চীন সম্পর্কে আপনার সারা জীবনের ধারনাটাই পাল্টে যাবে || Facts about China
গত এক দশক ধরে
চীনের আর্থিক বিকাস আমেরিকার তুলনায় 7 গুণ বেশি হয়েছে
। কিন্তু কেমন কেন হয়েছে
? আপনি কি কখনো ভেবে
দেখেছেন চীনের জিনিসপত্র সাধারণত সস্তায় পাওয়া যায় । কিন্তু
তাদের কেউ স্থায়ী হয়
না ।এটা আমরা সবাই
জানি । কিন্তু আমাদের
মধ্যে খুব কম মানুষই
জানে যে চিন পুরো
পৃথিবীর মধ্যে নকল জিনিস বানানো
আর সেগুলো বিক্রির দিক থেকে সর্ব
প্রথমে রয়েছে ।
আজকের ব্লগে আমরা চীন সম্পর্কে এমন কিছু দেখতে চাচ্ছি আপনি কখনো ভাবতেও পারবেন না । আমাদের মধ্যে অনেকেই চীনের তৈরি জিনিসপত্র কিনে থাকি। কিন্তু আমরা কি ব্যবহার করছি তার সম্পর্কে আপনি কল্পনাও করতে পারবেন না । চায়নার যেসব খেলনা আমরা আমাদের বাচ্চাদেরকে কিনে দিই, আবর্জনা থেকেও তৈরিকৃত হতে পারে সেসব জিনিস । আপনার বাজেটের মধ্যে থেকে যে কোন ইলেকট্রনিক্স পণ্য তৈরি করে দিতে পারে যা আপনার হাতে পৌঁছানো পর্যন্ত ভালো থাকবে ।
আরো দেখুনঃ সহজে কানাডা যাওয়ার ও ভিসা পাওয়ার উপায়
চীনের
নকল মাছ-মাংস এমনকি নকল ডিম পর্যন্ত তৈরি করা হয়ে
থাকে । চীন সম্পর্কে
লোকমুখে একটা কথা প্রচলিত
আছে যে, এখানে টেবিল
আর চেয়ার বাদে চার পা
ওয়ালা সব বস্তুই খেয়ে
ফেলা হয় । এখানে
ভার্জিন ছেলেদের প্রসাবের ডিম সিদ্ধ করে খাওয়া হয় । আর এই
রীতি চীনে হাজার হাজার
বছর ধরে পালন হয়ে
আসছে । আর এর
জন্য লোকাল স্কুলগুলো থেকে ইউরিন সংগ্রহ
করা হয়ে থাকে ।
তারা মনে করে এই
ডিম খেলে কোমর এবং
জয়েন্টের ব্যথা কমে যায় এবং
শরীর সারাদিন এনার্জেটিক ভাব অনুভব করে
।
এছাড়াও
এখানে তেলাপোকা ইঁদুর কুকুর এমনকি কুমির খেয়ে ফেলা হয় । চীনের ওয়ান প্রদেশের ইউরিন শহরে প্রতি বছর
জুন মাসে ডকুমেন্ট ফেস্টিভ্যালের আয়োজন করা হয় ।
এবং আনুমানিক 10 থেকে 20 মিলিয়ন কুকুর প্রতিবছর এই কারণে হত্যা
করা হয় । চীনের
প্রতি বছর প্রায় 4 লাখ
বিড়াল খেয়ে ফেলা হয় ।
সব ধরনের উদ্ভট তার বিদঘুটে খাবারের
জন্য চীন পৃথিবীর মধ্যে
বিখ্যাত । এখানে ভেড়ার
পুরুষাঙ্গ কে তারের সাথে
পেঁচিয়ে আগুনে ঝলসে খাওয়া হয়
।
চীনের
রাজধানী বেজিং এ মোরগের অন্ডকোষ
দ্বারা রান্না করা নুডুলস পাওয়া
যায় । চীনে প্রভাবশালী
মানুষের নিজের বদলে অন্য কেউ
জেলে পাঠাতে পারে। চীনের
সর্ববৃহৎ পতিতালয়র শংঘাই অবস্থিত । ইন্টারনেটে ছড়িয়ে
থাকা পর্ন ভিডিওর 27% চীনে
তৈরি হয়। চীনে প্রতিদিন
এত পরিমাণে আত্মহত্যা হয়েছে যে
, সেখানকার নদী থেকে ডেট
বডি উদ্ধারের জন্য চাকরি রয়েছে
। চীনে ফেসবুক টুইটার
এর উপর 2009 সাল থেকে বেড়িয়ে
গেছে। 2010 সালে
