কাতার বিশ্বকাপে মোট কত টাকা খরচ হবে? | ফিফা বিশ্বকাপ ২০২২ এ বিজয়ী দল কত টাকা পাবে?
২০২২ কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বাকাপে বিজয়ী দল সহ প্রতিটি দল মোট কত টাকা করে পাবেন?---
বিশ্বকাপের মঞ্চে নাম লিখানো শুধু মর্যাদার ই নয় বরং আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনাও থাকে। এখানে প্রথম আসর থেকে শুরু করে প্রতিবারই বেড়েছে অর্থের পরিমাণ, যার ব্যতিক্রম হচ্ছে না কাতার বিশ্বকাপের। বরং এই আসরে রেকর্ড পরিমাণ প্রাইজমানি নিয়ে হাজির বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা মোসাদ।
ভিবিন্ন ক্যাটেগরিতে এবার অর্থ পুরস্কার বুঝিয়ে দেয়া হবে দলগুলোকে। যেখানে প্রথম পর্ব থেকে বাদ পড়া 16 টি দলের প্রত্যেকেই পাবেন 9 মিলিয়ন মার্কিন ডলার করে। এই ক্যাটাগরিতে মোট 144 মিলিয়ন মার্কিন ডলার খরচ করবে ফিফা।
এছাড়াও বিশ্বকাপে অংশ নেয়ার স্বরূপ দেওয়া হবে আরও দেড় মিলিয়ন, যা প্রাইজমানির বাইরে।
দ্বিতীয় রাউন্ডে উঠে দলগুলোর অর্থ পুরস্কার বৃদ্ধি পাবে অবধারিতভাবেই। প্রথম পর্বে যা ছিল 9 মিলিয়ন তা, গিয়ে দাঁড়াবে 13 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ এই পর্বে বাদপড়া আদলের প্রত্যেকেই পাবে সমপরিমাণ অর্থ।
কিন্তু যারা কোয়ার্টার ফাইনালে চলে যাবে তাদের জন্য বিবেচিত হবে পরবর্তী গ্রেড। সেমিফাইনাল নিশ্চিত করা চার দল প্রত্যেকের জন্যই অবস্থান অনুযায়ী আলাদা প্রাইজ মানি। তবে যারা বাদ পড়বে হতাশ হওয়ার কিছুই নেই।
এরপর থেকে অর্থ পুরস্কার চলে যাবে সেমিফাইনালিস্ট চার দল থেকে বাদ পড়া দুই দলের মধ্যে। যারা তৃতীয় হবে তারা পাবে 27 মিলিয়ন মার্কিন ডলার। তার চেয়ে মাত্র 2 মিলিয়ন ডলার কম পাবে চতুর্থ অবস্থানে থাকা দল।
বিশ্বাকাপে হেরে যারা হতাশায় পড়বে, তাদের জন্য প্রাইজমানির অংকটা 30 মিলিয়ন ডলার, বাংলা টাকায় যার পরিমাণ 258 কোটি টাকা।
বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল ৬ কেজি ১৭৫ গ্রাম ওজনের সোনালী ট্রফি জয় করার পাশাপাশি পকেট পুরবে 42 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের টাকায় 361 কোটি টাকা এবং যা ব্রাজিল বিশ্বকাপের তুলনায় প্রায় 80 গুণ।
সর্বসাকুল্যে কাতার বিশ্বকাপের প্রাইজমানি 447 মিলিয়ন মার্কিন ডলার বা 3784 কোটি টাকা।
আরো দেখুনঃ