বাংলা উক্তি ২০২২ | শিক্ষনীয় কথা ও উক্তি। Bangla Motivation Quota 2022 | Bangla Facebook Status.

জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়। কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসা অনেক কঠিন।  কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না। কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে। জীবন তখনই সুন্দর হয় যখন তুমি পেছনের মায়া কাটিয়ে ভবিষ্যৎ কে বরণ করে নিতে পারবে। 


যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে তাহলে সে তোমার, আর যদি ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিল না।


ট্রেনের মধ্যে খেলনা বিক্রেতা আজ একটা কথা বলে, "আপনার বাচ্চা খেললে আমার বাচ্চা খেতে পারে"।  


কোনদিনও নিজের প্রিয় মানুষটিকে জীবন থেকে সরিয়ে দিও না, আগে ভেবে নিও।  সবাই কিন্তু আর ফিরে আসে না।  


নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙো না। স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু সে তার স্বপ্ন গুলোকে আর সাজাতে পারবে না।


 সাহায্য একটা খুব দামী উপহার।  এর দাম সবাই এটা দিতে পারেনা।  যারা আপনাকে এই উপহারটি দিবে তারা মনের দিক থেকে অনেক বড় মনের।  


মানুষ অনেক চালাক সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পৌষে। কারণ সঙ্গী হিসেবে চালাকের থেকে বিশ্বস্ততা বেশি প্রয়োজন।


কারো কাছে নিজের সবটুকু সুখ ও দুঃখ প্রকাশ করলে  হতেও তো পারে সে তোমার সুখে হিংসা করবে,  আর দুঃখের সুযোগ নিবে। 


মানুষ একা থাকতে ভয় পায় না। মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার তা হারানোর। মেয়েদের জীবন অনেকটা পুতুলের মত, তাইতো মেয়েরা পুতুল খেলতে একটু বেশি পছন্দ করে। 


কেউ যদি তোমাকে খারাপ ভেবে খুশি হয় তবে তাকে সন্তুষ্ট থাকতে দাও।  


জীবনে ভালো থাকার জন্যে প্রচুর টাকার প্রয়োজন ।  মানসিক দুশ্চিন্তা সবার সাথে শেয়ার করতে নেই। মন খারাপের দিনগুলো প্রয়োজনে পর্যাপ্ত ঘুমিয়ে  কাটাও।  অহংকারীরা আর যাই হোক কখনো সুন্দর হতে পারেনা।  খোলা মনের মানুষরা এই দুনিয়ার সবথেকে সুন্দর।  মানুষ অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের মানুষগুলোকে তাড়াতাড়ি নষ্ট করে দেয়।  


সারাদিন মেয়ের জন্য সরকারি চাকরিজীবী পাত্র না খুঁজে বরং ছোট থেকে মেয়েকে পড়াশোনা করে সরকারি চাকরি পাওয়ার জন্য উৎসাহ দিন।


 টাকা দিয়ে ভালোবাসা কেনা যায়  না,  অথচ টাকার কারণে ভালোবাসা মরে যায়। 


চরিত্রের কথা বলো, মানুষ তো আজও সুন্দর চেহারা খোঁজে।  ছেড়া জামা পরা ছেলেটা ও ভালবাসতে ইচ্ছে করে। 

দেখতে সুন্দর না মেয়েটার ও কাছের মানুষ পেতে ইচ্ছে করে।  কারন মন তো সবারই আছে।  কিন্তু যোগ্যতা আর সৌন্দর্যের বিচারে সেই মন বোঝার ক্ষমতা সবার নেই। 


একদিন নিঃশ্বাসটাও নিজের সঙ্গে বেঈমানী করবে।  সেইদিন মৃত্যুটা হবে ছোট গল্প,  আর বেঁচে থাকাটা হবে উপন্যাস। 


মাটির তৈরী মানুষ গুলো কাগজের তৈরি টাকায় বিক্রি হয়েছে।  রোজগার করতে না পারলে আপনজনেরা  প্রজাপতি থেকে শুয়োপোকা তে পরিণত হয়ে যায়।  


