বাংলাদেশ সেনাবাহিনী অফিস্যার পদে চাকরি | সেনাবাহিনীর চাকরি সার্কোলার (মেডিকেল কোর) ২০২২ই| Government Job | Bangladesh Army Job Circular 2022

সেনাবাহিনী চাকরি,সেনাবাহিনী,বাংলাদেশ সেনাবাহিনী,সেনাবাহিনীর ট্রেনিং,সেনাবাহিনী ভাইবা,সেনাবাহিনীতে সৈনিক নিয়োগ,সেনাবাহিনীর চাকরি,সেনাবাহিনীর নিয়োগ,নৌবাহিনী চাকরি,বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২০,সেনাবাহিনী চাকরি নিয়োগ এ কি কি লাগে,সেনাবাহিনী চাকরি করতে হলে কত উচ্চতা লাগে,সেনাবাহিনীর চাকরি করতে বয়স কত লাগে army job circular,job circular,bd army job circular 2022,,bangladesh army job circular,army job circular 2021,bangladesh army,bangladesh army job circular 2022,new govt job circular,job circular today,army job circular 2022,latest job circular.


বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন


৭৯তম ডিএসএসসি (এএমসি) এবং ৬৬তম ডিএসেসসি (এডিসি)-পুরুষ/মহিলা


আবেদন এর শেষ তারিখঃ ১৩ মার্চ ২০২২ ইং



যোগ্যতা 


১। ০১ জুলাই ২০২২ তারিখে অনুর্ধ ২৮ বছর (এভিডেভিড গ্রহনযোগ্য নয়)


২। শারীরিক মান (নূন্যতম)


ক) পুরুষপ্রার্থীদেরজন্য-স্বাভাবিক - ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণ - ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) |

   মহিলাপ্রার্থীদেরজন্য- স্বাভাবিক - ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারণ - ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)


  খ) পুরুষ-  ৫৭.০০ কেজি (১২৬ পাউন্ড),  মহিলা-  ৪৯.০০ কেজি (১০৯ পাউন্ড)


* উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন।


৩। শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম)


ক। আর্মি মেডিকেল কোর এর জন্য । এসএসসি এবং এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ সরকার কর্তৃক অনুমোদিত মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রী এবং ইন্টার্শশীপ সম্পন্নকারী।


খ। আর্মি ডেন্টাল কোর (পুরুষ/মহিলা) এর জন্য। এসএসসি এবং এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ সরকার কর্তৃক অনুমোদিত মেডিকেল কলেজ হতে বিডিএস ডিগ্রী এবং ইন্টার্শশীপ সম্পন্নকারী ৷



৪। বৈবাহিক অবস্থা:


ক। পুরুষ: 

  • (১) অবিবাহিত।

  • (২) বিবাহিত (০১ জুলাই ২০২২ তারিখে যাদের বয়স ২৬ বছরের উপরে হবে সেসকল পুরুষ প্রার্থগণও আবেদন করতে পারবেন) ৷


খ। মহিলা: বিবাহিতা/অবিবাহিতা।


৫। জাতীয়তাঃ জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক ।


প্রার্থীর জন্য অযোগ্যতা 


৬। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যে কোন সরকারী চাকরি হতে অপসারিত/বরখাস্ত ৷


৭। আইএসএসবি (ISSB) কর্তৃক ০২ (দুই) বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত (একবার স্ক্রিন্ত আউট ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে) । তবে ০৫ (পাঁচ) বছর পূর্বে ০২ (দুই) বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত প্রার্থীসণও আবেদন করতে পারবেন ৷


৮। প্রতিটি চোখের দৃষ্টিক্ষীণতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন


৯। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত।


১০। মেডিকেল কলেজের পেশাগত পরীক্ষাসমূহে সর্বমোট ০২ (দুই) বা ততোধিক বিষয়ে রেফার্ড প্রাপ্ত ডাক্তারগণ সেনাবাহিনীতে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।


আবেদন করার পদ্ধতিঃ


১১। ১৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ হতে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে । এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে Homw Page এর উপরে ডান কোনায় APPLY NOW  তে ক্লিক করে বর্ণিত কোর্সে Apply করতে হবে । প্রার্থীগণ Trush Bank, T-cash, VISA/Master Card, BKash, Rocket ইত্যাদির মাধ্যমে ১০০০/- (এক হাজার) টাকা আবেদন ফি প্রদান করতে পারবেন । আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য কল-আপ লেটার পাওয়া যাবে।


১২। অনলাইনে আবেদন করতে যে কোন প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টমার সাপোর্ট নম্বরে (+৮৮০১৭১৩১৬১৯৭৯) সরাসরি যোগাযোগ করুন ।


