কোরবানির জন্য সুস্থ গরু চেনার উপায়। ভালো গরু চিনার উপায়।
কোরবানির জন্য সুস্থ গরু চেনার উপায়
১। গরুর গায়ে আঙ্গুলের ছাপ দিয়ে দেখুন, চাপ বসে গেলে বা গর্ত হয়ে গেলে বুঝবেন স্টেরয়েড খাওয়ানো রোগাক্রান্ত গরু.
২। বায়োটিক প্রয়োগ করা গরু জোরে জোরে নিঃশ্বাস নেয়।
৩। মুখ দিয়ে সব সময় লালা ঝরে।
৪। গরু সাধারণত চঞ্চল প্রকৃতির, অপরদিকে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর গরু খুব বেশি শান্ত স্বভাবের হয়। চাঞ্চল্য খুবই কম থাকে।
৫। অ্যান্টিবায়োটিক খাওয়ানোর সামনে খড়, কিংবা প্রচলিত খাবার ধরলে আগ্রহ করে খায় না।
৬। অ্যান্টিবায়োটিক খাওয়ানোর গরুর মুখ এবং পায়ের কোন অংশে খোলা থাকতে পারে। সুস্থ গরুর নাকের উপর টা সব সময় ভেজা থাকে কিন্তু অসুস্থ গরুর নাক দিয়ে তরল নির্গত হতে পারে।
রিলেটেড সার্চঃ
কোরবানির জন্য ওষুধ বিহীন গরু চিনার উপায়।
সুস্থ গরু চিনার উপায়।
তাজা গরু চিনার উপার।
কুরবানির উপযুক্ত গরু।