ভালোবাসার পথ খুব বন্ধুর | ভালোবাসা ইতি কথা

 




 " যদিও ভালোবাসার পথ খুব বন্ধুর এবং খাড়া, তবুও ভালোবাসার সংকেত পেলে, তাকে অনুসরণ কর। যখন তার ডানা তোমাকে আলিঙ্গন করবে তার কাছে আত্মসমর্পণ কর, যদিও তার ডানায় লুকানো শক্ত করে বাঁধা তীক্ষ্ম তরবারি তোমাকে আহত করতে পারে। যখন ভালোবাসা তোমার সংগে কথা বলবে তার অস্তিত্বে বিশ্বাস কর, যদিও উত্তরের বাতাস যেমন সুন্দর বাগানকে মাটিতে মিশিয়ে ধ্বংস করে তেমনি তার স্বর তোমার  স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করতে পারে।


ভালোবাসা তোমার মাথায় রাজমুকুট পরাবে আবার একই সময়ে তোমাকে তীব্র যন্ত্রণায় বিদ্ধ করবে। একই সময়ে সে তোমার সমৃদ্ধির জন্য দায়ী তেমনি তোমার অধঃপতনের জন্যও। এমনকি সে তোমার সমান উচ্চতায় উঠে  রোদে কাঁপতে থাকা তোমার কোমল শাখাটিকে আদর করতে থাকে। আবার একই ভাবে তোমার মূল অব্দি নেমে মাটি আঁকড়ে থাকা শিকড় ধরে নাড়া দেয়। শস্যের আঁটির মত ভালবাসা তোমাকে তার কাছে একটু একটু করে জড়ো করে। তোমাকে ঝেড়ে তোমাকে নগ্ন করে। তন্নতন্ন করে পরীক্ষা করে ভালবাসা তোমার খোলস থেকে তোমাকে মুক্তি দেয়। 


ভালোবাসা নিজেকে ছাড়া কিছুই দেয় না আবার নিজের কাছ থেকে কিছুই গ্রহণ করে না। ভালোবাসা কিছুই অধিকার না করে সবকিছুই অধিকার করে নেয়"


---------------------------------------❣️-------------------------------ধন্যবাদ সবাইকে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url