নির্বাচন পদ্ধতিঃ


১৩।  লিখিত পরীক্ষা: লিখিত পরীক্ষা (পেশাগত বিষয়ে ১০০ নম্বর) আগামী ১৮ মার্চ ২০২২ তারিখ ০৯০০ ঘটিকায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতঃ প্রার্থীরা কল-আপ লেটার প্রিন্ট করে নিবেন এবং পরীক্ষার সময় কল-আপ লেটার সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল মার্চ ২০২২ মাসের ৪র্থ সপ্তাহে ওয়েবসাইট ও এসএমএস/টেলিফোনের মাধ্যমে জানানো হবে।


 

১৪। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষাঃ লিখিত পরীক্ষায় আগামী ০৩ এপ্রিল ২০২২ হতে ০৭ এপ্রিল ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার এইচএসসি, এমবিবিএস/বিডিএস, ইন্টার্মশীপ, বিএমডিসি করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন।


 ১৫। আইএসএসবি পরীক্ষাঃ লিখিত ও মৌখিক পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে।এই পরীক্ষা ৪ দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় খরচ সরকার কর্তৃক বহন করা হবে। 


১৬। চুড়ান্ত নির্বাচন ও যোগদান নির্দেশিকা প্রদানঃ উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্যতা অর্জনের সাপেক্ষে শুন্যাসনের অনুকূলে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদেরকে সেনাবাহিনীর সদর দপ্তর অ্যাডজুটেন্ট জেনারেল শাখা পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা ও পরবর্তী যুগের নির্দেশনা প্রদান করা হবে। 


১৭। আইএসএসবি গ্রীণ কার্ডের মেয়াদ ০১ বছর (৩৬৫ দিন) বলবৎ থাকবে ।



প্রশিক্ষণ ও কমিশনঃ


১৮। বিএমএ প্রশিক্ষণঃ চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর ট্রেইনি অফিসার হিসাবে বিএমএ'তে ২০ (বিশ)

সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করবেন।


১৯। কমিশন ও পনশ্চাৎ প্রবীণতাঃ প্রশিক্ষণ সমাপ্তির পর কৃতকার্য ট্রেইনি অফিসারগণ ক্যাপ্টেন পদে কমিশন এবং কমিশনের তারিখ হতে নিম্রূপভাবে পশ্চাৎ প্রবীণতা (গ্যান্টিডেট সিনিয়রিটি) প্রদান করা হবেঃ


  • ক। আর্মি মেডিকেল কোর (এএমসি) । ০৩ (তিন) বছর 

  • খ। আর্মি ডেন্টাল কোর (এডিসি)। ০২ (দুই) বছর ০৬ মাস ।


প্রাপ্ত সুযোগ সুবিধাঃ


২০। বেতন-ভাতাঃ সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী প্রশিক্ষণার্থী অফিসারগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন ।


২১। অন্যান্য বিশেষতঃ


ক। উচ্চতর শিক্ষা ও বিদেশে প্রশিক্ষণঃ কমিশনপ্রাপ্ত অফিসারগণ ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর শিক্ষা ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ পাবেন ।


খ। বাসন্থানঃ  নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন।


গ। চিকিৎসাঃ সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদানসহ বিদেশে সুচিকিৎসার সুযোগ পাবেন ।


ঘ। সন্তানদের অধ্যয়নঃ নিজ সন্তানদের জন্য ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (AFMC), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েল আ্যান্ড টেকনোলজি (MIST) , বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্‌ (BUP) এবং সেনাবাহিনীর তত্লাবধানে পরিচালিত স্কুল/কলেজে অধ্যয়নের সুযোগ রয়েছে।


বিশেষ নির্দেশনা


২২। সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে বিএমএ'তে যোগদানের পূর্বে সাতার শিখার  উপদেশ দেয়া হলো।


২৩। এএফএমসি হতে পাশকৃত এএফএমসি/এএমসি ক্যাডেটগণকে এএফএমসি'র মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে ।


২৪। বিজ্ঞপ্তির যে কোন অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে। 


২৫। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান/বাতিলের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে। 




 ✅বাংলাদেশ বিমান বাহিনী/ সেনাবাহিনীর/ নৌবাহিনী ভর্তি পরিক্ষার প্রশ্ন ও সাজেশনঃ


✅ডিফেন্স ভর্তি পরিক্ষার জন্য কোন বইটি পড়বেন?


✅বাংলাদেশ পুলিশ কনস্ট্রেবল নিয়োগ ২০২২ ইং


✅ বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি তে নিয়োগ ২০২২ইং


✅বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগের সর্তাবলিঃ 


✅বাংলাদেশ বিমান বাহিনীতে অফিস্যার ক্যাডেট হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ইং


✅বাংলাদেশ সেনাবাহিনীতে অফিস্যার নিয়োগ ২০২২ ইং 


✅বাংলাদেশ নৌবাহিনীতে অফিস্যার ক্যাডেট ২০২৩ ব্যাচ  এ নিয়োগ ২০২২ ইং






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url