অভিশাপ | আবু ইউসুফ সুমন
অভিশাপ
আবু ইউসুফ সুমন
.
প্রেম মানে না কোনো কিছু প্রেম মানে না আইন
বাবু সোনা পরাণ পাখি আমার ভ্যালেন্টাইন-
তোমায় নিয়ে ঘুরতে যাবো করছি ভীষণ মিস
চোদ্দ তারিখ চাইছি আমি একটা শুধু কিস।
.
আমি আবার অনেক লয়াল সবার মতো নই
কপালে টিপ লাল শাড়িটাও পরবে অবশ্যই।
লিটন-দিহান প্ল্যাটে গেলেও আমরা তো খুব সৎ
তুমি প্রভুর স্বর্গীয় এক বিশেষ নিয়ামত।
.
কী চাও তুমি গিফট হিসেবে আনবো কিনে সব
নানানভাবে প্রপোজ করে ঘটাবো বিপ্লব।
তোমায় দেখে উথাল-পাতাল মনের মাঝে ঢেউ
ভদ্র দ্বীনি নেই তো জানি তোমার মতো কেউ।
.
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো হিজাবে হই খুন
কেমন করে বর্ণনা দিই তোমার কতো গুণ।
উপায় তো নেই পরিশোধের ভালোবাসার ঋণ
হাতটা শুধু ধরতে দিও চোদ্দ তারিখ দিন।
.
ভালোবাসা দিবস এলেই হুজুরগুলো জান
নানানরকম কথা বলে ত্যাক্ত করে কান।
হুজুরকে তাই পাশ কাটিয়ে চলতে হবে ঠিক
মর্ডান যুগে প্রেম হবে না? কেমনে স্বাভাবিক?
.
বিয়ে করবো সে নিয়তেই করছি সহীহ প্রেম
কও না তোমার কণ্ঠ কেন এত্তো মোলায়েম?
ভ্যালেন্টাইনে আবেগও প্রেম কাব্যে হবে বের
পাবলো হাফিজ ব্লেইক কোলরিজ কিটসও সুনীলের।
.
জাস্ট-ফ্রেন্ড আর বিএফ-জিএফ সবাই কি আর পায়?
তোমায় পেলাম তাহাজ্জুদের দোআর উছিলায়।
শুক্রবারের খুদবাতে তাও হুজুর লাগায় ভয়
সত্যি হুজুর বেরসিক আর অচল অতিশয়!
.
হারাম, যিনা নানান শব্দে প্রেমকে বলো পাপ?
হুজুর তোমায় "হালাল-প্রেমের" দিলাম অভিশাপ।
হালাল-প্রেমের পক্ষে যারা সবাই তোলো হাত
ঘুমের ঘোরে মিছিল হবে আজকে সারারাত!