কাতার বিশ্বকাপ খরচ । প্রতিবেতন ২ । ২০২২ কাতার বিশ্বকাপের কোন খাতে কত টাকা খরচ

 ২০২২ কাতার বিশ্বকাপের কোন খাতে কত টাকা খরচ ? 

এখনো সময় বাকি প্রায় সাত মাস । তবে ইভেন্ট যেহেতু  ২০২২ কাতার বিশ্বকাপ সেটি নিয়ে অনেক আগে থেকেই শুরু হয়েছে দৌড়ঝাঁপ   পশ্চিমার ছায়া ছেড়ে এবার কাতারে আয়োজন । এতে পশ্চিমাদের ভারি মন । আর কাতারে হতে যাচ্ছে সফল আয়োজন

সফল আয়োজন করতে হাজার হাজার কোটি টাকা খরচ করছে কাতার । কোথাও নতুন নতুন স্টেডিয়াম কোথাও আস্ত একটা শহর গড়ে হয়েছে বিশ্বকাপের আয়োজনে  । এত কিছুর পরেও কি আন্দাজ করা যায় কাতার বিশ্বকাপের  খরচ টা কত ? মোটেও না । প্রতিবেদনের বাকি অংশে জানাবো কোথায় কত টাকা খরচ হচ্ছে কাতার বিশ্বকাপে।

 আগামী ২১ শে নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হবে কাতারের বিশ্বকাপ । ১ মাসের বেশি বাকি ।  তবে এখনই বইতে শুরু করেছে বিশ্বকাপের বাতাস ।  স্বাভাবিকভাবেই বিশ্বকাপ নিয়ে মানুষের উত্তেজনা শুরু হয়ে গেছে। আর বাড়তি উত্তেজনা আনতে  কাতার কাগজের মত খরচ করেছে অর্থ  । 

গেলো বিশ্বকাপ আয়োজনে যেখানে রাশিয়ার খরচ হয়েছিলো প্রায় ১৫ বিলিইয়ন ডলার , সেখানে এবার কাতারের ব্যয় ২২০ বিলিয়ন । টাকায় যা ১৮ লক্ষ ৯৭ হাজার কোটি । যার সিংহ ভাগ ফুটবলার এবং সমর্থকদের ভিবিন্ন সুযোগ সুবিধার জন্য খরচ করা হয়েছে ।

৩২ দলের জন্য থাকছে আধুনিক মানের হোটেল এবং বিশ্বমানের অনুশিলন সুবিধা । লাখ লাখ সমর্থকদের জন্য ও আয়োজনের কমতি রাখছে না কাতার । ১ কোটি স্টেডিয়ামের সমান আয়তনের প্রাঞ্জন নির্মাণ করা হচ্ছে শুধু খেলা দেখার জন্য ।  সবমিলিয়ে শুধু কাতারে হোটেল  খাতে খরচ পড়েছে প্রায় ৭ লাখ কোটি টাকা । 

দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল খাত যোগাযোগ ব্যবস্থা।  বিশ্বকাপের সময় কয়েক লাখ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আকাশপথে ফ্লাইট সংখ্যা বাড়ানোর পাশাপাশি আমূল পরিবর্তন এনেছে দেশের যোগাযোগ ব্যবস্থা।  দোহা মেট্রো ,  লাইট রেল প্রকল্পের পাশাপাশি আসর চলাকালে থাকবে কয়েক হাজার বিশেষ বাস।  বিশ্বকাপ উপলক্ষে বিমানবন্দরে আলাদা টার্মিনাল তৈরি করেছে কাতার । সব মিলিয়ে কাতের যোগাযোগ খাতে খরচ হয়েছে লাখ 3 হাজার কোটি টাকা

অর্থ ব্যয়ের বড় অংশ জুড়ে ছিলো আধুনিক স্ট্যাডিয়াম নির্মান । যে প্রকল্পে দেশটিকে গুনতে হয়েছে প্রায় লাখ ১৪ হাজার কোটি টাকা ।  নতুন আর্ট ভেনুর  পাশাপাশি স্টেডিয়াম গোলাতে থাকছে শতভাগ শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা । আধুনিক কুলিং প্রযুক্তিতে শুধু স্টেডিয়াম ঠান্ডা থাকবে তা না, বরং বাতাসকে রাখবে দূষণমুক্ত ।

জমকালো  বিশ্বকাপ আয়োজনে কাতারের সবচেয়ে বড় চমক লুসাইল সিটি । অবাক হলেও সত্য শুধুমাত্র বিশ্বকাপের জন্য গড়ে উঠেছে যে শহর ।  ৩৮  কিলোমিটার আয়তনের নতুন এই সিটিতে ফুটবল ফ্যান দর্শনার্থীদের জন্য নির্মাণ করা হয়েছে বাইশটি হোটেল । থাকছে গলফ কোর্ট, থিম্বার, প্রাইভেট বিচ, মরু ঝর্ণা, এডভেন্সার পার্ক এর মত আধুনিক ও বিনোধনের জন্য সুযোগ সুবিধা ।

টিকেটের দাম নির্দিষ্ট নয় । তবে গ্রুপ পর্বের ম্যাচ গোলোর টিকেটের গড় দাম  ১৫২ ডলার । অর্থাৎ বাংলাদেশি টাকায় ১৩ হাজার টাকার কিছুটা বেশি । স্বাভাবিকভাবেই পরের রাউন্ড এর টিকিটের দাম আরো বেশি হবে । ফাইনাল ম্যাচের টিকেটের দাম হবে সব চাইতে বেশি ।  


আরো দেখুনঃ 

১। কাতার বিশ্বকাপে মোট কত টাকা খরচ হবে? |  ফিফা বিশ্বকাপ ২০২২ এ  বিজয়ী দল কত । টাকা পাবে? 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url