইবা
· এবং চুড়ান্ত মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়।
প্রশ্নঃ বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ পরীক্ষায় কত জন লোক নিয়োগ দেওয়া হয়?
উত্তরঃ প্রতি বছর সারাদেশ থেকে ৫০০+ লোকজন নিয়োগ দেয় বাংলাদেশ বিমান বাহিনী।
মোবাইল দিয়ে টাকা আয় করার আসল উপায় ২০২৩
প্রশ্নঃ বাংলাদেশ নৌ-বাহিনীর মাঠে কি কি হয়?
অথবা, বাংলাদেশ নৌ-বাহিনী নিয়োগ পরীক্ষা কিভাবে হয়?
উত্তরঃ
· প্রাথমিক মেডিকেল পরীক্ষা।
· ধারাবাহিক ভাবে বাংলা , ইংরেজি গনিত এবং সাধারন জ্ঞান এর উপর লিখিত ও MCQ পরীক্ষা।
· ভাইবা
· এবং চুড়ান্ত মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়।
প্রশ্নঃ বাংলাদেশ সেনা বাহিনী নিয়োগ পরীক্ষায় কি কি পরীক্ষা অনুষ্ঠিত হয় ?
অথবা, বাংলাদেশ সেনা বাহিনী নিয়োগ পরীক্ষা কিভাবে হয়?
উত্তরঃ
· প্রাথমিক মেডিলে পরীক্ষা (দৌড়, লাফ, এবং শারীরিক দক্ষতা যাচাইকরন)
· বাংলা, ইংরেজি, অংক ও সাধারন জ্ঞান এর উপর ১০০ নম্বরের লিখিত পরীক্ষা।
· ভাইবা
· এবং চুড়ান্ত মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়।
উত্তরঃ সাবধান! অর্থ লেনদেন দেন এর মাধ্যমে সামরিক বাহিনীতে কখনো চাকরি হয় না। সম্পূর্ণ নিজের যোগ্যতা দিয়ে সামরিক বাহিনীতে চাকরি পরীক্ষায় পাস করতে হয়। কেউ যদি অসদ উপায় অবলম্বন করেও, চাকরির যেকোনো পর্যায়ে এসে ঐ ব্যাক্তি ধরা খাবে এবং সাথে সাথে চাকরিচুত সহ আইনানুক ব্যাবস্থা গ্রহন করা হবে।
প্রশ্নঃ বিমান বাহিনীর এমওডিসি মাঠের ভিতরে কি কি করানো হয় ?
অথবা, বিমান বাহিনীর এমওডিসি পরীক্ষায় কি কি হয়?
- · প্রাথমিক মেডিলে পরীক্ষা (দৌড়, লাফ, এবং শারীরিক দক্ষতা যাচাইকরন)
· ভাইবা
· এবং চুড়ান্ত মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়।
প্রশ্নঃ বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌ-বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর চাকরির জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে ?
উত্তরঃ বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌ-বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর চাকরির প্রস্তুতির জন্য নিচের দেওয়া লিংক গুলোতে ক্লিক করুনঃ
· ডিফেন্স ভর্তি পরিক্ষার জন্য কোন বইটি পড়বেন?
· সৈনিক পদে নিয়োগ সহায়িকা বই দাম কত / বিমান বাহিনী নিয়োগ সহায়িকা বই
প্রশ্নঃ বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌ-বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরিক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে ?
উত্তরঃ বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌ-বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরিক্ষার জন্য ১০০% কমন প্রশ্ন ও সাজেশন পেতে নিচের লিংক এ ক্লিক করুন।
· বাংলাদেশ বিমান বাহিনী/ সেনাবাহিনীর/ নৌবাহিনী ভর্তি পরিক্ষার প্রশ্ন ও সাজেশনঃ
সরকারি ডিফেন্স চাকরির খবর
বাহিনীর চাকরির খবর
বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ প্রশ্ন
বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে সাধারণ জ্ঞান
আরো দেখুনঃ
✅বাংলাদেশ বিমান বাহিনীর ২০২২ সালের বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
✅বাংলাদেশ বিমান বাহিনী/ সেনাবাহিনীর/ নৌবাহিনী ভর্তি পরিক্ষার প্রশ্ন ও সাজেশনঃ
✅ডিফেন্স ভর্তি পরিক্ষার জন্য কোন বইটি পড়বেন?
✅বাংলাদেশ পুলিশ কনস্ট্রেবল নিয়োগ ২০২২ ইং
✅ বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি তে নিয়োগ ২০২২ইং
✅বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগের সর্তাবলিঃ
✅বাংলাদেশ বিমান বাহিনীতে অফিস্যার ক্যাডেট হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ইং
✅বাংলাদেশ সেনাবাহিনীতে অফিস্যার নিয়োগ ২০২২ ইং
✅বাংলাদেশ নৌবাহিনীতে অফিস্যার ক্যাডেট ২০২৩ ব্যাচ এ নিয়োগ ২০২২ ইং