Bangla Funny Fb Status 2022, মজার ফেসবুক পোস্ট ও কমেন্ট ২০২২।
Bangla Funny Fb Status:
১। সবাই ধীরে সুস্থে গালাগালি করুন । আগের বার এসে আমার জুতা ছিড়ে গেছে! ধাক্কা ধাক্কি করবেন না সামাজিক দূরত্ব বজায় রেখে গালা - গালি করুন । উত্তেজিত হয়ে গালা - গালি করতে গিয়ে বানান ভুল করবেন না । আমরা কমেন্ট করতে আসি না , শুধুমাত্র পড়তে আসি । তাই এমন ভাবে গালা গালি করুন , যাতে আমাদের পড়তে অসুবিধা না হয় ।
বাংলা মজার ফেসবুক পোস্ট :
২। পোস্টটা দেখে অনেকক্ষণ ভাবলাম, কিছুই বুঝতে পারলাম না। তারপর দিন রাত বই পড়ে গবেষণা করলাম, তাও কিছু বুঝলাম না। এলাকার গণ্যমান্য মুরুব্বিদের জিজ্ঞেস করলাম, তারাও ঘাবড়ে গেল, কিছুই বলতে পারল না। ড. মুহাম্মাদ শহীদুল্লাহর কাছে নিয়ে গেলাম, তিনি এটা দেখে জ্ঞান হারিয়ে ফেললেন। বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এবং আইজ্যাক নিউটনের কাছে নিয়ে গেলাম, তারাও এর ব্যাখ্যা দিতে পারল না। শেষে পোস্টটা ই-মেইল করে মঙ্গলগ্রহের এলিয়ানদের কাছে পাঠালাম, বললাম এর সমাধান দিতে......... তারা কিছুক্ষণ আগে রিপ্লাই দিছে--"পোস্টকারী কে জিজ্ঞেস করেন।”🙂
➡️পৃথিবীর অজানা কিছু তথ্য জানতে ক্লিক করুন
Bangla Fb Status
৩।এক গ্রামে দুই ভাই বাস করতো। একদিন তাদের মধ্যে খুব ঝগড়া হয় ঝগড়ার পড়ে দুই ভাই বিদেশে চলে যায়।
একজন চলে যায় জাপান আরেকজন চলে যায় সুদান। যে ব্যক্তি সুদান গিয়েছিল সে ওখানে গিয়ে বিয়ে করে এবং তার একটি ছেলে হয়। কিছুদিন পর তারা সুদান থেকে দেশে ফিরে আসে তাদের গ্রামে এবং গ্রামের সবাই তাকে সুদানি বলে ডাকতে শুরু করে ও তার ছেলেকে ডাকতে শুরু করে সুদানির পুত বলে। আর সেই সুদানির পুত হলো এই বাটপার আনোয়ার সরকার🖕
আরো দেখুনঃ Bangla Funny Facebook comment, funny Facebook post 2024
ফেসবুক মজার কমেন্ট পোস্ট
৪।এক মহিলা চাকরি করতে গিয়েছিল সুদান, সেখানে এক সুদানি পুরুষের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উটে, এক সময় মহিলা প্রেগনেন্ট হয়ে যায়,এবং এর সাতে মহিলার বিসার মেয়াদ শেষ হয়ে যায়, যার কারনে মহিলা বিয়ে করার মতো সময় পায় নাই, দেশে চলে আসে, এবং দেশে আসার পর সন্তান জন্ম দেয়ে, আর এই সন্তান বড় হওয়ার পর এলাকার মানুষ তাকে সুদানির পুত বলে ডাকে, আর এই ভন্ড হচ্ছে সেই সুদানির পুত🤣
Bangla Funny Status 2022
৫।এইজন্যই চায়না এক কবি বলিয়াছেন।
অং সাং পুং পাং লাম বাল ম সং।
এর বাংলা অর্থ হলো,
অল্প বয়সে পাকলে বাল, দুঃখ থাকে চিরকাল-!🥴
৬। ছোট্ট বেলায় অনেক কষ্ট করে মাতৃভাষায় সব ধরনের গালি শিখেছিলাম।✌️কিন্তু চর্চার অভাবে অধিকাংশ গালিই ভুলে যেতে বসেছি,😷
কিন্তু মাঝে মাঝে এমন পোষ্ট দেখলে মন চায়😀
গালিগুলো পুনরায় চর্চা করি.😐
কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে,😒
ফ্রেন্ডলিস্টের পরিচিত আত্মীয়-স্বজন,
বন্ধু বান্ধব সবাই দেখে ফেলার ভয়ে দিতে পারি না!