সহস্রধারা, সীতাকুন্ড , চট্টগ্রাম | চট্টগ্রাম ভ্রমণ



বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই ।
কি বিষয় নিয়ে লিখব থিক বুঝতে না পেরে আজ আমার বাড়ির ২ কিলোমিটার পাশেই
অবস্থিত এক দর্শনীয় স্থান নিয়ে লিখতে বসলাম ।
________
প্রিয় সহস্রধারা ।
ছোট থেকে আজ পর্যন্ত প্রায় শত বারের বেশি যাওয়া হয়ে গেছে জায়গা টিতে । এতবার কেন ??
আসলে জায়গা টি এরকম সুন্দর না যায় পারিনি ।
যদি কোন দিন সময় সুযোগ দুটুই একসাথে পেয়ে যান ঘোরে যেতে ভুলবেন না ।
কি কি আছে, কি কি উপভোগ করবেন তা পরে বলতেছি আগে শুনুন কেমনে আসবেন !!!!
---------
ঢাকাইয়া বা উত্তর দিক থেকে ;.................
,,,
ভাই গাড়ি যখন নামাই দিবে সিতাকুন্ড বাস স্টেন্ড এ , যদি লোকেল হয় গাড়ি , গাড়িরে
বলবেন ভাই সিতাকুন্ড থেকে আরো ৫ কিলো দক্ষিণে “ছোটদারোগার হাট” নামায় দেন ।
......
আসুন , সিতাকুন্ডে নামার পরে খবর দার সি এন জি তে উঠবেন না । এখানে সি এন জি
নিষিদ্ধ । বলে তো কোথেয় উঠমো ...., উঠবেন লেগুনায় । দক্ষিণ দিকে মাথা ঘুরাই দারাই আছে
দেখবেন লেগুনা । ৫ কিলো দক্ষিণে ছোটদারোগার হাট নি গেলে জন প্রতি নিবে ১০ টাকা ।
,
গাড়ি থেকে নামি যদি পশ্চিম দিকে তাকাবেন না । তাকালে দেখে যাবেন “ছোটদারোগার হাট তাহের মঞ্জুর কলেজের সাইন বোর্ড । ওদিকে যায়েন না ভাই , ঘুরতে আসছেন ঘুরেন , ওখানে গেলে কলেজে বর্তি করাই দিবে ।
রাস্তা পার হন , মানে ঢাকা-চট্টগ্রাম ট্রাঙ রোদ এর পূর্ব পাশে পার হন । ( বিঃদ্রঃ গাড়ি দেখে রাস্তা পার হোন )
---------
এবার সিএনজি তে উঠেন , আর মারবে না পুলিশ এ ।
সিএনজি যাবেনা বেশিদুর, রাস্তা খারাপ । আমার দোষ নাই । যেতে যেতে সি এন জি ভাই কে
বললে ওনি দেখাই দিবে “গফোরশাহ মসজিদ এর রোড টা ও , সময় পেলে ঘোরে আসিয়েন ,
নামাজের সময় হলে নামাজ ও পড়ে নিয়েন প্লিজ ।

তারপর সি এন জি যে খানে নামায় দিবে ওখান থেকে হাটা লাগান সোজা পূর্ব দিকে ।
পথে পথে ও কিছু মজার জায়গা আছে বলতেছি পরে ।
১০ মিনিট হাটলেই পোছে যাবেন ব্রিজ এ, ব্রিজ থেকে দেখবেন বিশাল লেক ।
সাতরে যাইয়েন না ঝর্ণায় , এত দূর থেকে আসছেন , আবার দুবে মরে গেলে ?
বিয়ে সাদি করছেন ?????? আচ্ছা বাদ দেন । নোকায় উঠেন, আসা যাওয়া ৪০ টাকা নগদ ভাড়া,
বাকির কাম নায় ...... তারপর ঝর্ণায় গেলে ইচ্ছ মত মজা করে আবার ব্রিজ এ চলে আসেন ।
শুনুন ভাই , সহস্রধারা ঝর্ণা , প্রচুর উচু । আর হেব্বি সুন্দর একটা জাইগা । প্রান না ভরলে ও ভাই মন ভরবে ।
­­­­________
পাহাড় পর্বত এ মন ভরে যাবে ভাউ, , , ,
ওখানে পাবেন বুদবুটি কুন্ড,একটা জায়গা আছে যেখানে পানি অনবরত বুদবুদ করছে । হিন্দুরা ওখানে পূজা ও করে ।
এবার আমার ফেবারিত , খুব ইন্টারেস্টিং জায়গা “অগ্নি কুন্ড ভাই “
কাহিনী আছে ,....
অগ্নি কুন্ড কোন সাধারন জায়গা না , ওটা প্রাকৃতিক গ্যাস এর খনি ওখনে । পাথর মারলেই জলে আগুন ।
ইন্টারেস্টিং না ?????
লোক মুখে শুনেছিলাম , ওখানে গবেষক রা আসছিলেন । এসে দেখলেন ওখান থেকে গ্যাস উত্তোলন করতে যন্ত্র পাতি আনা নেওয়া সব খরছ যত হবে , ওখান থেকে অততা লাভ করতে পারবে না । গ্যাস প্রায় ফুরিয়ে এলো বলে ।
জায়গা টিতে অনেক আগে থেকে এই গ্যাস বের হচ্ছিল , এখানে যদি আরো ১০-২০ বছর আগে আসা যেত তাহলে প্রচুর পরিমানে গ্যাস পাওয়া যেত । এখন গ্যাস অনেক টাই ফুরিয়ে আসছে ।
___________
ব্যাপার টা মানে গবেষক আসার ব্যাপার টা কতটুক সত্য তা জানা নেয় । তবে আমরা এখনো যখন ওখানে যায় ওখানে পাথর বা কিছু দিয়ে আঘাত করলে আগুন জলে উঠে ।
যদি যাওয়ার পথটা না পান ওখানে যে কাওকে বললে দেখায় দিবে । ছোটদারোগার হাট এর মানুষ খুব মিসুক ।
---------
আমি আজ সহস্রধারার সুন্দর্যের কোন বর্ণ্না দিলাম না । যাতে সেটা আপনারা নিজ চোখে দেখে আসতে পারেন , উপভোগ করতে পারেন । ওখানে দেখতে পাবেন কিছু উপজাতির মানুষের ঘর বাড়ি ।আরো কত কি.................................................................!!!!!!!!!!

‘’’’’’’’’’’’’’আমি মোঃ আবদুল্লাহ আল মহিন । জানিনা কত টা লিখতে পারছি । আমি জানি আমার লেখাটা ওনেকের কাছেই ভাল না ও লাগতে পারে । জায়গা টা অনেকের শুধু লিখা পড়ে ভ্রমন করার ইচ্ছা না ও জাগতে পারে । তারপর ও যারা এখনো জায়গা টা ঘুরে আসেন নায় , দাওয়াত রইল তাদের । প্রতিদিন প্রায় শত শতমানুষ / পর্যটক ঘুরতে আসে এখানে ।
­­­­___
যারা লিখা টা ভাল না হওয়া সত্তেও পরেছেন , তাদের কে অসংখ ধন্যবাদ ।
(কোন ছবি সংযোজন করিনি আমি এখানে । ঘরে এসে আপনার একটা ছবি আমাকে মেইল করতে ভুলবেন না) 
-----------আসসালামু আলাইকুম । ধন্যবাদ সবাইকে


Next Post
No Comment
Add Comment
comment url