বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা বনাম সৌদি আরব। কার শক্তি কতটুকু ? Argentina VS Saudi Arabia| World Cup 2022

 

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা বনাম সৌদি আরব। 
কার শক্তি কতটুকু?
Argentina VS Saudi Arabia

আর্জেন্টিনা বনাম সৌদি আরব বিশ্বকাপ কাতার ২০২২,সৌদি আরব বনাম আর্জেন্টিনা কে সেরা,সৌদি আরব বনাম আর্জেন্টিনা কে এগিয়ে,সৌদি আরব বনাম আজেন্টিনা,আর্জেন্টিনা বনাম সৌদি আরব কোন দল বেশি শক্তিশালী

World Cup 2022


আগামী 21 শে নভেম্বর পর্দা উঠছে কাতার বিশ্বকাপ ফুটবল।  এবারের বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা খেলবে সি গ্রুপে।  তাদের তিন প্রতিপক্ষ হচ্ছে সৌদি আরব,  মেক্সিকো, পোল্যান্ড।  বিশ্বকাপ শুরুর পর দিনই মিশন শুরু করবে আর্জেন্টিনা।
গ্রুপে তাদের প্রথম ম্যাচ সৌদি আরবের বিপক্ষে। 22 শে নভেম্বর  আর্জেন্টিনা ও সৌদি আরবের ম্যাচ শুরু হবে।  কাতার সময় দুপুর একটায় অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল চারটায়। 

আর্জেন্টিনা ও সৌদি আরব,  দুই দলের মাঝে শক্তির পার্থক্য কতটুকু? 
আর্জেন্টিনা ও সৌদি আরবে পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে।  দুই বার জিতেছে আর্জেন্টিনা।  সৌদি আরব কখনো আর্জেন্টিনাকে হারাতে পারেনি।  বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র।  বিশ্বকাপে এবার এই প্রথম দেখা হচ্ছে আর্জেন্টিনা ও সৌদি আরবের দু'দলের।  শেষবার দেখা হয়েছিল 2012 সালে।  10 বছর আগে সেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল।

বিশ্বকাপে নিজেদের পরিসংখ্যানে ও আর্জেন্টিনার চেয়ে অনেক পিছিয়ে থাকবে সৌদি আরব।  এবার নিয়ে ছয়বার বিশ্বকাপে খেলছে সৌদি আরব।  আগে যে পাঁচবার বিশ্বকাপে খেলেছে সৌদি আরব সেখানে 16 টি ম্যাচ খেলেছিল। তারা জয় ছিল মাত্র তিন ম্যাচে। দুটি ম্যাচ হয়েছিল ড্র।  বাকি 11 ম্যাচে হেরেছে সৌদি আরব।
তাদের সেরা সাফল্য বলতে 1994 সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়ে রাউন্ড অফ সিস্টিন পর্যন্ত গিয়েছিল।  কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সুইডেনের কাছে তিন এক গোলে হেরে যায় তারা। এরপর আর কখনো গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেননি সৌদি আরব।  1994 বিশ্বকাপে বেলজিয়ামের মতো দলকে 10 গোলে হারিয়েছিল তারা।
বিশ্বকাপে বড় কোন দলের বিপক্ষে এটাই তাদের সেরা পারফর্মেন্স।  বিশ্বকাপে সৌদি আরবের সবচেয়ে বড় পরাজয় 2002 সালে জার্মানির কাছে।  এছাড়া গত বিশ্বকাপে রাশিয়ার কাছে ৫-০ গোলে হারের রেকর্ড রয়েছে তাদের।  অন্যদিকে আর্জেন্টিনা রয়েছে দুবার বিশ্বকাপ জয়ের রেকর্ড।  ১৯৭৮, ১৯৮৬ সালে বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা।  ৩৬  বছর পর আবার বিশ্বকাপ জয়ের মিশনে নামবে মেসিরা।  ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা,  ৩ বার রানার্স আপ।  শেষবার মেসিরা  বিশ্বকাপের ফাইনালে গিয়েছিল ২০১৪ সালে কিন্তু জার্মানির কাছে হেরে যায় ১-০  গোলে।

রিলেটেড সার্চঃ

আর্জেন্টিনা বনাম সৌদি আরব বিশ্বকাপ কাতার ২০২২
সৌদি আরব বনাম আর্জেন্টিনা কে সেরা
সৌদি আরব বনাম আর্জেন্টিনা কে এগিয়ে
সৌদি আরব বনাম আজেন্টিনা
আর্জেন্টিনা বনাম সৌদি আরব কোন দল বেশি শক্তিশালী

আরো দেখুন:

বাংলাদেশ বিমান বাহিনীর ২০২২ সালের বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। 


   ✅বাংলাদেশ বিমান বাহিনী/ সেনাবাহিনীর/ নৌবাহিনী ভর্তি পরিক্ষার প্রশ্ন ও সাজেশনঃ


✅ডিফেন্স ভর্তি পরিক্ষার জন্য কোন বইটি পড়বেন?


✅বাংলাদেশ পুলিশ কনস্ট্রেবল নিয়োগ ২০২২ ইং


✅ বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি তে নিয়োগ ২০২২ইং


✅বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগের সর্তাবলিঃ 


✅বাংলাদেশ বিমান বাহিনীতে অফিস্যার ক্যাডেট হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ইং


✅বাংলাদেশ সেনাবাহিনীতে অফিস্যার নিয়োগ ২০২২ ইং 


✅বাংলাদেশ নৌবাহিনীতে অফিস্যার ক্যাডেট ২০২৩ ব্যাচ  এ নিয়োগ ২০২২ ইং





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url