ভালোবাসার এক চিঠি তে আইয়ুব বাচ্চুর সেরা সব গানের লিংক । Love letter with Ayub Baccu's Song , and youtube link.

 প্রিয় ভালোবাসা,  সেই তারা ভরা রাতে  যখন নদীর বুকে চাঁদ উঠেছে দেখে, সেই তুমি বলেছিলেআমি কষ্ট পেতে ভালবাসি  আমার ফেরারি মন তখন তোমার কারণে এক বুক অভিমান নিয়ে চিৎকার করে বলতে চেয়েছিল যেএক আকাশের তারা তুই একা গুনিস নে নইলে কিন্তু চুপ করে একদিন  “আমি উড়াল দেবো আকাশে

 আমার তিন পুরুষের ইতিহাসে এভাবে হয়তো কেউবনলতা সেন অথবা নীলাঞ্জনা কে ও  ভালবাসেনি। যেখানে আমি বারো মাস তোমায় ভালোবাসি।  আরনিজেকে ফিরে ফিরে পাই শুধু তোমার চোখে দেখলে’’  ।  

আজও কেউ যদি আমায় জিজ্ঞেস , করে যে প্রেম কি ?  আমি তাকে স্মিত হেসে বলি আমি তো প্রেমে পড়িনি । অথচ জানো,  বেলা শেষে ফিরে এসে আপন মনের কবিতা আবৃত্তি করতে গিয়ে , কোনো এক না পাওয়ার বেদনায়  , ছোট্ট এই  একচালা টিনের ঘর তাকেই  সুখেরই পৃথিবী ভেবে নিয়ে তোমার গমন পথের দিকে তাকিয়ে ছিলাম বহুদিন।

কেউ কি বুঝবে সে মনের জালা ?

আমাকে তো কতইহাসতে দেখো গাইতে দেখো। কিন্তু তোমার মনে আছে নাকি নাই ঠিক জানিনা, প্রথম দেখার ক্ষণে আমার সখি বলে ডেকে তোমাকে জিজ্ঞেস করেছিলাম আমি যেমেয়ে তুমি কি দুঃখ চেনো ?“তুমি কেন জানি উত্তর দিয়েছিলে “না”।

তাই আজ এই চিঠির শেষে গিয়ে সেই ফেলে আসা  কলমের শুধু একটাই আকুতি  তোমার কাছেযেওনা চলে বন্ধু আমায় একা রেখে ইতি আবির.


Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous October 20, 2022 at 8:25 PM

    ধন্যবাদ ভাই,
    এই কিংবদন্তিকে নিয়ে এত সুন্দর লিখাটা লেখার জন্য🥰

Add Comment
comment url