যেকোনো সংকটকে বিপদ না ভেবে চ্যালেঞ্জ হিসেবে নাও।  কারো কথা যদি তোমার খারাপ লেগে থাকে তাহলে এই কথাটি মনে রেখো না।  যদি সেই মানুষটি তুমার কাছে জরুরি থাকে তাহলে সেই কথাটি ভুলে যাও।  আর যদি সেই কথাটি জরুরি থাকে তাহলে সেই মানুষটিকে ভুলে যাও।


যারা অন্যের ভালো চায় তাদের ই বেশিরভাগ সময় ক্ষতি হয়।  নিজের ব্যক্তিত্ব প্রচারে ভালোবাসো না কাউকে।  না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট হতে হবে। 


গিরগিটি রং বদলায় বাঁচার জন্য।  কিন্তু মানুষ রং বদলায় নিজের স্বার্থের জন্য।  জল ছাড়া যেমন মাছ দুর্বল।  যেমন চাঁদ ছাড়া আকাশ দুর্বল,  সূর্য ছাড়া দিন দুর্বল,  ঠিক তেমনি বিশ্বাস ছাড়া সম্পর্ক দুর্বল। 


বোকা মেয়েরা স্বামীকে গোলাম বানিয়ে গোলামের স্ত্রী হয়ে থাকে চালাক মেয়েরা স্বামীকে রাজা বানিয়ে রাজার রানী হয়ে থাকে। 


তোমার অবস্থান যত ভালো তুমি সবার কাছে তত প্রিয়।   কষ্ট ভুলা যায়না,  স্মৃতি বাধা যায় না, সময় জানা যায়না, ভবিষ্যৎ জানা যায় না,  মানুষ চেনা যায় না,  মন আর ফিরে পাওয়া যায় না,  মানুষের মত এত দ্রুত আর কোন কিছুই এ জগতে বদলে যায় না। 


পরিস্থিতি আর সময় যত কঠিন হবে ততই তুমি মানুষ চিনতে শেখবা।  একটা ছেলে তার প্রেমিকাকে পাওয়ার জন্য নিজের ফ্যামিলিকে ভালো অবস্থানে নেওয়ার জন্য যখন সবকিছু একদিকে রেখে কেরিয়ারের বেশি সময় দেয়,  তখন মেয়েটা বলে তুমি আমাকে সময় দাও না, কেয়ার করো না, আবার সেই ছেলেটা যখন ক্যারিয়ার বাদ দিয়ে মেয়েটাকে সময় দেয়, সম্পর্কটা চার থেকে পাঁচ বছর গেলে তখন মেয়েটা বলে তুমি তো তোমার কেরিয়ার করতে পারলে না। 


সে বদলে গেছে, আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে, এখন নেশা পানি করে, কারো কথা শুনেনা, অভদ্র হয়ে গেছে, ছেলেটা ভালো না ছেলেটা খারাপ হয়ে গেল, এইটা  সবাই জেনে গেল।  কিন্তু ছেলেটা কেন খারাপ হয়ে গেল সেই কারণটা কেউ জিজ্ঞাসা করতে আসলো না।  


যেখানে বেঁচে থাকাটাই কঠিন সেখানে না থাকাটাই বুদ্ধিমানের কাজ।  কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তা তুমি সেদিনই বুঝবে যেদিন তোমাকেও কেউ অবহেলা করবে।  


জীবনে তিনজন মানুষকে ক্ষমা করতে নেই।  এক ভালোনাবেসে যে ভালোবাসার অভিনয় করে,  দুই বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে,  যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে।  জীবনের যে একবার ধোকা খেয়েছে তার পক্ষে দ্বিতীয় বার আর কাউকে বিশ্বাস করা অসম্ভব হয়ে পরে। 


একমাত্র রোজগার ঠিক থাকলে এই দুনিয়ায় ভালোবাসার আর ভালো থাকার মানুষের অভাব হয় না।   ছায়া দেওয়া গাছটাও একদিন শুকিয়ে যায়।   ধৈর্য একদিন হারিয়ে যায়। কিন্তু তোমার সৃষ্টিকর্তা প্রচন্ড ধৈর্যশীল।  তিনি ঝরে যাওয়া গাছের ডাল থেকে আবার সবুজ পাতা তৈরি করে।  তাই তোমার সময় বদলাবে,  সব কষ্ট মুছে দেবেন তোমার সৃষ্টিকর্তা।।


আরো দেখুনঃ

➡️ কিভাবে জীবনে সফল হবেন?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url