ফিল্ড অফিসার পদে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এ নিয়োগ ২০২২ ইং | Field Officer, Islami Bank Limited Job Circular 2022

 ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,ইসলামী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ,ইসলামী ব্যাংক,সোস্যাল ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,ইসলামি ব্যাংক নিয়োগ,,ইসলামী ব্যাংক ফাউন্ডেশন নিয়োগ ২০২১,ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, Bangladesh Bank Job Circular 2022, Bank Jobs, Islami Bank Job Circular.

 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড

হিউম্যান রিসোর্সেস উইং

প্রধান কার্যালয়, ৪০ দিলকুশা বা/এ, ঢাকা।


Www.prebd.com


ইসলামী ব্যাংক এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ইং


দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ইসলামী শরী'আহ্‌ ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ প্রকল্পে ফিল্ড অফিসার পদে নিয়োগের জন্যউদ্যমী, পরিশ্রমী এবং উপযুক্ত যোগ্যতাসম্পন্ন আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে । এই পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় শর্তাবলী নিম্নরুপ:


বেতন স্কেলঃ


বেতন স্কেল: ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী


শিক্ষানবিসকাল ০৬ (ছয়) মাসঃ শিক্ষানবিসকাল সন্তোষজনক 'ভাবে সম্পন্ন করার পর নিয়মিত বেতন স্কেলে চাকরিতে স্থায়ী 'করা হবে।



শিক্ষাগত যোগ্যতা ও বয়সঃ



শিক্ষাগত যোগ্যতা: ন্যুনতম স্নাতক অথবা সমমান ডিগ্রী।


'বয়স: ২০ মার্চ ২০২২ ইং তারিখে ন্যুনতম ২২ বছর এবং অনুধ্ব '৩০ বছর।


*'অবশ্যিকভাবে সাইকেল/মোটর সাইকেল চালাতে হবে এবং দেশের যে কোন গ্রামীন এলাকায় কাজ করার মানসিকতা

'থাকতে হবে।*


*নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের চাকরী দেশের যে কোন এলাকায় 'বদলীযোগ্য।



অন্যান্য শর্তাবলীঃ



*চাকরিরত প্রার্থীদের যাথাযত কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।


* এ পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীসণ আবেদন করতে পারবেন।


* লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কোন ভ্রমনভাতা বা দৈনিক ভাতা প্রদান করা হবেনা।


* নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরণের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে


* অসম্পূর্ণ/ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।


নিয়োগ পদ্ধতি


* প্রার্থীগণের মধ্য হতে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে।


* সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত প্রার্থীগণকে শুধুমাত্র লিখিত/মৌখিক পরীক্ষা বা উভয় পরীক্ষায় অংশগ্রহণ

করতে হবে।


* নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে গণ্য হবে।


* কর্তৃপক্ষ কোন কারন দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহন/বাতিল করার অধিকার সংরক্ষণ করে।


* কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি/প্রক্রিয়া পরিবর্তন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।



আবেদন পদ্ধতি


যোগ্য ও আগ্রহী প্রার্থীগণকে ব্যাংকের ওয়েবসাইট >career.islamibankbd.com< এ প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (Jpg, Size 100kb ), স্বাক্ষর (Jpg, Size 50kb ), এসএসসি ও সর্বশেষ একাডেমিক সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র (Jpg, Size 200kb ) আপলোড করার মাধ্যমে আগামী ২০ মার্চ ২০২২ ইং তারিখের মধ্যে আবেদন করতে হবে। সরাসরি হাতে হাতে, ডাকযোগে অথব।৷ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানে৷ আবেদনপত্র গ্রহণ কর| হবে ন।


ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিএইচআরও



আরো দেখুনঃ


✅ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এ নিয়োগ ২০২২ ইং


✅বাংলাদেশ বিমান বাহিনী/ সেনাবাহিনীর/ নৌবাহিনী ভর্তি পরিক্ষার প্রশ্ন ও সাজেশনঃ


✅ডিফেন্স ভর্তি পরিক্ষার জন্য কোন বইটি পড়বেন?


✅বাংলাদেশ পুলিশ কনস্ট্রেবল নিয়োগ ২০২২ ইং


✅ বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি তে নিয়োগ ২০২২ইং


✅বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগের সর্তাবলিঃ 


✅বাংলাদেশ বিমান বাহিনীতে অফিস্যার ক্যাডেট হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ইং


✅বাংলাদেশ সেনাবাহিনীতে অফিস্যার নিয়োগ ২০২২ ইং 


✅বাংলাদেশ নৌবাহিনীতে অফিস্যার ক্যাডেট ২০২৩ ব্যাচ  এ নিয়োগ ২০২২ ইং


✅বাংলাদেশ সেনাবাহিনীতে মেডিকেল কোর ও নিয়োগ ২০২২ইং




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url