তর্ক with মুরুখ্য
আমি একটা বিষয় নিয়ে অনেক চিন্তাভাবনা ও ছোটখাট গবেষণা করেছি। সেটা হচ্ছে তর্ক বিতর্ক। আমি আমার অভিজ্ঞতা থেকে যা বুঝেছি কখনও তর্ক করা যাবে না হোক আমি সঠিক বা বেঠিক বা সত্য বা মিথ্যা। বিশেষ করে তুচ্ছ বিষয় নিয়ে এমনকি অনেক সময় অনেক বড় কিছু নিয়ে তর্ক বিতর্ক না করে তা চুপচাপ এড়িয়ে চলে যাওয়া ভালো। দেখাগেছে তর্ক করে যেটা ঘটে গেল তা তর্ক না করলে ঘটতো না অর্থাৎ নিজের চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে আশেপাশের অবস্থানটা ভালোভাবে বিবেচনা করলে দেখবেন যারা উসকানি দেয় বা কোনোকিছু রটায় তাদের একটা স্বার্থ থাকে যে আমরা তো খারাপ বা আমরা তো পাবো না বা আমরা তো দিবো না বা আমরা তো করবো না সুতরাং অন্যদেরকেও সেটা থেকে দূরে রাখবো বা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবো যা সবার মনে একটা খটকা লাগে। এই তর্ক নিয়ে মার্ক টোয়েনের একটা বিশেষ উক্তি আছে সেটা হলো "খারাপ মানুষের সাথে তর্কে জড়াবেন না। তারা আপনাকে টেনে হিঁচড়ে তাদের লেভেলে নিয়ে যাবে। এবং এরপর তাদের খারাপ অভিজ্ঞতা দিয়ে আপনাকে পরাজিত করবে।
আসলেই যারা তর্ক বুঝে না কোনো যুক্তি বুঝে না তাদের সাথে তর্ক না করে চুপ থাকায় বুদ্ধিমানের কাজ। একবার হলো কি আমার এক শিক্ষিত বন্ধু ৫২ এর ভাষা আন্দোলন নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন ৫২ ও ৭১ এর কোনো দরকার ছিলো না। এই কথা শোনার পর আর কিছু বলার ছিল নাহ।
,,,,
ফেসবুক এ একজন এর পোস্ট দেখলাম,
"মুক্তিযোদ্ধের শহীদ দের ভাল করে দেন"
আরেক অমানুষ তা শেয়ারর করে আমিন লেখার জন্য বলতেছে।,,
পোরা শরীর শিহরে উঠল।
এই ব্যপার টা নিয়ে মজা করা,
মানুষ কত টা পারিবারিক শিক্ষা পাইলে,এমন জজ্ঞন্য কথা বলতে পারে।