ভালোবাসা একটি ছোট শব্দ | ভালোবাসার ইতি কথা।
তুমি তার হও, যে তুমার বাচ্চামি গোলা দেখেও কখনো বিরক্ত হবে না।
ভালোবাসা একটি ছোট শব্দ। কিন্তুু তার সাথে জড়িয়ে আছে কতই না কিছু,একটুখানি আবেগ, একটুখানি অভিমান, একটুখানি হাসি, একটুখানি কান্না।
এই ক্ষুদ্র মুহুর্ত গুলো মানুষকে একে অপরকে ভালোবাসতে শিখায়। মানুষ নিজেকে হারায় ভালোবাসা বন্ধনে।
ভালোবাসা প্রিয় শব্দ। সুখের ছোঁয়া। কয়জনেই বা বুঝে তা। কেউ পেয়ে ও মূল্য দেয় না,,আর কেউ না পাওয়ার শোকে কাতর।
মানুষ কেন এমন হয় ? কেন এত নিষ্ঠুর হয় ? একটা বেকার ছেলের হাত ধরে দেখ,একদিন তার সফলতার কারণ হবে তুমি।
আমার মতে ভালোবাসা শুধু কাঁদায় না,সফল হতে ও শিখায় ৷ নিজের নিয়তি টাই হল আসল।
কেন একটা ছেলের হাত ধরে কিছু দিন পর অন্যকে হাসাবে? ব্যাপারটা এমন না হয়ে এমন ওতো হতে পারতো যে শুধু তোমাকেই নিয়ে আমার গল্প শেষ হবে। মাইন্ড টা ফ্রেশ করা দরকার ।
তাই পৃথিবীর সকল ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল হও,নিজের ভালোবাসাকে নিয়ে বাচঁতে শিখো,দেখবে সব কিছু ভালো থাকবে ইনশাআল্লাহ।
লেখকঃ পাখি