আমাদের অপবিত্র রাজনীতি


রাজনীতির প্রথম কথা হচ্ছে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই।
,,আর যার ভুগান্তি পোহাতে হই ওই মানুষ দের, যারা রাজনিতী শব্দ টার সাথে এখনো ভাল ভাবে পরিচিত ও নয়।
----------------------------------,,
রাজনীতি শব্দ টাকে থিক ভাবে বিশ্লেষণ করলে, অর্থ দারাই, "সাধারন মানুষের জন্য লড়া,মানুষের জন্য করা,মানুষকে ভালবাসা।"।
"""""""""""""""""""""""""""""
রাজনীতি জিনিষ টাই একটা পবিত্র জিনিষ।
কিন্তু এর অপবিত্রতার পিছনে কারা দায়ী। এক কথায় বলব আমরা সাধারন মানুষ দায়ী।
--------------------
আমার রাজ্যে আমার কাছে অন্যায় যে করে,তার থেকে ও বড় অপরাধী অন্যায় যে সহে।
----------
অন্যাই ওরা করবেই।
কারন ওরা রাজনীতির জন্যই রাজ্যে আসে নাই, ওরা আসছে টাকার জন্য, দাপট দেখানোর জন্য।
-------------
কিন্তু আমরা?
ওরা কয়জন,,,,,? ২০জন মানুষ,আমার গ্রামে আসছে আমার গ্রামের মানুষের কাছে চাদাবাজি বা দাপটট দেখাতে,
আমরা ওদের কেন মানব,
কারন ওরা রাজনীতি করে।
তাই না?
-------------
রাজনীতি নয়, এরাই সেই মানুষ যারা রাজনীতি কে অপবিত্র করে।
গ্রামের মানুষ চাইলে এসব আবর্জনা দূর করা কোন ব্যাপার ই না।
---------
কিন্তু আমরা যে নিজেদের মধ্যেই থিক নাই?
আমরা কিছু বললে যে আবার আমার উপর আসবে।,,,
ধেত,,,, আরে বলব আমরা,আর আসবে আমার উপর,কখনোই না,আমরা বললে আমাদের উপর ই আসবে, আর তা রুখে দেওয়া আমাদের পক্ষে কোন ব্যাপার ই না।

-------------
একটা উদাহরণ দিলাম জাস্ট,
মূল কথা দুষ আমদের, আমরা পবিত্র রাজনীতি কে আটকাই,বিরোধিতা করি,
আর যারা এই রাজনীতি কথাটা কে বিক্রি করে অন্যায় করতেছে, তাদের কে প্রশ্রয় দি।
----------
ওরা অন্যায় করতেছে,একসাথে জোট বেধে করতেছে,
আমরা কেন জোট বেধে ওদের প্রতিবাদ করতে পারব না।
;;;;;
পারব,কিন্তু আমাদের সাহস নেই।
সাহস কোত্তেকে থাকবে, আমরা যে জোট নয়।
আমরা যে এক নয়।
---------
একজন এর উপর উন্যায় হতে দেখলে আমরা তা দারিয়ে দারিয়ে দেখি,আমরা মজা নিই,
আমাদের থেকে সাহস করে বেশি,জাস্ট ২টা মানুষ আওয়াজ তুলত, পালিয়ে কি তারা ঠায় পেত!
-----------
আমি তো একজন ছাত্র।
আমি লেখা পড়া করে ভাই কিছুই শিখি নি একটা জিনিষ ছাড়া।

শিক্ষা আমাদের কে একটা কথায় বলে শুধু, অন্যায় এর দৃঢ় প্রতিবাদ।
আর কিছুই নয় শিক্ষার অর্থ।
!!
আর কিছু কি?
----
----
-----
আমার ১৮ বছর হই নায়,
আমি মাত্র কলেজে উঠছি,
মাত্র পায়ে হাটতে শিখছি।
তাই বলে আমি রাজনীতি বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এ কিছু লিখতে পারব  না,এমন তো না,
আমি ও দেশের নাগরিক,অধিকার আমার ও আছে।
যে রাজনিতি ব্যক্তিত্তদের আমার অধিকার আদায় এ লড়ার কথা,সে যদি,নিজের ক্ষমতার জন্য লড়ে,তাহলে আমাকে যে নিজের অধিকার আদায় এ নিজেকেই দারাতে হবে।

এটা কোন কথা হল,যে রাজনীতি করতে হবে। যে জায়গাই আমরা রাজনীতির অর্থই জানিনা।
,,,
-----------
"একটা কথা আছে,মানুষ মাত্রই ভুল করে কিন্তু অফিস তা মেনে নেই না😆😆"
,,,,,
কিন্তু আমি বার বার ভুল করি।
আপনাকে তা মেনে নিয়ে আমাকে থিক টা শিখিয়ে দিতে হবে।  এর আগের পোস্ট বলছিলাম,আমাদের বয়স ই এরকম,ভুল আমরা করবই। কিন্তু আপনি যদি তার সমালোচনা করেন,সেটা,আপনার মূর্খতা।
ধন্যবাদ সবাইকে
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url