রক্ত
; => রক্ত বাd Blood হলো একধরনের তরল যোজক কলা বা Liquid Connective
Tissue
. => রক্তের কিছু
বৈশিষ্ট নিন্মরুপ-
১। রক্ত হলো
তরল যোজক কলা।
২। রক্ত
রক্তকণিকা ও রক্তরস
দিয়ে তৈরি।
৩। রক্তের
ঘনত্ব পানির চেয়ে
পাঁচগুন বেশি।
৪। রক্তের তাপমাত্রা ১০০.৪ ডিগ্রি
ফারেনহাইট।
৫। রক্তের PH ৭.৪ অর্থাৎ হালকা
ক্ষারীয়।
**জেনে রাখা ভালো “রক্তে থাকে হিমোগ্লোবিন”,
যার জন্য রক্ত লাল হয়।
# রক্ত-এর উপাদান? => রক্ত প্রধানত
দুটি উপাদান দিয়ে
তৈরি।
১। রক্ত কণা
বা Blood Cell.
২। রক্ত
রস বা Plasma. =>
রক্ত কণা তিন
প্রকার। যথা –
১। লোহিত
কণিকা
২। শ্বেত কণিকা
৩। অনুচক্রিকা
********************
১) লোহিত রক্ত কণিকার কাজঃ-
i.লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন ফুসফুস থেকে O2 এবং সামান্য CO2 পরিবহন করে ।
ii. রক্তের সান্দ্রতা রক্ষা করে ।
iii.হিমোগ্লোবিন ও অন্যান্য আন্তঃকোষীয় বস্তু বাফাররূপে রক্তে অম্ল ও ক্ষারের সমতা রক্ষা করে ।
iv.রক্তে বিলিরুবিন উৎপাদন করে ।
v.প্লাজমা ঝিল্লীতে এন্টিজেন প্রোটিন সংযুক্ত থাকে যা মানুষের রক্তের গ্রুপিংয়ের জন্য দায়ী ।
২) শ্বেত রক্ত কনিকার কাজঃ-
i.মনোসাইট ও নিউট্রিফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে ধ্বংস করে ।
ii. নিউট্রোফিলের বিষাক্ত দানা জীবাণু ধ্বংস করে ।
iii.দানাদার লিকোসাইট হিস্টাসিন সৃষ্টি করে যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ।
iv.লিস্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে ।
৩)অনুচক্রিকার কাজঃ-
i.রক্তনালীর ক্ষতিগ্রস্ত এন্ডোথেরিয়াল আবরণ পুনর্গঠন করে ।
ii. সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ উৎপন্ন করে যা রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে ।
******
**************************************************
রক্ত দান
কারা রক্ত দিতে
পারবেঃ প্রাপ্ত বয়স্ক যেকোন সুস্থ মানুষ অন্যকে রক্ত দিতে পারে। তবে বয়স ও শরীরের ওজনকে বিবেচনা করতে হবে। উপযুক্ত বয়স- মহিলা ও পুরুষ যাদের বয়স ১৮ - ৪৫ বছর। উপযুক্ত ওজন- পুরুষদের ক্ষেত্রে অবশ্যই ৪৭ কেজি বা তার উর্ধে হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে ৪৫ কেজি বা তার উর্ধে হতে হবে।
যারা
রক্ত দিবেন না-
• যাদের ৩ বছরের মধ্যে জন্ডিস হয়েছে
• যাদের রক্ত বাহিত জটিল রোগ রয়েছে
• ৪ মাসের মধ্যে যারা রক্ত দিয়েছেন
• যারা ৬ মাসের মধ্যে বড় কোন অস্ত্রপচার করিয়েছেন
• মহিলাদের ক্ষেত্রে যারা গর্ভবতী অথবা যাদের মাসিক বা ঋতুস্রাব চলছে এসব বিষয় ছাড়াও রক্ত দেয়ার সময় রক্তদাতার অন্যান্য শারীরিক বিষয় যাচাই করা হয়। রক্তদানের সাধারন তথ্য
• এক ব্যাগ রক্ত দিলে শরীরের কোন ক্ষতি হয় না।
• রক্ত দানের ৫- ২১ দিনের মধ্যে ঘাটতি পূরণ হয়ে যায়।
• রক্ত দিলে হাড়ের বোনম্যারোতে
নতুন রক্ত কণিকা তৈরিতে উদ্দীপনা আসে।
• ব্যবহৃত সূচ সিরিঞ্জ জীবাণু মুক্ত কি না জেনে নিন।
• খালি পেটে রক্ত দিবেন না।
• রক্তদানের পুর্বে প্রতিষ্ঠান সম্পর্কে জেনে নিন।
• পরিচিত ও বিশ্বস্ত প্রতিষ্ঠানে
রক্ত দিন।
*******************
নিচের সারণী থেকে আমরা দেখে নিতে পারি কোণ গ্রুপের রক্ত কাকে দিতে পারবে বা কার কাছ থেকে রক্ত নিতে পারে-
রক্তের গ্রুপ
|
যাদের দিতে পারবে
|
যাদের কাছ থেকে নিতে পারবে
|
A+
|
A+ AB+
|
A+ A- O+ O-
|
A-
|
A+ A- AB+ AB-
|
A- O-
|
AB+
|
AB+
|
সকল গ্রুপ
|
AB-
|
AB+ AB-
|
A- B- O- AB-
|
B+
|
B+ AB+
|
B+ B- O+ O-
|
B-
|
B+ B- AB+ AB-
|
B- O-
|
O+
|
A+ B+ AB+ O+
|
O+ O-
|
O-
|
সকল গ্রুপ
|
O-
|
ধন্যবাদ সবাইকে
লেখকঃমোঃ আবদুল্লাহ আল মহিন