ধর্ষন ব্লগ ১

একটা ঘর, দরজা জানালা খোলা। মোক্ষম সুযোগ চুরি করে পালিয়ে যাওয়ার। আমি যদি ভালো মানুষ হই, তবে আমার দ্বারা চুরি তো হবেই না। বিপরীতে ঘরের মালিককে ডেকে সাবধান করে দিবো।

একই ভাবে পোশাক বা বেপর্দা নারী কখনো ধর্ষণের কারণ হতে পারে না। আমি যদি ভালো মানুষ হই তবে অবশ্যই সে বেপর্দা নারী বা অশ্লীল পোশাকের মেয়েটিকে প্রয়োজনবোধে সতর্ক করে দিবো। না হয় নিরবে সটকে পড়বো। আমার দ্বারা ধর্ষণ কখনো হবে না। আমার চিন্তা চেতনা আমাকে চালিত করে। আমার চিন্তা যদি উদভ্রান্ত হয় তবেই তো ধর্ষণের মত জগন্য কিছু করার মানষিকতা তৈরী হবে।

অতএব, শুধু পোশাকের দোহাই নয়। মানসিকতার পরিবর্তন দরকার। নৈতিকতা থেকেই ধর্ষণ রোধ হবে। নৈতিকতাই পারে একটা নারীর পোশাকে শালীনতা আনতে সাথে একটা পুরুষে মননকে সুন্দর ও সুশোভিত করতে।

একটা কথা স্পষ্ট, পোশাক যদি ধর্ষণের নিয়ামক হয়, তবে একটা পুরুষের ধর্ষক হওয়ার পিছনে তার চরিত্রহীনতা তার চেয়ে বড় নিয়ামক।

#ধর্ষকের_জনসম্মুখে_ফাসী_চাই।


------****--------------ধন্যবাদ সবাইকে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url