বাংলাদেশ বিমান বাহিনীতে ২০২২ এ নিয়োগ কখন দিবে?
বাংলাদেশ বিমান বাহিনীতে ২০২২ এ নিয়োগ কখন দিবে?
বাংলাদেশ বিমান বাহিনী সার্কোলার কখন দিবে?
বিমানসেনা নিয়োগ কখন হবে?
এমন প্রশ্ন সব সময় আসে আমার কাছে।
উত্তরঃ
১। বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা পদে প্রতি বছরে শুধু একবার নিয়োগ দেওয়া হয় । (বলে রাখা ভালো, সেনাবাহিনী এবং নৌবাহিনী সৈনিক পদে প্রতি বছর 2বার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে)
২। বিমানবাহিনী তে প্রতি বছর নিয়োগে ৫০০-৭০০ জন বিমানসেনার চাকরি হয়ে থাকে।
৩। বিগত 2বছর ধরে মহিলা বিমানসেনা ও অন্তর্ভুক্ত হওয়ায় ৫০-১০০ জন মহিলা বিমানসেনা ও নিয়োগ দেওয়া হচ্ছে প্রতি বছর ১বার করে।
কখন বিমানবাহিনী বিমানসেনা নিয়োগ সার্কোলার প্রকাশ করে?
=> প্রতিবছর জুন-জুলাই মাস এর মধ্যেই বিমানহিনীর বিমানসেনার সার্কোলার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে।
**তাই সারাবছর চিন্তা না করে, শুধু মাত্র জুন জুলাইয়ে সার্কোলার এর খুজ রাখলে পেয়ে যাবেন সার্কোলার।
*সার্কোলার দেওয়ার পর থেকে ২মাস এর মত সময় থাকে আবেদন করার যা সার্কোলার বা নিয়োগ বিজ্ঞপ্তিতে লিখা থাকবে।।
কিভাবে বিমানবাহিনী তে আবেদন করবেন?
কোথায় থেকে আবেদন করবেন?
কখন বিমানবাহিনীতে আবেদন করবেন?
উত্তরঃ
১। বিমানবাহিনীর ২ টা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, 2টাতেই প্রতি বছর নিয়োগ সার্কোলার প্রকাশ করে থেক।
২। "Joinbangladeshairforce" নামক ওয়েবসাইটে থেকে আবেদন করতে হবে।
৩। অবশ্যই বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট তারিখের পূর্বে আবেদন সম্পন্ন করবেন।
৪। আবেদন করতে ২০০-৩০০ টাকা খরচ হতে পারে।
৫। শুধু মাত্র অনলাইনে বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। সরাসরি আবেদন/ আবেদন পত্র নেওয়ার কোনো সুযোগ নেই( যদিও তা আগে ছিলো,এখন নেই)।
৬। নিযে আবেদন করতে না পারলে,বাজারে অনেক কম্পিউটার এর দোকান থেকে আবেদন করে দেওয়া হয় সামান্য কিছু ফি নিয়ে। ওভাবেই আবেদন করে, আবেদন পত্র প্রিন্ট করে রাখবেন।
আবেদনের কতদিন পর পরীক্ষা নেওয়া হয়?
=> আবেদন এর ১-২ মাস মধ্যেই পরীক্ষার তারিখ দেওয়া হয়,যা সার্কোলার এবং আবেদন পত্রে ও লিখা থাকবে।
বিঃদ্রঃ বিমাব বাহিনীতে অফিস্যার পদে বছরে ২-৩ বার ও নিয়োগ দেওয়া হয়, শর্ট কোর্স,লং কোর্স সহ ভিবিন্ন ভাবে অফিস্যার পদে নিয়োগ দেওয়া হয়,যার বিস্তারিত অন্য কোনো ব্লগে লিখবো।।