১৮ বছর এর নিচে ছেলে মেয়ে
শিশুর (১৮বছর এর নিচে) সংজ্ঞা হলো—যাদের জন্মের পর প্রথম দুই বছর চলে যায় হাঁটা আর কথা শেখায় এবং তার পরের ১৬ বছরই কেটে যায় তাদের মুখ বন্ধ রাখা আর স্থির হয়ে বসা শেখায়।
,,,, ,,,
সুতারাং আমাদের বয়সি ছেলে গুলা বেশি কথা বলবেই, আপনার সহ্য না হলে ও তা মেনে নিতে হবে,বয়স টা যে আপনি ও পার হয় আসছেন।
,,,,,
আপনি বলবেন যে আমাদের সময় তো আমরা ছিলাম না?__
-----ভাই আপনাদের সময় কি এমন প্রযোক্তির দিন ছিল,ছিল এমন স্মার্ট ফোন,ছিল ফেসবুক,যাদদের কে অপব্যবহার করে আমরা এই পথে।
----আমরা পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলছি--
''''''""""""""""""""""""""""""""""""
,তাই আমাদের মত যারা আছে,আমাদের ওই ভাবেই শাষন করবেন, ওই ভাবেই দেখবেন।
আর ভাল তা শিখিয়ে দিবেন।
,,,,,আমাদের সাথে তর্ক করে লাব নায়।
আমাদের সাথে তর্ক করতে আসলে আমরা বড়দের আরো আমাদের পর্যায়ে নিয়ে আসি।
------------বয়সের দোষ ভাই-------------
তাই তর্ক নয়,নয় বিতর্ক,
শিক্ষা চাইই আমরা। শিখার বয়স আমাদের।
তাই আমাদের ভাল তা শিখাই দেন, ভুল টা তিরস্কার না করে, সুন্দর ভাষায় বুঝাই দেন।
আমরা ও একদিন বড় হব।
আমরা ও একদিন হব পিতা ।
ধন্যবাদ সবাইকে