পৃথীবির অজানা কিছু তথ্য। পৃথীবির ইতিহাস।


পৃথীবির অজানা কিছু তথ্য।  পৃথীবির ইতিহাস


১।গরম পানি ঠান্ডা পানির চেয়ে খুব দ্রুত বরফে পরিণত হয়। 

২। লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত ছবি মোনালিসার কোনো ভ্রু নেয়।

৩। শরীরের সবচেয়ে শক্তিশালী পেশী হচ্ছে জিহ্বা।

৪।  পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় নাম হচ্ছে মোহাম্মদ।

৫। চাঁদ যখন সরাসরি মাথার উপরে থাকে তখন আপনার ওজন কিছুটা কম অনুভূত হবে।

৬।  চকলেট কুকুরকে মেরে ফেলতে পারে কারণ এতে থিওব্রোমিন থাকে। 

৭। পুরুষের তুলনায় নারীরা প্রায় দ্বিগুণ চোখ বুলিয়ে নেয়।

৮।  আপনি আপনার শ্বাস বন্ধ করে রেখে নিজেকে হত্যা করতে পারবেন না। 

৯। আপনি যদি খুব জোরে হাঁচি দেন তবে আপনি একটি পাজত ভেঙে ফেলতে পারবেন। আপনি যদি হাসি দমন করার চেষ্টা করেন, তবে আপনি আপনার মাথা বা ঘাড়ের রক্তনালী ফেটে মারা যেতে পারেন। 

১০।  আঙ্গুলের ছাপের মত প্রত্যেককে  আলাদা আলাদা জিহবার ছাপ রয়েছে। 

১১।  ইঁদুর এত দ্রুত সংখ্যা বৃদ্ধি করে যে ১৮ মাসের দুটি ইঁদুর মিলিয়নের বেশি বংশধর হতে পারে। 

১২। মাত্র এক ঘণ্টা হেডফোন পড়লে আপনার কানের ব্যাকটেরিয়া সাতশ গুণ বেড়ে যাবে।

১৩।  ম্যাচের আগে সিগারেট লাইটারের আবিষ্কার হয়েছিল। 

১৪। আপনি যখন হাচি দেন, তখন লোকেরা বলে আল্লাহ আপনার রহমত করুন,  কারণ আপনি যখন হাচি দেন, তখন আপনার হৃদয় ১ মিলি সেকেন্ডের জন্য থেমে যায়। 

১৫। ইংরেজি ভাষার সবচেয়ে ছোট অর্থপূর্ণ বাক্য হচ্ছে "I am". 

১৬।  ইংরেজি ভাষায় এমন এক বাক্য রয়েছে যেখানে ইংরেজি সব বর্ণ ব্যবহার করা হয়েছে সেটি হলো "A quick Brown fox jumps over the lazy dog".

১৭।  প্রজাপতি তাদের পা দিয়ে খাবারের স্বাদ গ্রহণ করে। 

১৮।হাতি একমাত্র প্রাণী যারা লাফ দিতে পারেনা। 

১৯। পৃথিবীতে এত পরিমাণে পর্যাপ্ত সোনা রয়েছে যে পুরো পৃথিবী কে ডেকে দেওয়া যাবে।

২০।  মানুষ একসময় তাদের উন্নতির জন্য আর্সেনিক খেয়েছিল। 

২১। কিছু অক্টোপাস প্রজাতি একবারে ৫৬ হাজার ডিম পাড়ে। 

২২। নীল তিমি একমুখে অর্ধ মিলিয়ন খাবারের ক্যালোরিট খেতে পারে। 

২৩।  জিন্সের পকেটে ছোট  পকেটটি, পকেট ঘড়ি সংরক্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছিল। 

২৪। বর্তমান আমেরিকান পতাকাটি একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র দ্বারা ডিজাইন করা হয়েছিল। 

২৫। যখন ডায়নাসোর জীবিত ছিল তখন চাঁদে সক্রিয় ছিল আগ্নেয়গিরি।

২৬।  বয়স বাড়ার সাথে সাথে মানুষের নাক কান বড় হয়। 

২৭। মৌমাছি মাউন্ট এভারেস্টের চেয়েও উঁচুতে উড়তে পারে। 

২৮। প্রাচীন মিশরীয়রা দাঁতের ব্যথা কমাতে মৃত ইঁদুর ব্যবহার করত।

হতাশায় শয়তান থেকে বাচার ইসলামিক উপায় 


২৯।  ল্যাটিন ভাষায় একুরিয়াম শব্দের অর্থ হচ্ছে গবাদি পশুদের জল দেওয়ার জায়গা। 

৩০। ব্রিটিশ সাম্রাজ্য ছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় সাম্রাজ্যঃ। 

৩১। নীল আর্মস্ট্রংয়ের চুল 2004 সালে তিন হাজার ডলারে বিক্রি হয়েছিল। 

৩২।গর্ভাবস্থায় চুল ও নখ দ্রুত বৃদ্ধি পায়। 

৩৩। মানুষ একমাত্র জীব যেটি লজ্জা পায়। 

৩৪। দন্তচিকিৎসা বিশ্বের প্রাচীনতম পেশা। 

৩৫। উত্তর কোরিয়া এবং কিউবা হলো একমাত্র জায়গা যেখানে আপনি কোকাকোলা কিনতে পারবেন না।

৩৬।  বিশ্বের সবচেয়ে খাটো মানুষ বাস করে ইন্দোনেশিয়াতে। 

৩৭।বিশ্বের সবচেয়ে নিরিবিলি কক্ষটি ওয়াশিংটন রাজ্যে মাইক্রোসফট এর সদর দপ্তর অবস্থিত। 

৩৮। মার্কিন যুক্তরাষ্ট্রে চীন এবং ব্রাজিলের মোট জনসংখ্যার চেয়ে ফেসবুকে বেশি ব্যবহারকারী রয়েছেন.। 

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url