চীনের সঙ্গে সিটি তে 100 কিলোমিটারের
যে জ্যাম লেগেছিল এবং এটি 12 দিন
পর্যন্ত স্থায়ী ছিল।
চীনের
প্রতি 30 সেকেন্ডে একটি প্রতিবন্ধী বাচ্চার
জন্ম হয়। এর
কারণ হলো সেখানকার পরিবেশ
। বেইজিংয়ে একদিন নিঃশ্বাস গ্রহণ করা মানে 21 টি
সিগারেট খেয়ে ফেলেছেন । এমন কি
আপনি ইন্টারনেটে থাকা চীনের অধিকাংশ
ছবিগুলোতেও মাস্ক পরা মানুষ দেখতে
পাবেন । আমরা সবাই
জানি চীনের গ্রেট ওয়াল অফ চায়না স্যাটেলাইট থেকে দেখা যায়
। কিন্তু গ্রেট ওয়াল অফ চায়না ছাড়াও
আরো জিনিস দেখা যায় ।
আর সেটি হলো চীনের
পপুলেশন ।
চীনের 90% নদীর পানি বিষাক্ত
। 2025 সালের মধ্যে চীনে, নিউইয়র্ক
এর মত দশটারও বেশী
শহর গড়ে উঠবে ।
এবং আপনি এটা জেনে
আরো অবাক হবেন চিনে
যে পরিমাণ সেলফোন রয়েছে আমেরিকাতে এত পরিমান জনসংখ্যা
ও নেই। চীনের
এখানে গৃহপালিত পশুদের প্রিন্ট করে বাঘ পান্ডা
জেব্রা বানানোর
ট্রেন্ড রয়েছে । চীনের হংকং
পলিটেকনিক ইউনিভার্সিটি এর উপর ডিগ্রী
প্রদান করে থাকে ।
চীনের রয়েছে সবথেকে
বড় লঞ্জেরি ম্যানুফ্যাকচারিং অফ ফরমেট ফ্যাক্টরী
। এসব কোম্পানি প্রতিবছর
ভিক্টোরিয়া সিক্রেট এবং মেয়েদের ফ্রান্সের
মত ব্রান্ডের ইনারওয়ার বানিয়ে থাকে ।
নকল
জিনিস বানাতে এতটাই অগ্রসর হয়েছে যেখানে চাল পর্যন্ত নকল
করে তৈরি করা হয়।
চীনে
তৈরি নকল চাল কে প্লাস্টিক
রাইস বলা
হয়ে থাকে । বিভিন্ন
ধরনের রাসায়নিক পদার্থ মিশিয়ে তৈরি করা হয়
এই চাল রান্না করলে
ভাতের মতই দেখতে হয়
। আর এটি খেয়ে অনেক মানুষ
অসুস্থ হয়ে পড়ে।
কিন্তু
তারপরও খোলাখুলিভাবেই বিক্রি করা হচ্ছে এসব চাল ।
এখানে মধু পর্যন্ত নকল
তেরি করা হয় ।
মধু এমন
ভাবে তৈরি করে বিক্রি
করা হয় যে,
এক লিটার মধু মাত্র 100 টাকার
মধ্যে তৈরি করা সম্ভব।
আর
তারপর 100 থেকে 1000 টাকা প্রতি লিটারে
বিক্রি করা হয়। তো এতক্ষণে আপনারা
নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে
চীনের জিনিসপত্র কেন এত সস্তা
হয়। এবং
কেন দীর্ঘস্থায়ী হয় না ।
এত কিছুর পরও যদি আপনি
চীনের জিনিসপত্র কিনে ব্যবহার করে
থাকেন তবে আপনি একটা
করে মৃত্যুকে কিনে আনছেন। বন্ধুরা চীন সম্পর্কে আরো
এত এত অদ্ভুত তথ্য
রয়েছে একবারে বলে শেষ করা
সম্ভব নয় ।
চীনের
খাবার,
চীন
দেশের খাবার,
চীন
দেশ,
চীন
দেশের মানুষ কি খায়,
চীন
অর্থনীতি,
চীনের
অদ্ভুত খাবার,
জানা
অজানা চীন,
চীনের
ইতিহাস,
চীনের
প্রাচীর,
চীনের
রান্না,
facts about china food,
facts about china girl,
facts about china in bangla,
facts about china army,
10 facts about china,
top 10 facts about china,
10 amazing facts about china,
5 facts about ancient china