সরকারি চাকরি নিয়োগ ২০২২ । job circular Air Force Civilian | বিমান বাহিনীর বেসামরিক পদে ৪৩ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি

 বিমান বাহিনীর বেসামরিক  পদে ৪৩ টি পদে  নিয়োগ বিজ্ঞপ্তি

 

 বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক প্রায় ৪৩ টি পদে, বিপুল পরিমান লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । 

****** অনার্স , এইচ এস সি , এস এস সি , যে এস সি পাস,  অষ্টম শ্রেনী পাস, সহ  টেকনিক্যাল ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ।

#### সবার সুবিধার্থে আমি সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিচে দিয়ে দিলাম । এবং আপনারা চাইলে সরাসরি বিমানবাহিনীর ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তি সংগ্রহ করতে পারবেন ।

বিমান বাহিনীর বেসামরিক / সিভিলিয়ান পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২২ ইং। 




বিমান বাহিনী সদর দপ্তর

প্রশাসনিক শাখা

ঢাকা সেনানিবাস4100

নিয়োগ বিজ্ঞপ্তি

(বেসামরিক পদ)


বাংলাদেশ বিমান বাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নে বর্ণিত রাজস্ব খাতের বেসামরিক পদে অস্থায়ী ভিতে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃতনা গরিকদের নিকট হতে joinairforce-civ.baf.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে Online -এ দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ


নিম্নে কিছু পদ উল্লেখ করা হলোঃ


১।  সাটমুন্দ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরঃ (০৫জন) (১০২০০-২৪৬৮০/-১৪তম গ্রেড)

  •    কে) কোন স্থীকৃত বিশ্ববিদ্যায় হতে অন্যুন দ্বিতীয় শ্রেণী বা সমমানের

        (সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি)

  • খে) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; 

  • গে) কম্পিউটার কম্পোজে বাংলা ও ইংরেজীতে প্রতি মিনিটে যথাক্রমে ২৫ ও  ৩০ শব্দের গতি থাকতে হবে ।

  • (ঘে) সাটলিপিতে বাংলায় ৭০ শব্দ এবং ইংরেজিতে ৪৫ শব্দ থাকতে হবে ।


২। গবেষণাগার সহকারী (০৪ জন)ঃ ১০২০০-২৪৬৮০/- (১৪তম গ্রেড)

  •  (কে) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বা পদার্থবিদ্যায় স্লাতক ডিগ্রি; এবং

  • খে) কম্পিউটার এমএস অফিস সংক্রান্ত কাজে দক্ষতা। 


৩।  নকশাকার গ্রেড-৩ (০৩)-৯৭০০-২৩৪৯০/- (১৫তম গ্রেড)ঃ 

  • (ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং

  • খে) কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল বা মেকানিক্যাল

ও নুন্যতম ০২ (দুই) বছরের ড্রাফট সম্যানশীফ কোর্স উত্তীর্ণ।

  • গে) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং

  • ঘে) অটোক্যাড ২ডি বিষয়ে জ্ঞান ।



৪ | অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (২০ জন)

৯৩০০-২২৪৯০/- (১৬তম গ্রেড)

  • (কে) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এবং

  • খে) কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে যথাক্রমে বাংলা ২০ শব্দ ও ইংরেজিতে

২০ শব্দের গতি থাকতে হবে ।

  • (গ) কম্পিউটারে কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পর প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।


৫। স্টোরম্যান (০৬ জন) 

৯৩০০-২২৪৯০/- (১৬তম গ্রেড)ঃ 

  • (ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এবং

  • খে) কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে যথাক্রমে বাংলা ২০ শব্দ ও ইংরেজিতে

২০ শব্দের গতি থাকতে হবে ।


৬। মিডওয়াইফ-০২জন ৯৩০০-২২৪৯০/- (১৬তম গ্রেড) 


  • (ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এবং

  • খে) ধাত্রীবিদ্যায় অন্যুন ০১ (এক) বছরের অভিজ্ঞতা |



৭। ফায়ার ফাইটার-০৪জন  ৯৩০০-২২৪৯০/- (১৬তম গ্রেড)


  •  (কে) কোন স্থীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ) এবং

  • খে) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে অন্যুন ০৩ (তিন) মাসের ফায়ার ফাইটিং এ প্রশিক্ষণপ্রাপ্ত ।


৮। মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি) (১৯) 

৯৭০০-২৩৪৯০/- ১৫তম গ্রেড)


  • (ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং

  • খে) ভারী বা হালকা যালবাহন চালনার বৈধ লাইসেন্সধারী ।


এমন আরো ৩৫ টি পদে বাংলাদেশ বিমাব বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সবার সুবিধার্তে নিচে সার্কোলার দেওয়া হলোঃ














Next Post Previous Post
No Comment
Add Comment
comment url